সর্বকালের সেরা ফুটবলারের তালিকা - সেরা ১০ জন ফুটবলার

প্রিয় পাঠক আপনি নিশ্চয়ই সর্বকালের সেরা ফুটবলারের  তালিকা এবং ইতিহাসের সেরা ফুটবলার কে সম্পর্কে জানতে আগ্রহী। হয়তোবা আপনি এ সকল বিষয় সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন না । যদি পেয়েও থাকেন সেটা হয়তোবা বিতর্কিত তথ্য। তাই সর্বকালের সেরা ফুটবলার এবং ফুটবলের ইতিহাস সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করুন।
সর্বকালের সেরা ফুটবলারের  তালিকা
প্রিয় পাঠক এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন বর্তমান ফুটবলের ইতিহাসে সেরা স্ট্রাইকার কে, ইতিহাসের সেরা ১০ জন ফুটবলারদের নামের বিস্তারিত বিবরণ, বর্তমান ফুটবল বিশ্বের সেরা গোলকিপার কে ইত্যাদি বিষয়ে সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন।

ভূমিকা

প্রাচীনকাল থেকে সব থেকে জনপ্রিয় একটি খেলা হচ্ছে ফুটবল। ফুটবল দুই পায়ের একটি চমকপ্রদ খেলা হলেও এই খেলায় অনেক খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শিত হয়। ফুটবল এমনটি খেলা যা বিশ্বের সব দেশের মানুষ খেলে এবং এই খেলাকে ভালোবাসে। সে কারণে ফুটবলপ্রেমীদের মনে জনপ্রিয় ফুটবলারদের ফুটবল নৈপুণ্য অন্তরের অন্তরস্থলে দাগ কেটে নিয়েছে। তাই জনপ্রিয় খেলার সেরা খেলোয়াড়দের নামের তালিকা আমি আপনাদের মাঝে তুলে ধরব।

ইতিহাসের সেরা ফুটবলার কে

ফুটবলের ইতিহাসে অনেক জনপ্রিয় ফুটবলের নাম উঠে এসেছে। সেরা ফুটবলার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। বহু তর্ক বিতর্ক মধ্য দিয়ে ফুটবল বিশেষজ্ঞরা এবং ফুটবল প্রেমীরা এ সেরা ফুটবল  সম্মানটি লিওনেল মেসিকে দিয়ে থাকেন। তার অসাধারণ ফুটবল নৈপুণ্য. দক্ষতা. প্রতিভা এবং গোল স্কোর করার ক্ষমতার জন্য তিনি এতটা জনপ্রিয়তা অর্জন করেছেন। 
এই ফুটবল জাদুকর আটবার ব্যালনডিয়ার অর্জন করেছেন। এর পাশাপাশি তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিশ্বকাপ ট্রফি জিতেছেন। যা অন্য সব খেলোয়াড়দের থেকে অনেক বেশি দামী। লিওনেল মেসি আর্জেন্টাইন জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে বিশ্বকাপ ট্রফি এবং তিনি দীর্ঘদিন পেনের ক্লাব বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন।

লিওনেল মেসির পাশাপাশি আরও একজন ফুটবল জাদুঘরের নাম হলো পর্তুগালের কিংবদন্তি বলার রোনালদো। অধিকাংশ সময় এই দুজন ফুটবলাকে নিয়েই অনেক তর্ক বিতর্ক হয় যে কে সেরা ফুটবলার। আরো একজন সেরা ফুটবলারের বিতর্কিত নাম হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এই তিনজনের মধ্যে কে সেরা ফুটবলার? 

