বাংলালিংক এসএমএস কেনার কোড - এসএমএস প্যাক ২০২৪

প্রিয় পাঠক, আপনি কি নতুন বাংলালিংক ইউজার? তাহলে আপনার জানা দরকার বাংলালিংক এসএমএস কেনার কোড কত এবং আপনি আরো জানা দরকার বাংলালিংক নাম্বার চেক করার কোড কত। কেননা এ সকল বিষয় সম্পর্কে না জানলে এই সিম ব্যবহার করার সময় আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর সেজন্যই সকল বিষয় সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পাঠ করুন।
বাংলালিংক এসএমএস কেনার কোড
প্রিয় পাঠক আর্টিকেলটি পাট করার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন কিভাবে বাংলালিংক সিমে ইন্টারনেট অফার দেখতে এবং ক্রয় করতে হয়, বাংলালিংক সিমের সকল ডায়াল কোড কিভাবে ব্যবহার করার মাধ্যমে সকল অফার সম্পর্কে অবগত হতে পারবে এর সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানতে পারবেন।

পেজ সূচীপত্রঃ বাংলালিংক এসএমএস কেনার কোড

বর্তমান বাংলাদেশ বাংলালিংক সিমের ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটিরও বেশি। বিভিন্ন ধরনের অফার প্রদান করার মাধ্যমে এই সিমটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিমের ইন্টারনেট অফার যেমন জনপ্রিয় তেমনি ইন্টারনেট স্পিড খুবই ফাস্ট। তাই আপনারা অনেকেই বাংলালিংক ফাস্টেস্ট ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠেন।
বাংলালিংক এসএমএস কেনার কোড
বাংলালিংক সিম ব্যবহার করতে আপনাদের যাতে কোন অসুবিধায় পড়তে না হয় সেজন্যই সিমের বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করা হলো।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

আপনি যদি আপনার নাম্বার ভুলে যান অথবা নতুন সিম কেনার জন্য নম্বর খুজে না পেলে আপনার বাংলালিংক নাম্বার চেক করার কোড অত্যান্ত প্রয়োজন হবে। না জানা সিমের নম্বর নাম্বার চেক করার কোড দিয়ে অতি সহেজেউ নম্বর বের করতে পারবেন।তিন উপায় অবলম্বন করার মাধ্যমে আপনি অতি সহজেই বাংলালিংক সিমের নম্বর বের করতে হবে। তিনটি পদ্ধিতি হলো:

কোড ডায়াল করার মাধ্যমে
সিমের নাম্বার দেখার কোড ডায়াল করার আপনি খুব সহজেই banglalink সিমের নাম্বারটি দেখতে পারবেন। এর জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল মেডে গিয়ে ডায়াল করুন *৫৫১ #। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আপনার সিমের নাম্বারটি প্রদর্শিত হবে।

অ্যাপ ব্যবহার করে 
যদি আপনি স্মার্ট ফোন ইনজন হন তবে অ্যাপ ব্যবহার করে খুব সহজেই banglalink সিমের নাম্বার বের করতে পারবেন। এর জন্য পূর্বে থেকে আপনার মোবাইলে মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। কিন্তু যদি আপনি পূর্বে থেকেই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে না রাখেন তাহলে আপনার সিমের নাম্বার বের করতে ব্যর্থ হবেন।
কারণ আপনি যদি প্রথমবার বাংলালিংক অ্যাপ লগইন করেন তাহলে আপনাকে অবশ্যই নাম্বার প্রদান করার মাধ্যমে লগইন করতে হবে। আর যদি আগে থেকেই অ্যাপ লগইন করা থাকে তাহলে খুব সহজেই এফ এ ঢুকতে পারবেন এবং আপনার নাম্বারটি দেখতে পারবেন।

