রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
সম্মানিত পাঠক, আপনি কি রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার
উপায় সম্পর্কে জানতে চান? আপনি কি নতুন
ড্রাইভিং লাইসেন্স
নবায়ন করতে চাচ্ছেন? তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে
ড্রাইভিং লাইসেন্স
চেক করা যায়। কিভাবে
ড্রাইভিং লাইসেন্স
করতে হয় সে সম্পর্কে জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
প্রিয় পাঠক, আপনি কোন প্রতারক চক্রের হাতে প্রতারিত না হয়ে সম্পূর্ণ বৈধ উপায়ে
কিভাবে ড্রাইভিং
লাইসেন্স নবায়ন
করতে পারবেন এবং
অনলাইনে
এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর সত্যতা যাচাই করতে পারবেন সে সম্পর্কে চলুন জেনে
নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মাবলী
ড্রাইভিং লাইসেন্স চেক
বর্তমান
বাংলাদেশ
বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা বেশ কঠিন। প্রায় মানুষকেই দেখা যায়
দালাল চক্রের দ্বারা টাকা দিয়ে
ড্রাইভিং লাইসেন্স
নবায়ন করে নিচ্ছেন। সে কারণেই অনেকেই প্রতারিত হচ্ছেন। প্রতারিত হওয়ার অন্যতম
কারণ হলো আপনি হয়তোবা ড্রাইভিং লাইসেন্স চেক করতে জানেন না। তিনটি উপায় অবলম্বন
করার মাধ্যমে আপনি আপনার
ড্রাইভিং লাইসেন্স
চেক করতে পারবেন।
- মোবাইল BRTA DL Checker অ্যাপ ব্যবহার করে
- অনলাইনে রেফারেল নাম্বার ব্যবহার করে
- মোবাইলে এসএমএস করার মাধ্যমে।
মোবাইল BRTA DL Checker অ্যাপ ব্যবহার করে
যারা এন্ড্রয়েড ফোন ইউজার তাদের জন্য এই পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স চেক করা খুব
সোজা এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর হতে
ডিএল চেকার
অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এরপর কয়েকটি পদ্ধতি অবলম্বন করা মাধ্যমে
ডিএল চেকার app এর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন। পদ্ধতি
গুলো হল
- প্রথমের BRTA DL Checker অ্যাপটি ইন্সটল করুন এবং লগইন করুন।
- লগইন করার সাথে সাথে আপনি DL নং অথবা বিআরটিএ রেফারেল নাম্বার প্রদানের অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশন প্রদান করুন।
- এরপর নিচে সার্চ বাটন দেখতে পাবেন সেখান থেকে সার্চ বাটনে ক্লিক করুন।
- এরপর তথ্য সঠিকভাবে প্রদান করলে ড্রাইভিং লাইসেন্সের আপনার ছবি সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন এবং আপনি ইচ্ছে করলে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।
অনলাইনে রেফারেল নাম্বার ব্যবহার করে
অনলাইনের মাধ্যমে ও আপনি খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। এর
জন্য আপনার প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং
লাইসেন্স নাম্বার এবং লাইসেন্সধারীর জন্ম তারিখ। এর জন্য যা করতে হবে তা হল
- প্রথমে আপনি ডেস্কটপ, ল্যাপটপ, পিসি অথবা মোবাইল ফোন ব্যবহার করে বিআরটিএ এর ওয়েব প্রবেশ করুন।
- তারপর ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- উক্ত অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে BL রেফারেন্স নাম্বার প্রদান করার জন্য একটি বক্স প্রদর্শিত হবে। সেখানে রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি সঠিকভাবে প্রদান করুন।
- রেফারেন্স নাম্বার প্রদান করার পর নিচে জন্ম তারিখ প্রদানের বক্স দেখতে পাবেন। সেখান থেকে দিন-মাস-বছর এই ফরমেটে সঠিকভাবে জন্ম তারিখ প্রদান করুন।
- এরপর সকল তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন।
তথ্য সঠিকভাবে সাবমিট করার পরে পেজটি একটু লোড নিবে। অল্প সময়ের মধ্যেই তথ্য
যাচাই অন্তে আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য প্রদর্শিত হবে। সবার নিচে ড্রাইভিং
লাইসেন্সটি ডাউনলোড করার অপশন দেখতে পাবেন। সেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে
ড্রাইভিং লাইসেন্সটি পিডিএফ ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন।
মোবাইলে এসএমএস করার মাধ্যমে
আপনি যদি কোন স্মার্টফোন ইউজার না হয়ে থাকেন তাহলে উপরের দুই পদ্ধতি অনুসরণ করে
আপনি ড্রাইভিং লাইসেন্সের তথ্য চেক করতে পারবেন না। কেননা উপরোক্ত দুই পদ্ধতি তে