এই প্রশ্নটি যদি করা হয় তাহলে উত্তর মিলবে বিতর্কিতভাবে। যেমন ধরুন যারা আর্জেন্টাইন সাপোর্টার তারা অবশ্যই নিওনের মেসিকেই সেরা ফুটবলার হিসেবে গণ্য করবেন। যারা রোনালদোর ভক্ত তারা রোনালদোকে এবং যারা ব্রাজিলিয়ান সাপোর্টার তারা নেইমারকে। তবে এই বিতর্কের মাঝে এই তিনজনার ফুটবল ইতিহাস সম্পর্কে বিশেষ পর্যালোচনা করে বিশেষজ্ঞরা লিওনেল মেসিকে সেরা ফুটবলার হিসেবে নির্বাচন করেছেন।
এছাড়াও ইতিহাসের আরো কিংবদন্তি এবং ফুটবলের রাজা হলেন পেলে। যিনি তিন তিনবার বিশ্বকাপ ট্রফি অর্জন করেছেন। এছাড়াও রয়েছে ম্যারাডোনা। তিনি আর্জেন্টাইনদের এনে দিয়েছেন বিশ্বকাপ ট্রফি। মেসিকে সেরা ফুটবলার হিসেবে নির্বাচন করার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে তা হলো।
  • নিউরন মেসি আট বার ব্যালন ডি আর অর্জন করেন
  • ছয়বার অর্জন করেন ইউরোপিয়ান গোল্ডেন বুট
  • চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করেন
  • ক্লাব বিশ্বকাপে তিনি তিনবার জয়লাভ করেন
  • একবার কোপা আমেরিকা
  • একবার বিশ্বকাপ ট্রফি
  • এবং একবার ফিফা বিশ্বকাপ রানার আপ
উল্লেখিত অর্জনের উপর ভিত্তি করেই লিওনেল মেসিকে ফুটবলের জাদুকর বলা হয়। এবং নির্দ্বিধায় এটা বলা যায় যে তিনি একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার। আর্জেন্টিনার হয়ে ২০০৫ সাল থেকে বর্তমান পর্যন্ত ক্যাপ্টেন দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন যাবত স্পেনের ক্লাব বার্সেলোনায় এবং বর্তমানে আমেরিকান ফুটবল ক্লাব  ইন্টার মায়ামির হয়ে খেলে থাকেন।

সর্বকালের সেরা ফুটবলারের  তালিকা

বিশ্বের অনেক সেরা সেরা ফুটবলার ফুটবল নৈপুন্য প্রদর্শন করেছেন। তাদের অসামান্য ফুটবল দক্ষতা, ফুটবল জাদু, ফুটবলের অসাধারণ প্রতিভার জন্য ফুটবল ইতিহাসের নাম লিখে গেছেন। অনেকগুলো ফুটবলের নাম সেরা ফুটবলের নামের তালিকায় উঠে আসলেও যাদের নাম সবার প্রথমে থাকবে তাদের নামগুলো হলো:

০১.পেলে
একজন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। তার উপাধি ছিল কালো মানিক। গায়ের রং কালো হওয়ার কারণে হয়তো বা তার নাম কালো মানিক উপাধিটি প্রদান করা হয়েছিল। না বিষয়টা মোটেও এরকম না। তিনি ব্রাজিলের হয়ে তিন তিনবার বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন। যার কারণে তাকে ফুটবলের রাজা বলা হয়ে থাকে। পেলে ১৯৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ব্রাজিলের দলের হয়ে ফুটবল খেলেছিলেন।
পেলে
পেলে একজন ব্রাজিলের পেশাদার আক্রমণ ভাগের ফুটবলার ছিলেন। অসামান্য গতি এবং গোল করার এক অদ্ভুত প্রতিভা তার মধ্যে ছিল। সে কারণেই তিনি সেরা ফুটবলারদের তালিকায় নাম লিখিয়েছেন। ব্রাজিল দলের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ১৯৬২ বিশ্বকাপ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ ট্রফিটি অর্জন করতে বিশেষ সাহায্য করেছিলেন।

বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হিসাবে এক সময় তিনি নাম লিখেছিলেন। বিশ্বকাপে তার গোলের সংখ্যা ১২ টি। পেলে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯২ টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 77 টি। তিনি ছিলেন তৎকালীন সময়ের সব থেকে সেরা জনপ্রিয় এবং আক্রমণাত্মক ফুটবলার যে কারণে পেলেকে ফুটবলের সম্রাট বলা হয়ে থাকে।