কল অথবা এসএমএস দিয়ে
কল দিয়ে সিমের নাম্বার বের করার জন্য আপনার মোবাইলে অবশ্যই টাকা থাকতে হবে। তাহলে আপনি আপনার কাছের অন্য কারো ফোনে কল দিলে আপনার নাম্বারটি এই মোবাইলে প্রদর্শিত হবে এবং সেখান থেকে আপনার নাম্বার খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আর যদি টাকা না থাকে এসএমএস থাকে তাহলে আপনার কাছের কারো নাম্বারে এসএমএস পাঠালেও আপনার নাম্বারটি ওই নাম্বারে প্রদর্শিত হবে।

সিমের নাম্বার হারিয়ে গেলে দুশ্চিন্তা পড়ার কোন কারণ নেই। কেননা আপনি খুব সহজেই আপনার সিমের নাম্বার ফিরে পেতে পারেন। কিন্তু আপনার সিম হারিয়ে গেলে সে ক্ষেত্রে সিমটি ফিরে পেতে একটু কঠিন প্রক্রিয়া অবলম্বন করতে হবে।

বাংলালিংক এসএমএস কেনার কোড

আমরা মোবাইল ব্যবহারকারীরা মোবাইল দিয়ে সব সময় শুধু কথাই বলি না, কখনো কখনো এসএমএস করারও প্রয়োজন হয়। আপনারা অনেকেই প্রিয়জনের কাছে অথবা কাজের জন্য বিশেষ প্রয়োজনে অন্য কারো কাছে এসএমএস করা জরুরী হয়ে পড়ে। যেভাবে মোবাইলে টাকা উঠান আপনি চাইলে সেইভাবে মোবাইলে এসএমএস তুলতে পারবেন না। 
এর জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে বাংলালিংক সিমে এসএমএস ক্রয় করতে হয়। বাংলালিংক সিমে এসএমএস ক্রয় করার জন্য কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। তবে আপনি বিভিন্ন প্যাকের এসএমএস ক্রয় করতে পারবেন। নিম্নে এসএমএস কেনার কোড এবং কত টাকায় কতটি এসএমএস পাবেন সে সম্পর্কে তুলে ধরা হলো
  • *১২১*১০১৩# একটি ডায়াল করে তিন দিন মেয়াদে ৩ টাকায় ৩০ টি এসএমএস পাবেন। বাংলালিংক সিম ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবেই এ রকম একটি অফার নিয়ে এসেছে বাংলা লিংক কোম্পানি। যাতে করে গ্রাহকরা চাইলেই খুব সহজে এই অফারটি নিতে পারে।
  • ৩ টাকায় তিন দিন মেয়াদে ৩০ টি এসএমএস পেতে ডায়াল করুন*১৬৬*৩৩০#। এই অফারটি খুব সহজেই আপনি নিতে পারবেন। এর জন্য আপনার মোবাইলে অবশ্যই সর্বনিম্ন তিন টাকা মোবাইল ব্যালেন্স থাকতে হবে।
  • ৭০ টি এসএমএস ৭ দিন মেয়াদে ০৭ টাকায় পেতে ডায়াল করুন*১৬৬*৭৭০#। বাংলালিংক সিম ব্যবহার করার সুবিধা কি তা এ ব্যাপারটি গ্রহণ করলেই বুঝতে পারবেন। কারণ মাত্র ৭ টাকায় ৭০ টি এসএমএস আবার মেয়াদ এক সপ্তাহ। এ ধরনের অফার শুধু বাংলালিংক কোম্পানি দিয়ে থাকে।
  • ১৫ টাকায় ক্রয় করুন ২০০ টি এস এম এস ১৫ দিন মেয়াদে। অফারটিনিতে ডায়াল করুন*১২১*১৫#। বর্তমানে তরুন তরুণীরা এই অফারটি বেশি গ্রহণ করে। কেননা বন্ধু বান্ধবের সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য অনেক বেশি টাকা খরচ হয়। তাই কম খরচে বন্ধু বান্ধবের সাথে কিভাবে যোগাযোগ করা যায় সেটা তারা খুব ভালো করে বোঝে। আর সেজন্যই তারা এ ব্যাপারে গ্রহণ করার মাধ্যমে যে কোন অপারেটরের বন্ধুর সাথে সংযোগ স্থাপন করতে পারে।
  • *১২১*৩০# এই কোডটির ডায়াল করে ৩০ দিন মেয়াদে ৩০ টাকায় ৫০০ টি এসএমএসের একটি বিরাট অফার নিতে পারবেন। আপনারা যারা বিজনেস ম্যান অথবা চাকরিজীবী তাদের জন্য এই অফারটি খুবই জনপ্রিয়। কেননা ব্যবসায়িক কাজে অনেক সময় বেশি লোকজনের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়। তাই কম খরচে যোগাযোগের জন্য অনেকেই এই অফারটি নিয়ে থাকে।
  • একদিন মেয়াদে ৩৯৯ টাকায় ১০০ টি এসএমএসের অফারটি গ্রহণ করতে ডায়াল করুন*২২২*৮#। যারা সবেমাত্র বাংলালিংক সিম ক্রয় করেছেন তাদের জন্য এই অফার। এই অফারটি ক্রয় করার মাধ্যমে আপনি সারাদিনে অল্প খরচে অনেক বেশি এসএমএস করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে ১০০ টি এসএমএস ম্যাথ কিন্তু মাত্র একদিন।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