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য ইন্টারনেট কানেকশন এবং ব্রাউজারের প্রয়োজন হবে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আমার তো স্মার্টফোন নেই।
আরো পড়ুন: কলকাতা থেকে ব্যাঙ্গালোর বিমান ভাড়া কত
তাহলে কি আমি আমার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন এর
জন্য আপনাকে এসএমএস পদ্ধতি অবলম্বন করতে হবে। এসএমএস করার জন্য এসএমএস চার্জ
প্রযোজ্য হবে। এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য যে পদ্ধতি
রয়েছে চলুন জেনে নি।
ই প্রথমে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করতে হবে। রাইট ম্যাসেজ এ
গিয়ে টাইপ করতে হবে ডিএল। মনে রাখবেন ডিএল লেখা যেন অবশ্যই ক্যাপিটাল
লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর হতে হবে। ডিএল লিখার পর স্পেজ দিয়ে ড্রাইভিং
লাইসেন্সের রেফারেন্স নাম্বারটি লিখুন।
এরপর ২৬ ৯৬৯ এই নাম্বারে এসএমএসটি সেন্ড করুন।
আরো পড়ুন:
ভারতের চিকিৎসা সম্পর্কি তথ্য জানুন
কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি একটা এসএমএস পাবেন। উক্ত এসএমএসে আপনার ড্রাইভিং
লাইসেন্সের যাবতীয় তথ্য প্রদর্শিত হবে।
এসএমএস লেখার উদাহরণ হল DL 5674543 এবং সেন্ড করুন 26869 নম্বরে।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
মাত্র কয়েক বছর আগেই ড্রাইভিং এর লাইসেন্সের যেকোনো তথ্য যাচাইয়ের জন্য আমাদের
বিআরটি অফিসে দৌড়াদৌড়ি করতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ঘরে বসেই
ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় তথ্য এমনকি ড্রাইভিং লাইসেন্স এর লার্নারের আবেদন সহ
টাকা পেমেন্ট ঘরে বসেই করতে পারবেন।
আরো পড়ুন:
কিভাবে গর্ভবতী ভাতা পাবেন জেনে নিন
তাছাড়াও আপনি আরো জানতে পারবেন আপনার লাইসেন্স প্রিন্ট আউট করা হয়েছে কিনা।
আপনার লাইসেন্সের সফল তথ্য সঠিক হয়েছে আছে কিনা। এ যাবতীয় তথ্য আপনি অনলাইনে
চেক করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই-বাছাই করার জন্য যে কয়েকটি
পদ্ধতির রয়েছে তার মধ্যে একটি হলো রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স
চেক করা।
রেফারেন্স নাম্বার দিয়ে দুটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং
লাইসেন্সটি চেক করতে পারবেন।
- একটি হলো মোবাইল এসএমএস এর মাধ্যমে।
- আরেকটি হলো বিআরটিএ ওয়েবসাইটে প্রবেশ করে।
এসএমএসের মাধ্যমে
- এর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL<Space>Refrence no এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
- উদাহরণ: DL DP2P026 টাইপ করুন এবং সেন্ড করুন 26969 এই নাম্বারে।
- মেসেজ সেন্ড করার কিছুক্ষণের মধ্যে এসএমএসে আপনার ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় তথ্য সম্বলিত একটি এসএমএস বিআরটি অফিস থেকে প্রদান করা হবে। উক্ত এসএমএসে আপনার ড্রাইভিং লাইসেন্স এর যাবতীয় তথ্য দেখতে পাবেন।
বিআরটিএ ওয়েবসাইটে প্রবেশ করে
আপনার মোবাইলের যেকোনো ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বক্সে টাইপ করুন
http://my.brta.gov.bd/dl_status.php। আপনার ডি এল রেফারেল নাম্বার, জন্ম তারিখ
সঠিকভাবে প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সে কি
অবস্থায় আছে সেটা জানতে পারবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স বিতরণের জন্য
প্রস্তুত হয় তাও জানতে পারবেন আর যদি চলমান থাকে এটাও জানতে পারবেন।
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
বর্তমানে ড্রাইভিং লাইসেন্স একজন ড্রাইভার এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস।
আপনারা অনেকেই জানেন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে।
বিভিন্ন প্রতারকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন
করছে। তারপরও থেমে নেয় প্রতারক চক্রের প্রতারণা করা।
আরো পড়ুন: গর্ভাবস্থায় ডান পাশে ঘুমালে কি হয়
আর সে কারণেই ই আপনি যখন বিআরটি অফিস হতে আপনার ড্রাইভিং লাইসেন্স টি সংগ্রহ
করবেন সঙ্গে সঙ্গে সেটা সত্যতা যাচাই করে নিবেন। এর জন্য আপনি অনলাইনে মাধ্যমে
অথবা এসএমএস এর মাধ্যমে আপনার লাইসেন্সের তথ্য যাচাই করতে পারবেন। অনেকে গুগলে
