আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে | বেস্ট ডাউনলোড সফটওয়ার

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে? যদি আপনি নতুন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মনে পুরাতন ভিটমেট সফটওয়্যার ডাউনলোড কিভাবে করব এ প্রশ্নটি আসতে পারে। কেননা ওয়েবসাইটের অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরও আপনি আসল vidmate অ্যাপ খুঁজে পাচ্ছেন না। আসল vidmate অ্যাপ কিভাবে ডাউনলোড করে ইন্সটল করবেন তা জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে
এই পোস্টটিতে আপনি আরো জানতে পারবেন vidmate সফটওয়্যার কি, এটি কিভাবে কাজ করে, vidmate অ্যাপ এ দিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, ভিডম্যাট অ্যাপ এ দিয়ে ডাউনলোড না হলে তার জন্য কি করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।

ভূমিকা

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য একটি বেস্ট অ্যাপ vidmate app। অনেকে হয়তোবা এই অ্যাপটির নাম শুনে থাকবেন। কিন্তু অরিজিনাল ভিডম্যাট অ্যাপ কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সে ব্যাপারে অনেকেই জানেন না। কেননা এই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যায় না। তাই আসল vidmate অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এবং ইন্সটল কিভাবে করবেন তা আলোচনা করা হলো।

আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে

আপনারা সাধারণত মোবাইলে ফোনে সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্লে স্টোর ব্যবহার করে থাকেন। play store ব্যবহার করার মাধ্যমে এন্ড্রয়েড ইউজাররা তাদের মোবাইল ফোনে প্রয়োজনমতো যে কোন সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল ইন্সটল করার মাধ্যমে ব্যবহার করে থাকেন। কিন্তু কিছু কিছু সফটওয়্যার রয়েছে যা প্লে স্টোরে পাওয়া যায় না। 
এরকম একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার হচ্ছে vidmate। এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয় হওয়ার কারণ হলো এই অ্যাপ ব্যবহার করে আপনি সোসাল মিডিয়ার যেকোন ভিডিও, গান, ছবি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। কিভাবে vidmate app ডাউনলোড এবং ইন্সটল করবেন তা কয়েকটি ধাপে উল্লেখ করা হলো।

প্রথম ধাপ:
আসল vidmate app ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোন ব্রাউজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যা করতে হবে তা হল ব্রাউজারে গিয়ে সার্চ ডিসক্রিপশনে www.vidmate app old version সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো vidmate অ্যাপ এর সাইট ওপেন হয়ে যাবে।
vidmate app

এর মধ্যে থেকে আপনি vidmate এর ওল্ড ভার্সনের যে অ্যাপটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন। এরপর ভিটমেট অ্যাপের লেটেস্ট ভার্সন এবং ওল্ড ভার্সনের দুটোই সফটওয়্যার দেখতে পাবেন। সেখান থেকে ওল্ড ভার্সন এ ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
vidmate app

দ্বিতীয় ধাপ
একটি ডাউন সম্পন্ন হলে আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড ফোল্ডারে সিলেক্ট করুন। এরপর সেখান থেকে ডাউনলোড কিন্তু অ্যাপটি ইন্সটল করুন।

পুরাতন ভিটমেট সফটওয়্যার ডাউনলোড

প্রত্যেক স্মার্ট ফোন ইউজারদের জন্য vidmate সফটওয়্যার খুবই জরুরী। কারণ এটি একমাত্র ভিডিও ডাউনলোডার অ্যাপ যে অ্যাপটি ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম twitter অর্থাৎ যাবতীয় সোসাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। কিন্তু সবার পক্ষে এই অ্যাপ ব্যবহার করা সম্ভব হয় না। কেননা অনেকেই খুঁজেই পায় না।
কোথা থেকে এই অ্যাপটি ডাউনলোড করবে। vidmate এর লেটেস্ট ভার্সন ইন্সটল করলেও এটি ভালো ভাবে চলে না। তাই অধিকাংশ মোবাইল ইউজাররা vidmate এর পুরাতন ভার্সনটি ডাউনলোড করতে চান। যেভাবে vidmate এর পুরাতন ম্যাপ ডাউনলোড করবেন।

প্রথমে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অথবা ইউসি বাজার অথবা যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে https://apkpure.net লিখে সার্চ করুন

এরপর আপনাকে apkpure ওয়েব সাইটে প্রবেশ করুন
apppure
অ্যাপ পিওর ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাপ সার্চ নামে একটি সাজ বক্স দেখতে পাবেন সেখানে vidmate লিখে সার্চ করুন
Vidmate লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে vidmate এর প্রায় ২২ টি ভার্সন ওপেন হবে এখান থেকে আপনি পুরাতন ভার্সন টি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

ভিটমেট অ্যাপ ডাউনলোড করা নিয়ে অনেকেই জটিলতায় পড়েন। কেননা কোনক্রমে এই একটি ডাউনলোড করে ইন্সটল করলেও এ সফটওয়্যারটি রান হয় না অর্থাৎ সঠিকভাবে চলে না। বর্তমান বিশ্বে সব থেকে যে জিনিসটার ব্যবহার বেড়ে চলেছে তা হচ্ছে এন্ড্রয়েড মোবাইল ফোন। ছোট বড় সবার হাতে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন দেখতে পাওয়া যায়।

আর এই এন্ড্রয়েড ফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে এন্ড্রয়েড ইউজাররা অডিও, ভিডিও গান সহ আরো অন্যান্য জিনিস ডাউনলোড করে থাকেন। ডাউনলোড করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার মধ্যে একটি হলো vidmate.