বিশ্বকাপ অনুষ্ঠিত সাল

আয়োজক দেশ

মোট ম্যাচের সংখ্যা

মোট গোলের সংখ্যা

রেজাল্ট

১৯৫৮

সুইডেন

০৪

০৬

চ্যাম্পিয়ান

১৯৬২

চিলি

০২

০১

চ্যাম্পিয়ান

১৯৬৬

ইংল্যান্ড

০২

০১

এগারতম

১৯৭০

মেক্সিকো

০৬

০৪

চ্যাম্পিয়ান

সর্বমোট বিশ্বকাপ

০৪বার

১৪ টি ম্যাচ

মোট গোল ১২



০২.দিয়াগো ম্যারাডোনা
দিয়াগো ম্যারাডোনা একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার। আর্জেন্টিনার দলের হয়ে ১৯৭৭ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ফুটবল খেলেন। ম্যারাডোনা ১৯৮৬ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের বিশ্বকাপ ট্রফিটি অর্জন করেছিলেন। আর্জেন্টিনা দলের হয়ে তিনি অসাধারণ গতিসম্পন্ন ফুটবলার হিসেবে পরিচিত। তার বল দখল ক্ষমতা এবং বল পাচ করার ক্ষমতা 
দিয়াগো ম্যারাডোনা
এবং গোল করার ক্ষমতা সবকিছুই অত্যন্ত নিখুত ছিল। কেগো ম্যারাডোনা আর ক্যারিয়ারে ৩৪৫ টি গোল করেছেন। তিনি একজন বিতর্কিত ফুটবলার ছিলেন। তার ক্যারিয়ারে তিনি মাদকদ্রব্যের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তিনি এমন একজন ফুটবলার যার একটি গোল শতাব্দীদের সেরা গোল হিসেবে পরিচিত হয়ে আছে।

এ বিতর্কিত গোলটি তিনি এমনভাবে করেছিলেন যে ফুটবলপ্রেমীদের এবং বিশেষজ্ঞদের মনে বিতর্ক সৃষ্টি করেছিলেন। অনেকে মনে করেন তিনি যে স্মরণীয় গোলটি করেছিলেন সেটি হাতের সাহায্যে এবং অনেকে মনে করেন মাথায় হেডার মাধ্যমে গোলটি করেছিলেন। 

আরেকটি বিষয় হচ্ছে ওই ম্যাচটি যিনি ক্যামেরায় ধারণ করেছিলেন তিনিও সঠিকভাবে এবং নির্ভুলভাবে দেখাতে পারেন নিজে আসলে তিনি হাত ব্যাগ গোল করেছিলেন নাকি মাথা দিয়ে গোল করেছিলেন। এ ধরনের একটি বিতর্কিত গোল করার জন্যই ম্যারাডোনাকে ফুটবলের ঈশ্বর বলা হয়ে থাকে।

বিশ্বকাপ অনুষ্ঠিত সাল

আয়োজক দেশ

মোট ম্যাচের সংখ্যা

মোট গোলের সংখ্যা

রেজাল্ট

১৯৮২

স্পেন

০৫

০২

দশম

১৯৮৬

মেক্সিকো

০৭

০৫

চ্যাম্পিয়ান

১৯৯০

ইতালি

০৭

০০

২য়

১৯৯৪

যুক্তরাষ্ট্র

০২

০১

দশম

সর্বমোট বিশ্বকাপ

০৪বার

২১ টি ম্যাচ

মোট গোল ০৮



০৩.লিওনেল মেসি
লিওনেল মেসি আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার। যিনি দলের হয়ে আক্রমণ ভাগে খেলে থাকেন। তিনি বর্তমান বিশ্বের এবং সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন। তিনি ক্লাব বিশ্বকাপ অনেকবার অনেক ট্রফি অর্জন করলেও ২০১৪ সালে বিশ্বকাপে রানার আপ হন। অনেক পুরস্কার জয় লাভ করলেও তার অর্জন ছিল না কাঙ্খিত সে বিশ্বকাপ ট্রফি।
লিওনেল মেসি
বিশ্বকাপ ট্রফি যেন তার নাগালের বাহিরে চলে গিয়েছিল।  অনেক ফুটবল ভক্তরা মেসির একটি অপূর্ণতা এবং ব্যর্থতার কথা বারবার বলেছিলেন। ক্লাব বিশ্বকাপে এবং ক্লাব ফুটবলে তিনি অসাধারণ ফুটবল খেললেও দলের হয়ে এনে দিতে পারছিলেন না সেই কাঙ্খিত বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফি অর্জন লিওনেল মেসির জন্য স্বপ্নই থেকে গিয়েছিল। 