মোবাইল সিম ব্যবহার করার সময় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমন কোন কোন সময় এক মিনিট কথা বলার পরও অনেক বেশি টাকা কেটে নিতে পারে। মোবাইল ফোনে উদ্ভট ধরনের মেসেজ আসার মাধ্যমে আপনার মোবাইল ফোনের টাকা কেটে যেতে পারে। আপনার মোবাইল ফোনের সেট ওয়েলকাম টিউন যা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটে।
এছাড়াও কিছু কিছু সময় সিমের অফার সম্পর্কে জানতে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করা খুবই জরুরী হয়ে পড়ে। আপনি যদি কাস্টমার কেয়ারের নাম্বার না জানেন বা কিভাবে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে সে পদ্ধতি সম্পর্কে না জানেন তাহলে আপনি কিছুতেই banglalink কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না।

তাই আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে খুব সহজেই ঘরে বসেই কথা বলার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার হলো ১২১। এই নাম্বারে ডায়াল করে আপনি ২৪ ঘন্টা banglalink গ্রাহক সেবা কেন্দ্রের সাথে কথা বলতে পারবেন। অনেক সময় আপনি কল করার পরও লাইন নাও পেতে পারেন। তাই আপনাকে ধৈর্য সহকারে বেশ কয়েকবার কল করতে হবে। এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি বাংলালিংক সেবা কেন্দ্রের কোন সেক্টরের কথা বলতে চান সেটা আপনাকে নির্বাচন করতে হবে।

প্রশ্ন হল কিভাবে নির্বাচন করব? কল করার সঙ্গে সঙ্গে banglalink সেবা থেকে আপনাকে বলা হবে, বাংলালিংক গ্রাহক সেবাই আপনাকে স্বাগতম, কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য এক চাপুন, আপনার সমস্যার সমাধানের জন্য দুই চাপুন, এরকম ভাবে প্রতিটি সমস্যা জন্য আলাদা আলাদা সেবা গ্রাহকের কেন্দ্রের যোগাযোগের মাধ্যম দেখানো হবে।
আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য যে সেবা কেন্দ্র প্রয়োজন আপনি সঙ্গে সঙ্গে ওই সংখ্যাটি চাপবেন। এর ফলে আপনি উক্ত গ্রাহক সেবা কেন্দ্রের সাথে কথা বলতে পারবেন। এই নাম্বারটি দেশের সবাই ব্যবহার করে বলে অধিকাংশ সময় নাম্বারটি ব্যাস্ত থাকে। এই নাম্বার ছাড়াও আরও একটি অফিসিয়াল নাম্বার হল০১৯১১৩০৪১২১। তবে এই নাম্বারে কথা বলার জন্য অবশ্যই আপনাকে অফিস চলাকালীন সময়ে কল দিতে হবে।