Vidmate অ্যাপটি ডাউনলোড না হওয়ার পিছনে যে কারণগুলো থাকতে পারে তা হলো:
ইন্টারনেট কানেকশন চেক করুন: কোন ব্রাউজার প্রবেশ করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। অনেক সময় ইন্টারনেট চালু না করে আপনি ব্রাউজারে গিয়ে কোন কিছু ডাউনলোড করার চেষ্টা করেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন চেক করে নিতে হবে।
স্টোরেজ ফুল: অ্যাপ ডাউনলোড হওয়ার পর অ্যাপটি যতটুকু জায়গা দরকার আপনার ফোনে  ততটুকু জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে কিছু অ্যাপস অথবা অন্য ডাটা গুলো ডিলিট ডিলিট করে কিছু অংশ ফাকা করে নিতে হবে।

অরিজিনাল vidmate ডাউনলোড: যেহেতু vidmate একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোডার এ্যাপ। সে কারণেই এর অনেক ডেমো  অ্যাপ ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। অধিকাংশ মানুষ প্লে স্টোরে গিয়ে অ্যাপটি খোঁজার চেষ্টা করে। কিন্তু প্লে স্টোরে যেগুলো অ্যাপ আছে সবগুলোই নকল। তাই vidmate এর অ্যাপ ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে অরিজিনাল ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে হবে।
অ্যাপ ডাউনলোড পারমিশন অন করুন: বর্তমান বিশ্বে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বাজারে দেখতে পাওয়া যায়। এর মধ্যে অনেক মোবাইল এর সেটিংস এ অ্যাপ ইন্সটল পারমিশন অন থাকে না। আর এ কারণেই থার্ড পার্টির ওয়েব সাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হয়। তাই আপনাকে অবশ্যই মোবাইল ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ডাউনলোড পারমিশন অন করে দিতে হবে।

ভিডমেট প্লে স্টোরে নেই কেন?

Vidmate প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার কারণ হলো vidmate অ্যাপ কোম্পানি গুগলের যেসব নীতি নিয়ম নীতি রয়েছে সেগুলো ভঙ্গ করেছে। বিশেষ করে এই অ্যাপটি একটি প্রক্সি পরিষেবা এবং এই অ্যাপটি ব্যবহারকারী দের জন্য নিরাপত্তা হীনতার ঝুঁকি রয়েছে। আর সে কারণেই গুগল এই অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে।

আসল ভিটমেট চেনার উপায়

প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপ টি সরিয়ে ফেলার পর থেকেই প্লে স্টোরে ভিটমেট এর মতই অনেক ডেমো সফটওয়্যার দেখা যায়। ভিডমেট এর মত লোগো হলেও আসলে এগুলো অরিজিনাল vidmate সফটওয়্যার না। আবার বিভিন্ন ওয়েবসাইটেও অনেক রকমের ভিডমেট এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়। 

লোগো এবং কালার এক রকম হওয়ার কারণে আপনারা অনেকেই আসল vidmate সফটওয়্যার চিনতে পারেন না। vidmate চেনার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি কোন ওয়েবসাইট থেকে vidmate সফটওয়্যার টি ডাউনলোড করছেন। যেহেতু অনেক ওয়েবসাইটে ই vidmate এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়। 

তাই আপনাকে আসল vidmate সফটওয়্যার চেনার আগে আপনাকে অরিজিনাল vidmate এর ওয়েবসাইটটি চিনতে হবে। কেননা vidmate এর সফটওয়্যারটি vidmate এর ওয়েবসাইট চারা ছাড়া আর অন্য কোথাও অর্থাৎ প্লে স্টোর বা অন্য কোন ওয়েবসাইটে পাবেন না।

আর সে কারণে vidmate সফটওয়্যারটি চেনার কোন প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ভিডমেটের অরিজিনাল ওয়েবসাইট চেনার এবং এ ওয়েবসাইট থেকেই ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে আপনি আসল vidmate সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

মন্তব্য

Vidmate সফটওয়্যার কি, আসল vidmate সফটওয়্যার চেনার উপায়, কোথা থেকে ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়, কেনই বা প্লে স্টোরে vidmate সফটওয়্যারটি পাওয়া যায় না আশা করি এ সকল বিষয়বস্তু আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই আর্টিকেলটি আপনার ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url