লাইটশট সফটওয়ার ব্যবহার করে স্কিনশর্ট নেওয়ার নিয়ম

স্ক্রিনশট সফটওয়্যার কি? কিভাবে ব্যবহার করতে হয়, লাইটশট সফটওয়ার ব্যবহার করে স্কিনশর্ট নেওয়ার নিয়ম। ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নিতে হয় ইত্যাদি বিষয়ে জানতে অনেক আগ্রহী। অনেকগুলো ওয়েবসাইট এবং ইউটিউব-এ ভিডিও দেখার পর বুজতে পারছেন না কিভাবে স্ক্রিনশর্ট সফটওয়্যার ডাউনলোড করতে এবং ব্যবহার করতে হয়। তাই স্কিনর্শ্ট সম্পর্কে জানতে এই পোষ্পটি ভালভাবে পড়ুন।
স্ক্রিনশট সফটওয়্যার কি
এছাড়াও স্ক্রিনশর্ট সফটওয়ার কিভাবে কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটিং করবেন । কিবোর্ডের মাধ্যমে শর্টকার্ট কিভাবে স্ক্রিনশর্ট নিতে হয়, কিভাবে মোবাইলে স্ক্রিনশর্ট নিতে হয়, কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় ইত্যাদি বিষয়।

ভূমিকা

আপনি কি কিভাবে ল্যাপটপ কিংবা কম্পিউটার অথবা এন্ড্রোয়েড মোবাইল ইউজার? কিন্তু বুজতে পারছেন না কিভাবে স্ক্রিনশর্ট নিতে হয়। আপনি যদি প্রফেশনাল ল্যাপটপ, কম্পিউটার, এন্ড্রোয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশর্ট সম্পর্কে জানতে হবে। স্ক্রিনশট সফটওয়্যার কি, ডাউন লোড এবং ব্যবহারের বিস্তারিত বর্ননা এবং নিয়ম চিত্রের মাধ্যমে আলোচনা করা হল।

ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নিতে হয়

একটা বিষয়ে জেনে নেওয়া ভাল যে, এক এক পিসি বা ল্যাপটপে ইনস্টল করা সফটওয়ার অনুয়ায়ী স্ক্রিনশট ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। Windows/macOS এই দুই ল্যাপটপের স্ক্রিন ক্যাপচার করা জন্য কমান্ড হয়। আর আপনার যদি এটা অজানা থাকেন তাহলে এই ল্যাপটপ ব্যবহারের সময় বেশ অসুবিধায় পড়তে পারেন।ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক গুলা পদ্ধতি রয়েছে। যথা:

কিবোর্ড শর্টকাটের মাধ্যমে: কোন ধরনে অ্যাপ বা সফটওয়ার ছাড়াই ল্যাপটপে PrtScn key এর সাহায্যে স্ক্রিন ক্যাপচার করা যায়। তবে PrtScn বাটনের মাধ্যমে Windows 10/ 7 পাওয়ার্ড ল্রাপটপে স্ক্রিন ক্যাপচার করা যাবে। PrtScn বাটন টি কিবোর্ডে-এর ডান দিকের উপরের কর্নারে থাকে। এখান থেকে আপনি স্ক্রিন শট নেওয়ার পর ইচ্ছে মতো তা যে কোন প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়

যাদের ল্যাপটপ অ্যাক্টিভ উইন্ডো তাদের জন্য Alt+PrtScn এর সাহায্যে স্ক্রিনশট নিতে পারবেন। আপনি যেখানে কাজ করছেন সেই স্ক্রিনের ক্যাপচার করে নিতে পারবেন এবং প্রয়োজন মতো অন্য প্রোগ্রামে ব্যবহার ও করতে পারবেন।

ইউন্ডেস+PrtScn ব্যবহার করে স্ক্রিনশর্ট ক্যাপচার করতে পারবেন। তবে এই স্ক্রিন শর্ট ব্যবহার করতে চাইলে Ctrl + V প্রেস করতে হবে।
Windows Key + G: Windows Key + G বাটন প্রেস করার মাধ্যমে একটি মেনু ওপেন হবে যেখানে একটি ক্যামেরার আইকন শো করবে। ক্যামেয়ার আইকনে মাইচ দ্বারা স্ক্রিনশর্ট নিতে পারবেন।

আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং করতে কি কি লাগে

snipping Tool এর ব্যবহার: যারা ইউন্ডোজ ১০ ব্যবহার করে তাদের জন্য snipping এ্যাপ Tool ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ইউন্ডেজ বাটন চেপে সার্চবারে snipping Tool সার্চ করলে snipping Tool শো করবে। সেখান থেকে ওপেন বাটনে এ্যাপটি ওপেন করে স্ক্রিনশর্ট নিতে পারবেন। কিবোর্ডর মাধ্যমে উইন্ডোজ+ Shift+S বাটন একসাথে চাপলে snipping Tool ওপেন হয়ে যাবে।