সার্চ করে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে।
আপনিও হয়তোবা আগ্রহী এটা জানতে যে, আসলে কি নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা
যায় কিনা? এ প্রশ্নের উত্তর একটু বিস্তারিতভাবে দেওয়া যাক। যখন বিআরটি অফিসে
নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য নবায়ন করা হয় এবং রেজিস্ট্রেশন করা হয় দেখা
যায় যে একই দিনে একই নামের অনেক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স এর রেজিস্ট্রেশন
করছে।
আরো পড়ুন: গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক নিয়ম
একই নামের একাধিক ব্যক্তির তথ্য বিআরটিএ এ সার্ভারে এন্ট্রি থাকার কারণে কোন
নামের ব্যক্তিকে আপনি খুঁজছেন সঠিকভাবে ওই ব্যক্তির তথ্য প্রদান করা বিআরটি
সার্ভারের পক্ষে অসম্ভব হয়ে যায়। আর সে কারণে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
করার সিস্টেমটি এখনো বিআরটিএ অফিস চালু করেনি।
তবে যেহেতু ডিজিটাল বাংলাদেশ অনেকটাই গতিশীল তাই ধরে নেওয়া যায় কিছুদিনের
মধ্যে হয়তোবা নাম দিয়েই ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় তথ্য দেখতে পাবেন। আশা
করছি এ বিষয়ে পুরোপুরি ধারণা পেয়েছেন।
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
আপনারা যারা নতুন ড্রাইভিং আবেদন করেছেন অথবা পূর্বের ড্রাইভিং লাইসেন্স এর
মেয়াদ আছে কিনা অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য সঠিক কিনা যাচাই করার জন্য
আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রয়োজনের পদ্ধতি সম্পর্কে জানতে
হবে। বর্তমান বাংলাদেশ অনেকেই সখ করে জীবিকা নির্বাহের তাগিদে ড্রাইভিং লাইসেন্স
করে থাকে।
কেননা বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী গাড়ি ড্রাইভিং করার জন্য ড্রাইভিং
লাইসেন্স করা বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া ড্রাইভিং করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো
মোবাইল নম্বর দিয়ে ভোটার ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।
আরো পড়ুন:
গর্ভবতী মাহিলাদের কি খাবার খাওয়া দরকার
পরীক্ষামূলকভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য মোবাইল নাম্বার দিয়ে লাইসেন্স
চেক করার পদ্ধতি ৯০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এর জন্য আপনার মোবাইল মেসেজ অপশনে
গিয়ে DL 024786L00001 টাইপ করে 01912263311 এই নাম্বারে মেসেজ সেন্ড করুন। মেসেজ
সেন্ড করার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি বিআরটি অফিস হতে একটি এসএমএস পাবেন।
ফিরতী এসএমএসের মাধ্যমে লাইসেন্সধারীর যাবতীয় তথ্য সম্বলিত বিআরটি অফিস হতে একটি
এসএমএস প্রেরণ করা হবে। সেই এসএমএস পাঠ করার মাধ্যমে আপনি আপনার লাইসেন্সের
যাবতীয় তথ্য জানতে পারবেন জানতে পারবেন। তবে যাদের শুধুমাত্র ১০/১০/২০১৬ এই
তারিখের পূর্বে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে তারাই শুধু
এই পদ্ধতি তে ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
বর্তমানে ড্রাইভিং লাইসেন্স সহজভাবে চেক করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়।
সফটওয়্যার ব্যবহার করা পূর্বে আপনাকে সঠিক সফটওয়্যারটি ব্যবহার সম্পর্কে জানতে
হবে। কেননা পূর্বের ড্রাইভিং লাইসেন্স চেক করার যে ডিএল ডে অ্যাপ ছিল সেটি
এখন আর কাজ করেনা। কারন সফটওয়্যারটি আপডেট করা হয়েছে।
আরো পড়ুন: আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে
বর্তমানে যে সফটওয়্যার ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সের তথ্য দেখতে পারবেন সেটি
হল BRTA DL Checker। এই অ্যাপটি প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার
করতে পারবেন। যেহেতু সফটওয়্যারটি আপডেট সফটওয়্যার। তাই এ সফটওয়্যার এর ব্যবহার
সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর এবং ব্যবহারের সম্পূর্ণ নির্দেশনা জেনে নেওয়া যাক।
প্লে স্টোর হতে এ সফটওয়্যারটি ইন্সটল করার পরে আপনার মোবাইলে ওপেন করে নেবেন। ০১
নং নিচের চিত্রের সফটওয়ার ডাউনলোড করবেন না।
চিত্র০১
এরপর নিচের ছকের মত একটি স্কিন দেখতে পাবেন। যেখানে রেফারের আইডি/ডিএল নাম্বার