২০১৪ বিশ্বকাপে এ বিশ্বকাপ ট্রফিটি হাতছানি দিয়েও আবারো অনেক দূরে চলে যায় কিংবদন্তির কাছ থেকে। ফুটবল প্রেমীরা মেসির কাছ থেকে বিশ্বকাপ ট্রফি অর্জনের আসাটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মেসির ভক্তরা মনে প্রানে আত্মবিশ্বাসী ছিল যে তিনি অবশ্যই এই ট্রফিটি অর্জন করতে সক্ষম হবেনই। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ার পর অনেক মেসি ভক্তদের কাঁদিয়েছিল।

সর্বশেষ বিশ্বকাপ ট্রফি জেতা মেসির জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল, প্রায় স্বপ্নের মত ছিল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে দুই এক গোলা হারের পর অনেক ফুটবল ভক্তরা মেসিকে নিয়ে কটুক্তি মূলক কথাবার্তাও বলেছিলেন। তারা মেসিকে এতটাই নিচে নামিয়ে দিয়েছিলেন যে যেন সেরা ফুটবলার হওয়ার কোন যোগ্যতায় নেই তার। 

অবশেষে ফুটবলপ্রেমীদের এই ভুল ধারণা ভেঙে দেন এই ফুটবল কিংবদন্তি। পরের ম্যাচেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ভক্তদের মনে আবারো জয়ের স্বপ্ন দেখান এই ফুটবল জাদুকর। শেষমেশ আকাশ চুম্বি স্বপ্নটা ছুয়ে ফেলেন এই ফুটবল জাদুকর। ২০২২ বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করে আর্জেন্টিনাকে এনে দেয় সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি।
এবার যেন পূর্ণতা পেল মেসির ফুটবল ক্যারিয়ার। কোন অর্জন তার অপূর্ণ থাকলো না। এছাড়াও আর্জেন্টিনার হয়ে ১০০টি ম্যাচ খেলার মাইলফলক ও স্পর্শ করে ফেলেছে এই ফুটবল জাদুকর। তার গোল করার ক্ষমতা, বল পাসিং করার ক্ষমতা অত্যন্ত নিখুঁত ছিল। ক্যারিয়ার মেসি ৮০০ টি গোল করেছেন।

সকল অর্জন অসাধারণ ফুটবল পাস করার ক্ষমতা, বল দখল করার ক্ষমতা, বল দখলে নেওয়ার ক্ষমতা, ফ্রি কিক নেওয়ার, ফুটবল নৈপুূর্ণতা সকল কিছুই ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে নিয়েছেন এ ফুটবল জাদুকর। যার কারণে তাকে সর্বকালের বিশ্বের সেরা ফুটবলার বলা হয়ে থাকে।

বিশ্বকাপ অনুষ্ঠিত সাল

আয়োজক দেশ

মোট ম্যাচের সংখ্যা

মোট গোলের সংখ্যা

রেজাল্ট

২০০৬

জার্মানি

০৩

০১

ষষ্ঠ

২০১০

সাউথ আফ্রিকা

০৫

০০

পঞ্চম

২০১৪

ব্রাজিল

০৭

০৪

২য়

২০১৮

রাশিয়া

০৪

০১

১৬তম

২০২২

কাতার

০৭

০৭

চ্যাম্পিয়ান

সর্বমোট বিশ্বকাপ

০৫বার

২৬ টি ম্যাচ

মোট গোল ১৩



০৪.ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল জগতে আরো একজন কিংবদন্তি এবং গতি সম্পন্ন ফুটবলারের নাম হল ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি পর্তুগালের একজন ফুটবল প্লেয়ার। তিনি সারাজীবন উচ্চ উচ্চতা ফুটবল খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শন করেছেন। তার বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা অসাধারণ এবং পাসিং দক্ষতা অত্যন্ত সৃজনশীল ছিল। সব থেকে তার গোল করার দক্ষতা অত্যন্ত নিখুঁত তিনি তার ক্যারিয়ারে ৮৬০ র বেশি গোল করেছেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো

তার অর্জনসমূহ
  • ক্রিশ্চিয়ানো রোনালদো পাঁচবার ব্যালন ডিয়ার অর্জন করেন
  • চারবার ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেন
  • তিনি উএফা লিগ জয় হন পাঁচবার
  • ফিফা ক্লাব বিশ্বকাপ অর্জন করেন চারবার
  • ইরোপ্যান চ্যাম্পিয়ন লিগ অ্যাডভার জয় করেন
  • তিনি ছিলেন একজন মনোমুগ্ধকর ফুটবল প্লেয়ার

বিশ্বকাপ অনুষ্ঠিত সাল

আয়োজক দেশ

মোট ম্যাচের সংখ্যা

মোট গোলের সংখ্যা

রেজাল্ট

২০০৬

জার্মানি

০৬

০১

চতুর্থ

২০১০

সাউথ আফ্রিকা

০৪

০১

এগারতম

২০১৪

ব্রাজিল

০৩

০১

আঠারতম

২০১৮

রাশিয়া

০৪

০৪

তেরতম

২০২২

কাতার

০৩

০১

অষ্ঠম

সর্বমোট বিশ্বকাপ

০৫ বার

২০ টি ম্যাচ

মোট গোল ৮


০৫.জিনেদিন জিদান
সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে আরো একজন হলেন ফ্রান্সের ফুটবল প্লেয়ার জিনেদিন জিদান। তিনি জাতীয় দলের হয়ে এবং ইউরো কাপে অসাধারণ ফুটবলের কারুকার্য প্রদর্শন করেন। ক্লাব বিশ্বকাপে তিনি রিয়াল মাদ্রিদকে এনে দেন বেশ কয়বার চ্যাম্পিয়ন ট্রফি। বর্তমানে ফুটবলার স্পেনের পেশাদার ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ম্যানেজার দায়িত্ব পালন করছেন। এবং তিনি ১০ বছর এই দলের হয়ে ফুটবল খেলেছিলেন।
জিনেদিন জিদান
তার অর্জন সমূহ
  • তিনি দুইবার লা লিগা অর্জন করেন
  • তিনবার উয়েফা চ্যাম্পিয়ন লীগ শিরোপা অর্জন করেন
  • উয়েফা সুপার কাপ দুইবার অর্জন করেন
  • ফিফা ক্লাব বিশ্বকাপ একবার
সর্বশেষ ২০০৬ সালে ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর নেন এই কিংবদন্তি ফুটবলার। যেদিন জিদান ফুটবল ইতিহাসে একজন আইকনিক ব্যক্তিত্ব।

বিশ্বকাপ অনুষ্ঠিত সাল

আয়োজক দেশ

মোট ম্যাচের সংখ্যা

মোট গোলের সংখ্যা

রেজাল্ট

১৯৯৮

ফ্রান্স

০৫

০২

চ্যাম্পয়ান

২০০২

জাপন/কোরিয়া

০১

০০

২৮ তম

২০০৬

জার্মানি

০৬

০৩

২য়

সর্বমোট বিশ্বকাপ

০৩বার

১২ টি ম্যাচ

মোট গোল ০৫



০৬ .জোহান করুইফ
সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে আরো একজন ফুটবলার হলেন জোহান করুইফ। তিনি ছিলেন নেদারল্যান্ডের একজন পেশাদার ফুটবল প্লেয়ার। তিনি জাতীয় দলের হয়ে অনেক ট্রফি এনে দিয়েছেন। তিনি তিন তিনবার ব্যালন ডিয়ার অর্জন করেন। আন্তর্জাতিক ক্যারিয়ার  তিনি দলের পক্ষে ৪৮ টি ম্যাচ খেলে করেন ৩৩ টি গোল।
জোহান করুইফ
জোহান করুইফ সেই ফুটবলার যিনি নেদারল্যান্ড দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে প্রথম লাল কার্ড পেয়েছিলেন। তিনি ফিফা মনোনীত ১০০ জন তালিকা দের মধ্যে স্থান অর্জন করেছেন।