ইমেইলের মাধ্যমেও আপনি আপনার সমস্যা সমাধানের জন্য কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। ইমেইল এড্রেসটি হলো info@banglalinkgsm.com । এই অ্যাড্রেসে আপনার সমস্যা ইমেইন করলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আপনি আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন বলে আশা করা যায়।

আপনি যদি ফ্যাক্স ব্যবহার করেন তাহলে ফ্যাক্স করার মাধ্যমে বাংলালিংক কাস্টমার কেয়ার দের সাথে যোগাযোগ করতে পারবেন। ফ্যাক্স নাম্বারটি হল ০২৮৮২০৫৯৪ । ট্যাক্স করার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আপনি রিপ্লাই পেতে পারেন।
এছাড়াও আপনার নিকষ্ঠস্থ যেকোনো জেলা শহরে বাংলালিংকের আঞ্চলিক গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ কাস্টমার কেয়ার আছে। ফোন করার মাধ্যমে আপনার সমস্যার সমাধান যদি না হয় তাহলে স্থানীয় জেলা শহরে আঞ্চলিক অফিসে সরাসরি যোগাযোগ করে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এর জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না।

বাংলালিংক ব্যালেন্স চেক

কথা বলার পর কত টাকা খরচ হল এবং কত টাকা রইল এর জন্য বাংলালিংক সিমের ব্যালেন্স দেখাটা জরুরি হয়ে পড়ে। এছাড়াও কোন অফার গ্রহণ করার জন্য যে পরিমাণ টাকা লাগবে ঠিক সেই পরিমাণ টাকা রয়েছে কিনা তার বুজতে পারার জন্য ব্যালেন্স চেক করা অত্যন্ত জরুরী। আপনি যদি নতুন বাংলালিংক ইউজার হন তবে আপনি নাও জানতে পারেন কত ডায়াল করার মাধ্যমে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করা যায়। 
তাই আমি আপনাদের জানাতেই চলেছি বাংলালিংক ব্যালেন্স  ডায়াল কোড। বাংলালিংক সিমের টাকা দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে তার *124#। এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার সিমের ব্যালেন্স দেখতে পারবেন। সাথে আরও দেখতে পারবেন আপনার সিমে কি অফার দিচ্ছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে ডায়াল করে উক্ত অফারটি ক্রয় করতে পারবেন।

বাংলালিংক মিনিট চেক

বর্তমান বাংলাদেশ অনেকগুলো মোবাইল অপারেটর সিম ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে একটি জনপ্রিয় অপারেটরের নাম হচ্ছে বাংলালিংক। বিভিন্ন ধরনের অফার দেওয়ার জন্য এই সিমটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয়তার জন্যই অনেকেই এই সিমটি ক্রয় করে থাকেন। সিম ক্রয় করার সঙ্গে সঙ্গে কিছু টাকা এবং এসএমএস এবং মিনিট ফ্রি মিনিট প্রদান করা হয়।
কিন্তু আপনি এটা জানেন না যে এই সিমে কিভাবে মিনিট চেক করতে হয়। আপনি যদি মিনিট চেক করার ডায়াল কোড সম্পর্কে জানেন তাহলে খুব সহজেই বাঙালি এক মিনিট চেক করতে পারবেন।  কিভাবে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন তা উল্লেখ করা হল।
  • ইউএসডি অর্থাৎ ডায়াল কোড ব্যবহার করে।
  • বাংলালিংক অ্যাপ ব্যবহার করে।
  • ডায়াল কোড ব্যবহার করে
ইউএসডি অর্থাৎ ডায়াল কোড ব্যবহার করে
যাদের মোবাইল অ্যাপ নেই তারা ডায়াল করে খুব সহজেই মোবাইলে মিনিট ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*100#। এই কোডটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার সম্পূর্ণ মিনিট চেক করতে পারবেন।