স্ক্রিনশট সফটওয়্যার কি? কিভাবে ব্যবহার করতে হয়

স্ক্রিনশট বলতে সাধারনত আমাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইলে পর্দার যা দৃশ্যমান থাকে তার ছবি ক্যাপচার করাকে বোঝায়। আর এই কাজটি করার জন্য যদি বিশেষ কোন সফটওয়ার ব্যবহার করা হলে তাকে স্ক্রিনশট সফটওয়ার বলা হয়। অনলাইনে অনেক গুলো স্ক্রিনশর্ট এর সফওয়্যার রয়েছে। যা কম্পিউটার ও ল্যাপটপ ইউজার রা তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করে থাকে।

আরো পড়ুন: অনলাইনে জমির নামজারি করার নিয়ম

মুভি স্ক্রিন রেকোডার, স্পিনিং টুল, উইন্ডোজ স্নিপ এবং স্কেচ Aiseesift, লাইটশর্ট ইত্যাদি। তবে বর্তমানে স্ক্রিনশট সফটওয়্যার গুলোর মধ্যে বহুল ব্যবহৃত সফটওয়ার হল লাইটশর্ট স্ক্রিনশর্ট সফটওয়ার।

লাইটশট সফটওয়ার ব্যবহার করে স্কিনশর্ট নেওয়ার নিয়ম

স্ক্রিনশর্ট নেওয়ার জন্য অনেক সফটওয়ার ব্যবহার হয়ে থাকলে ও সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার হলো লাইটশর্ট। কিভাবে লাইটশর্ট সফটওয়ার ল্যাপটপে অথবা পিসিতে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন তা নিন্মে আলোচনা করা হল।

আরো পড়ুন: জন্ম নিবন্ধন সনদ সংশোধনের আবেদন

লাইটশর্ট সফটওয়ার ডাউনলোড: প্রথমে গুগল ছার্চ- এ লাইটশর্ট লিখে সার্চ করবেন। এরপর লাইটশর্ট নামে পাতার মতো একটি সফটওয়ার দেখতে পাবেন সেখান থেকে লাইটশর্ট এ্যাপটি ডাউনলোড করতে হবে। তার ইনস্টল করে নিতে হবে। নিন্মে ছক মোতাবেক:

লাইটশর্ট ব্যবহার ও টুলস পরিচিতি: লাইটশর্ট ইনস্টল করা হলে উইন্ডোজ বাটন থেকে সার্চ বারে ইংরেজিতে লাইটশর্ট লিখেলে উপরে লাইটশর্ট পাতার মতো সফটওয়ারটি প্রর্দশিত হবে। সেখানে একটি ক্লিক করলে সেটা আবার নিচের বারকোডে শো হবে। এবার পাতার উপর একটি ক্লিক দিয়ে আপনার স্ক্রিনের যতটুকু ক্যাপচার করা দরকার ততটুকু মাউচ পয়েন্টার দিয়ে ড্যাগ করে সিলেক্ট করতে হবে।

তার মাউসের রাইট বাটন চাপলে অনেক গুলো অপশন প্রর্দশিত হবে। সেখান থেকে সেভ বাটন সিলেক্ট করে স্ক্রিনশর্টটি সেভ করে নিতে হবে। যখন আপনি মাউচ পয়েন্টার দিয়ে সিলেক্ট করবেন তখন পার্শে কয়েকটি টুলস প্রদর্শিত হবে। যে টুলস দ্বারা আপনি স্ক্রিনশটটিকে প্রয়োজনীয় অংশ মার্কিং, কপি, শেয়ার, সেভ ইত্যাদি রুপ দিতে পারবেন। নিন্ম রুপ:

  • নাম্বর ০১: এর নাম হল পেন আইকন। এর দ্বারা আপনি স্ক্রিনশর্টে এর যে কোন অংশ দাগ দাগ দার মাধ্যমে সিলেক্ট করতে পারবেন।
  • নাম্বর ০২: দুই নম্বরটা হচ্ছে লাইন লাইনে আইকন। অর্থাৎ আপনি প্রয়োজনে অংশটুকু নিচে লাইন করার মাধ্যমে চিহ্নিত করতে পারবেন।
  • নাম্বার তিন: এই আইকন টার নাম হল অ্যারো আইকন। এই আইকনটির মাধ্যমে আপনি কোন একটি অংশকে নির্দেশ করতে পারবেন। যেমন ধরুন এখানে ক্লিক করুন অথবা ডাউনলোড করুন অথবা সাইন আপ করুন এরকম লেখা বা এ ধরনের অন্য বিশেষ কোন লেখাকে বা কোন চিত্রকে যদি আপনি নির্দেশ করতে চান তাহলে এই আরো আইকনটি ব্যবহার করতে পারেন।
  • নাম্বার ৪: এর নাম হচ্ছে রেক্টাঙ্গেল। এই আইকনটি সাধারণত চতুর্ভুজের মতো করে আপনি যতটুকু অংশ নির্দেশ করা প্রয়োজন চতুর্ভুজের মধ্যে সেইটুকু অংশ রেখে নির্দেশ করতে পারেন।
  • নাম্বার ৫: এটি হচ্ছে মার্কার পেন। মার্কার পেন দ্বারা কোন বিশেষ অংশকে মার্ক করতে পারবেন।
  • নাম্বার ছয়: আপনি স্ক্রিনশট এর মার্কিন কালার এটির দ্বারা পরিবর্তন করতে পারবেন।
  • নাম্বার ৭: এটি হচ্ছে রিডু অর্থাৎ সিলেক্ট করেছেন আস্তে আস্তে পেছনের দিকে যেতে পারবেন।
  • নাম্বার আট: এটি ক্রস চিহ্ন বলা হয়। এটির মাধ্যমে আপনি স্ক্রিনশটটি না নিয়ে কেটে দিতে পারবেন।
  • নাম্বার নয়: এটি হচ্ছে সেভ বাটন। এর মাধ্যমে আপনি স্ক্রিনশটটি সেভ করতে পারবেন।
  • নাম্বার ১০: ১০ নম্বরটি হচ্ছে কপি বাটন। এর মাধ্যমে আপনি স্ক্রিনশটটিকে কপি করে অন্য অন্য কোথাও পেস্ট করতে পারবেন।
  • নাম্বার১১: এটি হচ্ছে সেভ বাটন। এর মাধ্যমে আপনি স্ক্রিনশটটিকে খুব সহজেই সেভ করে নিতে পারবেন
  • নাম্বার ১২: এটি হচ্ছে প্রিন্ট বাটন। এর মাধ্যমে আপনি প্রিন্টের কমান্ড দিতে পারবেন।
  • নাম্বার ১৩: ১২ নাম্বার টুলস এর কাজ হল আপনি যেই অংশের স্ক্রিনশট নিয়েছেন ঠিক একই রকম অন্য কোথাও কোন পিকচার আছে কিনা তা গুগলের মাধ্যমে সার্চ করা।
  • নাম্বার ১৪: এই টুলসের মাধ্যমে স্ক্রিনশটটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
  • নাম্বার১৫: এর মাধ্যমে আপনি Prntscr.com ছবিটি আপলোড করতে পারবেন।
তাছাড়াও প্রতিটি টুলস এর উপরে আপনি মাউস ফোনটা নিয়ে গেলে কোনটা কি টুলস সেটা বুঝতে পারবেন।

মোবাইলে স্ক্রিনশট কিভাবে করে

আমরা অনেকেই মোবাইল ফোন ইউজার হয়ে থাকলেও কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা হয়তোবা না জানা। বিভিন্ন মোবাইলে স্ক্রিনশট নেওয়ার ফর্মুলা বিভিন্ন রকম হয়ে থাকে। মোবাইলে স্ক্রিনশট নেওয়ার কয়েকটি নিয়ম বা পদ্ধতি হলো

প্রথম: সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিনশট নেওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভোলেন বাটন একই সঙ্গে চাপ দেয়ার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া হয়। স্ক্রিনশট সম্পন্ন হলে আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন প্রদর্শিত হবে।
দ্বিতীয়: সব ধরনের এন্ড্রয়েড মোবাইল ফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য স্মার্ট এন্ড্রয়েড পদ্ধতি ব্যবহার করে না। উদাহরণস্বর বলা যায় আগেকার samsung স্মার্টফোনে স্ক্রিনশট এর জন্য পাওয়ার বাটন এবং হোম বাটন একই সাথে চেপে ধরলে স্ক্রিনশট হয়ে যেত। কিন্তু বর্তমানে এই সিস্টেমটির একটু আপডেট করা হয়েছে। বর্তমানে স্ক্রিনশট নেওয়ার জন্য পাওয়ার বাটন এবং ভলিয়ামের আপ বাটন একসাথে চেপে ধরতে হয়।

তৃতীয়: কিছু কিছু মোবাইল কোম্পানি আগে থেকেই স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট ক্যাপচার নামে একটি অপশন যুক্ত করে রাখে। এর বিষয়ে সুবিধা হল আপনি অতি তাড়াতাড়ি খুব সহজেই একটি স্ক্রিনশট নিতে পারবেন। এর জন্য আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বার নিচের দিকে টানলেই স্ক্রিনশট ক্যাপচার অপশনটি দেখতে পাবেনৃৃৃৃৃৃৃৃৃৃ অথবা মোবাইলের কুইক সেটিং থেকে স্ক্রিনশট যুক্ত করতে পারবেন।

চতুর্থ: স্ক্রিনশট নেওয়ার জন্য বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করা। যেমন সুপার স্ক্রীনশট, স্ক্রিনশট ইজি, স্কিনশট টাস। এগুলো সেটআপ করার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে শুধু অ্যাপস এর নাম লিখে দিলেই অ্যাপটি শো করবে এবং আপনি এখান থেকে ইন্সটল করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

এসব অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার স্মার্ট ফোন থেকে স্ক্রিনশট নিয়ে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

মন্তব্য

কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্রয়োজনের জন্য স্ক্রিনশট ব্যবহার করতে হয়। তাই কম্পিউটারের কোন কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য স্ক্রিনশট সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি একটু উপকৃত হলে অবশ্যই পোস্টটি সবার সাথে শেয়ার করুন। আরো অনেক ভালো ভালো পোস্ট করতে এই ওয়েবসাইটটি ফলো করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url