প্রদান করে এবং জন্ম তারিখের ঘরে জন্মতারিখ প্রদান করে সার্চ বাটনে চাপ দিলে সফল
তথ্য দেখতে পারবেন এবং সেটি ডাউনলোড করে দিতে পারবেন।
সফটওয়্যার এর একটি বিশেষ সুবিধা হচ্ছে, QR কোড ক্যান করে আপনি আপনার ড্রাইভিং
লাইসেন্সের যাবতীয় তথ্য সত্যতা যাচাই করতে পারবেন। আপনি যখন এই সফটওয়্যারটি
ওপেন করবেন তখন রেফারেল আইডি প্রদান করার ঘরের পাশে কোড স্ক্যান করার একটি অপশন
দেখতে পাবেন।
আরো পড়ুন:
পুরাতন ভিটমেট ডাউনলোড করুন
QR কোড এ কাজ করলে পেছনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ড্রাইভিং লাইসেন্সের QR
কোড মোবাইল দ্বারা স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর
যাবত তথ্য দেখতে পাবেন।
মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি কত
আপনি হয়তো বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কি
পরিমাণ টাকা ড্রাইভিং লাইসেন্স করার জন্য লাগতে পারে। তাই আমি আর্টিকেলের এ
পর্যায়ে আপনাদের জানাতে চলেছি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি সম্পর্কে।
মোটরসাইকেল লাইসেন্স ফি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই অফিসের মাধ্যমে
অবশ্যই জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দেন পদ্ধতি।
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফি
- মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথম লার্নার বা শিক্ষানবির ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয়। এর আবেদনটি অনলাইনের মাধ্যমে এবং লার্নার ফি অনলাইনে মাধ্যমে প্রদান করতে পারবেন। হালকা মোটরযান ও মোটরসাইকেল এর জন্য যেকোনো একটির জন্য আবেদন ফি ৩৪৫ টাকা।
- মোটরসাইকেল এবং হালকাযান এই দুটো একসাথে আবেদন করলে আবেদন ফি পরিমাণ ৫১৮ টাকা।
- পেশাদার ড্রাইভিং লাইসেন্স ০৫ বছরের মেয়াদে লাইসেন্স ফি ১৬৮০ টাকা।
- অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ১০ বছরের মেয়াদে লাইসেন্স ফি ২৫৪২ টাকা।
- আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ফি ২৫০০ টাকা।
ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে করণীয় তে
ড্রাইভিং লাইসেন্স ছাড়া বর্তমানে ড্রাইভিং করা অসম্ভব। লাইসেন্স হারিয়ে গেলে কি
করতে হবে সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আজ ড্রাইভিং করার সময় বা নিজের
অজান্তে আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যেতে পারে এতে চিন্তার কোন কারণ নেই।
কেননা আপনি এই ডাইভিং লাইসেন্স এর ডুপ্লেট কপি বিআরটিএ অফিস হতে পুনরায় পুনর
মুদ্রণ করে নিতে পারবেন।
আরো পড়ুন:
রবি কাষ্টমার কেয়ার সাথে কথা বলুন
যে সকল উপায় অবলম্বন করার মাধ্যমে আপনি হারানো ড্রাইভিং লাইসেন্স ফিরে পেতে
পারেন আসুন জেনে নি।
- ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে আপনার প্রথম কাজ হল সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা।
- আপনার ড্রাইভিং লাইসেন্স বিপরীতে কোন ধরনের মামলা-মোকদ্দমা আছে কিনা সে বিষয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে।
- আপনি যে অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছিলেন ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য ঐ অফিসে পূনরায় আবেদন করতে হবে।
আবেদন করার জন্য যে যে কাগজ পত্রাদি প্রয়োজন তা হল
- আবেদন ফরম
- থানার জিডি কপি
- নির্ধারিত ফি প্রদানের রশিদ
- পাসপোর্ট সাইজের ছবি।
- ভোটার আইডি কাডের কপি। যদি স্মার্ট কপি থাকে তাহলে অবশ্যই তা সঙ্গে নিয়ে যেতে হবে।
- আবেদন ফি ৮৭৫ টাকা।
লেখকের শেষ কথা
দেশের জনগনের এবং নিরাপত্তার স্বার্থে তাই গাড়ি চালানোর জন্য বিশেষ দক্ষতা থাকা
অত্যন্ত জরুরী। কেননা সাধারণ পথচারীর জীবন অনেকটাই গাড়ি চালকের উপর নির্ভর করে।
তাই ড্রাইভিং করার জন্য বিশেষ দক্ষতা এবং ড্রাইভিং এর পূর্বে আপনার গাড়ির সকল
যন্ত্রাংশ চেক করার পরে ড্রাইভিং করবেন। কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের
কান্না। তাই সরকারের আইন মেনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই
ড্রাইভিং করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url