০৭ . ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার
ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার ছিলেন জার্মানির একজন শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার। তাকে ফুটবল বিশ্বের ইতিহাসে একজন সেরা ফুটবলার বলা হয়ে থাকে। তিনি ছিলেন একজন বহুমুখী ফুটবল প্লেয়ার। যিনি দলের হয়ে মিডফিল্ডার হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও খ্যাতি অর্জন করেছিলেন ডিফেন্ডার হিসেবে।
ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার
০৮ . মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি
ফুটবল ইতিহাসে আরো একজন বিখ্যাত ফুটবলের নাম হলেন মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি। তিনি একজন ফরাসি ফুটবলার ছিলেন। যার জন্ম হয়েছিল ফরাসিতে ১৯৫৫ সালে ২১ জুন। তিনি ছিলেন একজন ফরাসি ফুটবলার এবং পরবর্তীতে তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি
তিনি জাতীয় দল ছাড়াও ইউরোপ এবং লাতিন আমেরিকার অনেক ক্লাব ফুটবল খেলেছেন।

০৯ . আলফ্রেডো ডি স্টেফানো
ইতিহাসে বিশ্ব ইতিহাসে আর একজন ফুটবলার নাম হলেন আলফ্রেডো ডি স্টেফানো । তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে মোট ১১ বছর ফুটবল খেলেন। এর মধ্যে তিনি ৩৯৬ ম্যাচে অংশগ্রহণ করে ৩৬০ টি গোল উপহার দেন রিয়াল মাদ্রিদকে। তিনি টানা পাঁচ বছর ফিফা ক্লাব বিশ্বকাপ কাপ জয় করেন (১৯৫৪-১৯৫৮)। এছাড়াও তিনি চারমাসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
আলফ্রেডো ডি স্টেফানো
তিনি ০২ বার বালানডিআর অর্জন করেন।

১০ . আন্দ্রেস ইনিয়েস্তা
ফুটবল ইতিহাসের সেরা ফুটবলের তালিকায় আরো একজনের নাম না বললেই নয় তিনি হলেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি ১৯৮৪ সালের স্পেনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন জাতীয় দলের সেরা মিডফিল্ডার তিনি স্পেনের জাতীয় দলের হয়ে অনেক ট্রফি এনে দিয়েছেন।  ক্লাব বার্সেলোনার হয়ে বার্সেলোনার ইতিহাসে সব বড় ধরনের ইতিহাস গড়া গড়ে দিয়েছেন আন্দ্রেস ইনিয়াস্তা।
আন্দ্রেস ইনিয়েস্তা