বাংলালিংক অ্যাপ ব্যবহার করে
যারা banglalink অ্যাপ সম্পর্কে জানেন এবং ব্যবহার করেন তাদের কাছে মিনিট দেখা পানির মত সোজা। এই অ্যাপ লগইন করে খুব সহজেই আপনি আপনার মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। আর যারা নতুন বাংলালিংক ইউজার তাদেরকে অবশ্যই প্রথমে প্লে স্টোর হতে মাই বাংলালিংক এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

এরপর ইন্সটল করে আপনার বাংলালিংক সিমের নাম্বার প্রদান করে একটি লগইন করতে হবে। এরপর খুব সহজেই আপনি আপনার সিমের মিনিট দেখতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট অফার

বাংলাদেশের ফার্স্টটেস্ট মোবাইল নেটওয়ার্ক এর ভেতর বাংলালিংক অন্যতম। এই সিমের বিভিন্ন অফার রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার প্রদান করে থাকে। এ পর্যায়ে আমি আপনাদের জানাবো বাংলালিংক সিমের ইন্টারনেট অফার সম্পর্কে।
  • আপনি যদি নতুন একটি বাংলালিংক সিম ক্রয় করে থাকেন অথবা ৮১ টাকা ফ্লেক্সিলোড করলে কিছু অফার গ্রহণ করতে পারবেন।
  • ৪৮ টাকা আর রিচার্জ করলে ৩ জিবি ইন্টারনেট (২ জিবি প্লাস 1 জিবি), মিনিট পাবেন ৪০ মিনিট, মেয়াদ ৭ দিন এই অফারটি পেতে ডায়াল করুন*১২১*১#।
  • *১২১*১# এই কোডটি ডায়াল করে সাত দিনের জন্য ৮০ মিনিট এবং ১০ জিবি ইন্টারনেট ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন।
  • ৫ জিবি ইন্টারনেট ২৯৯ টাকা মেয়াদ ৩০ দিন  মেয়াদে। এই অফারটি একাধিক বার নিতে পারবেন তবে মাসে একবার নিতে পারবেন।

বাংলালিংক সিমের সকল ডায়াল কোড

যে অপারেটরের সিম ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই সেই সিমের ডায়াল কোড সম্পর্কে অবহিত হতে হবে। কেননা সবসময় সেই অপারেটরের অ্যাপস ব্যবহার করতে সমস্যা হতে পারে। অ্যাপস ব্যবহার করে আপনি সকল কিছু নাও জানতে পারেন। কিছু কিছু অফার যা ডায়াল করার মাধ্যমে একটিভ করতে বলা হয়। আর সে কারণে ডায়াল কোড সম্পর্কে জানা খুবই জরুরী।
  • বাংলালিংক সিমের টাকার ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন 124#
  • এই সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করুন *511#।
  • বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে জানতে এবং প্যাকেজ চেক করতে ডায়াল করুন *125#।
  • বাংলালিংকের মিনিট দেখার জন্য ডায়াল করুন *1242#।
  • বাংলালিংক সিমের এসএমএস চেক করার জন্য ডায়াল করুন 1243#।
  • এই সিমের এম এম এস চেক করতে ডায়াল করুন 1242#
  • বাংলালিংক সিমের ডাটা অর্থাৎ এমবি ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন 1245#, 2223#
  • বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার অর্থাৎ আমাকে কল করুন বা আমাকে কল ব্যাক এর সাথে সংযোগ স্থাপনের জন্য ডায়াল করুন 126 নম্বর#।

শেষ কথা

আপনি যদি নতুন মোবাইল ইউজার হন এবং বাংলালিংক সিম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিমের সুবিধা অসুবিধা এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার পরে আপনি সিমটি ক্রয় করবেন। বাংলালিংক সিম সম্পর্কে আরো বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন অথবা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url