ব্যালন ডি আর এ তালিকা

১৯৫৬ সালের পর থেকে সেরা খেলোয়াড় নির্বাচন স্বরুপ ব্যালন ডি আর পুরুস্কার প্রদান করা হয়। যুগে যুগে অনেক ফুটবলার এ পুরুস্কার অর্জন করে। যেসকল বিক্ষাত খেলোয়ার তার এই কাঙ্খিত পুরুস্কার অর্জন করে তার হলেন:
  • ১৯৫৬: ম্যাথেউস
  • ১৯৫৭: দি স্তেফানো
  • ১৯৫৮: কোপা
  • ১৯৫৯: দি স্তেফানো
  • ১৯৬০: সুয়ারেজ
  • ১৯৬১: সিভরি
  • ১৯৬২: মাসোপাস্ট
  • ১৯৬৩: ইয়াশিন
  • ১৯৬৪: ডেনিস ল
  • ১৯৬৫: ইউসেবিও
  • ১৯৬৬: চার্লটন
  • ১৯৬৭: অ্যালবার্ট
  • ১৯৬৮: বেস্ট
  • ১৯৬৯: রিভেরা
  • ১৯৭০: মুলার
  • ১৯৭১: ক্রুইফ
  • ১৯৭২: বেকেনবাউয়ার
  • ১৯৭৩: ক্রুইফ
  • ১৯৭৪: ক্রুইফ
  • ১৯৭৫: ব্লকহিন
  • ১৯৭৬: বেকেনবাউয়ার
  • ১৯৭৭: সাইমনসেন
  • ১৯৭৮: কিগান
  • ১৯৭৯: কিগান
  • ১৯৮০: রুমেনিগে
  • ১৯৮১: রুমেনিগে১
  • ৯৮২: রসি
  • ১৯৮৩: প্লাতিনি
  • ১৯৮৪: প্লাতিনি
  • ১৯৮৫: প্লাতিনি
  • ১৯৮৬: বেলানোভ
  • ১৯৮৭: হুলিট
  • ১৯৮৮: ফন বাস্তেন
  • ১৯৮৯: ফন বাস্তেন
  • ১৯৯০: ম্যাথেউস
  • ১৯৯১: পাপিন
  • ১৯৯২: ফন বাস্তেন
  • ১৯৯৩: বাজ্জো
  • ১৯৯৪: স্টইচকভ
  • ১৯৯৫: উইয়াহ
  • ১৯৯৬: সামার
  • ১৯৯৭: রোনালদো
  • ১৯৯৮: জিদান
  • ১৯৯৯: রিভালদো
  • ২০০০: ফিগো
  • ২০০১: ওয়েন
  • ২০০২: রোনালদো
  • ২০০৩: নেদভেদ
  • ২০০৪: শেভচেঙ্কো
  • ২০০৫: রোনালদিনিয়ো
  • ২০০৬: কান্নাভারো
  • ২০০৭: কাকা
  • ২০০৮: রোনালদো
  • ২০০৯: মেসি
  • ২০১০: মেসি
  • ২০১১: মেসি
  • ২০১২: মেসি
  • ২০১৩: রোনালদো
  • ২০১৪: রোনালদো
  • ২০১৫: মেসি
  • ২০১৬: রোনালদো
  • ২০১৭: রোনালদো
  • ২০১৮: মদরিচ
  • ২০১৯: মেসি
  • ২০২০: প্রদান করা হয়নি
  • ২০২১: মেসি
  • ২০২২: বেনজেমা
  • ২০২৩: মেসি

ফুটবল ইতিহাস নিয়ে সাধারণ প্রশ্ন উত্তর

ফুটবল ইতিহাস সম্পর্কে ফুটবলপ্রেমীদের জানার আগ্রহ অনেক। অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন। অনেক প্রশ্নের বিতর্কিত উত্তর ও রয়েছে। তবে যে ফুটবল ভক্ত দ্বার সাপোর্ট করে তাকে সাধারণত সেরা হিসেবে আখ্যায়িত করে থাকেন। ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা হলো।

সর্বকালের সেরা স্ট্রাইকার কে?

সর্বকালের সেরা বলা হয় ব্রাজিলের রোলান্ডো কে।

ইতিহাসের সেরা ফুটবলার কে ২০২৪?

ইতিহাসের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি।

ইতিহাসের সেরা ১০ ফুটবলারদের নাম?

  • ১ . পেলে
  • ২ . লিওনেল মেসি
  • ৩ . দিয়াগো ম্যারাডোনা
  • ৪ . ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ৫. জিনেদিন জিনাদ
  • ৬ .জোহান করুইফ
  • ৭ . ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার
  • ৮ . মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি
  • ৯ . আলফ্রেডো ডি স্টেফানো
  • ১০.আন্দ্রেস ইনিয়েস্তা

বিশ্বের সেরা গোলকিপার কে?

  • জিয়ানলুইজি বুফন,
  • ইকার ক্যাসিয়াস
  • ম্যানুয়েল নয়্যার
  • মার্টিনেজ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?

বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা (১৬ টি)

সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দল কোনটি?

সর্বোচ্চ বিশ্বকাপজয় দল ব্রাজিল।

সর্বোচ্চ ব্যালন ডেয়ার কে অর্জন করে?

লিওনেল মেসি।

বাংলাদেশের সেরা ফুটবলার কে?

বাংলাদেশের সেরা ফুটবলার হলেন কাজী সালাউদ্দিন।

শেষ কথা

সর্বকালের সেরা ফুটবলার কে সেটা একেবারে বলা মুশকিল কেননা একেক সময় 11 ফুটবলার এক এক রকমের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন। তাই কারো সাথে কারো তুলনা করা যায় না। তবে বর্তমান বিশ্বে সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে গণ্য করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • MD. HASANUZZAMAN
    MD. HASANUZZAMAN ৬ মার্চ, ২০২৪ এ ৫:৪৬ PM

    আমি এই পোষ্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url