কিভাবে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করা য়ায় - ১০০টি উপায়

প্রিয় পাঠক আপনি নিশ্চয় কিভাবে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম  করা য়ায় সম্পর্কে জানতে চাচ্ছেন। এই পোস্টে অনলাইনে ইনকাম করার ১০০ টি সহজ উপায় সম্পর্কে জানাতে চলেছি। তাই অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে হলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম
প্রিয় পাঠক এই পোস্টটি পরার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে, ফ্রি টাকা ইনকাম করে কিভাবে বিকাশে পেমেন্ট নিতে হয় এছাড়াও কিভাবে মাসে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করব।

ভূমিকা

বর্তমানে আমাদের দেশের ব্যাপক হারে মোবাইল ইউজার বেড়ে গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই তরুণ-তরুণী। অনেকেই মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করে আবার কেউ গেম খেলে টাকা ইনকাম করে। অনেকে আবার অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে আগ্রহী হন। যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন এই পোস্টটি মূলত তাদের জন্য।

শুধু শুধু গেমস না খেলে কিভাবে অনলাইন থেকে গেমস খেলার মাধ্যমে এবং ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন সে বিষয়ে সম্পর্কে আলোচনা থাকছে আজকের এই পোস্টটিতে।

কিভাবে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম  করা য়ায়

আসলেই কি অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় রয়েছে? হ্যাঁ অবশ্যই আছে। অনেকেই হয়তোবা অনেক চেষ্টার পরেও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারছেন না। এর কারণ মূলত আপনার জানাশোনা, বা ইনকাম করার সাইট সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করেছেন, অথবা আপনি অল্পতেই ভেঙে পড়েছেন।
মোটকথা আপনার মনের দিক থেকে দুর্বল হয়ে কাজ করা বন্ধ করার কারণে আপনি আর অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারছেন না। অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেকগুলো পারফেক্ট সাইট রয়েছে। অনেকগুলোর মধ্যে টপ লেভেলের সাইট সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। অনলাইনে কাজ করার মাধ্যমে দু ধরনের ইনকাম জেনারেট করা সম্ভব হয়।
  • একটিভ ইনকাম
  • প্যাসিন ইনকাম
অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম কি চলুন সর্বপ্রথমে এ বিষয়ে একটু ধারণা নেয়া যাক

একটিভ ইনকাম
অনলাইনে যে কাজগুলো করার মাধ্যমে টাকা ইনকাম করা যায় অর্থাৎ যে কাজগুলোর বিনিময়ে টাকা ইনকাম করে সেটাই হচ্ছে একটিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মূল কথা হলো কাজ করলে টাকা পাবেন আর না করলে টাকা পাবেন না। উদাহরণস্বরূপ বলা যায়: আপনি ফাইবারে একটি গিগ পেলেন। যার মূল্য ৫০ ডলার।

কাজটি করার ফলে আপনি যে টাকা ইনকাম করবেন সেটি হচ্ছে একটিভ ইনকাম। এই ৫০ ডলারের কাজ করার পর পরবর্তীতে আপনি আবারও যদি বড় ধরনের বা ছোট ধরনের যেকোনো একটা গিগ পেলে আপনি আবারও পুনরায় ইনকাম করতে পারবেন। আর যদি না পান তাহলে ইনকাম করতে পারবেন না। একটিভ ইনকামের এটি হচ্ছে একটা উপকারিতা।

প্যাসিভ ইনকাম
প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকামের সংজ্ঞা এরকম যে, অনলাইনে যে কাজটি একবার করার পর উক্ত কাজ হতে পর্যায়ক্রমে আনলিমিটেড ইনকাম জেনারেট হয় এ ধরনের ইনকামকে প্যাসিভ ইনকাম বলে। উদাহরণস্বরূপ বলা যায়: আপনি ধরুন একটা গাছ লাগিয়েছেন। যতদিন ওই গাছটি জীবিত থাকবে আপনি ততদিন গাছ হতে ফল পেতে থাকবেন।
তার মানে হচ্ছে আপনি কিন্তু একবারই গাছ লাগিয়েছেন যার মাধ্যমে আপনি বারবার ফল পাচ্ছেন এর জন্য আপনাকে বারবার গাছ লাগাতে হচ্ছে না। গাছ থেকে বারবার ফল পাওয়ার এই যে প্রক্রিয়া প্যাসিভ ইনকাম মূলত এইরকম একটি প্রক্রিয়া। আপনি অনলাইনে এমন একটি কাজ করতে পারেন যার মাধ্যমে আপনি পরবর্তী সময়ে কাজ না করলেও উক্ত কাজ হতে প্রতিনিয়তই টাকা ইনকাম করতে পারবেন।

এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এমন কি কাজ রয়েছে যা একবার করলে প্রতিনিয়তই তা থেকে টাকা ইনকাম করা যাই? হ্যাঁ টাকা ইনকাম করা যায় অবশ্যই এরকম সিস্টেম রয়েছে। চলুন তাহলে জেনে যাক টাকা ইনকাম করার প্যাসিভ ইনকাম সম্পর্কে।

প্রথমত অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার জন্য আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন হবে। এই ওয়েবসাইটটি দাঁড় করানোর জন্য আপনার অবশ্যই প্রচন্ড পরিমাণে ধৈর্য শক্তি, মনের সাহস এবং কর্মদক্ষতা প্রয়োজন হবে। আপনি যদি মনের জোর খাটিয়ে নিজের কর্ম দক্ষতা প্রয়োগ করে একটি ভালো মানের ওয়েবসাইট দাঁড় করাতে পারেন তাহলে অবশ্যই অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।
একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে অনেকগুলো কনটেন্ট লেখার মাধ্যমে গুগল এডসেন্স থেকে আপনি অনায়াসে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেও আপনি ভালো পরিমানে ইনকাম জেনারেট করতে পারবেন।

যেহেতু আমি প্যাসিভ ইনকাম সম্পর্কে আপনাদের জানাতে চলেছি তাই এর যাবতীয় বিষয়বস্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্যাসিভ ইনকাম করার অন্যতম একটি সাইট হল ওয়েবসাইট। ওয়েবসাইট কি চলুন সে সম্পর্কে ধারণা নেয়া যাক।

যাদের অনলাইন সম্পর্কে তেমন কোন ধারনা নেই তারা হয়তো বা ওয়েবসাইট সম্পর্কে তেমন কিছুই জেনে থাকবেন না। আর যারা অনলাইনে সম্পর্কে জানাশোনা আছে তারা অবশ্যই ওয়েবসাইট কি জিনিস সেটা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। যিনারা ওয়েবসাইট সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখন যেখানে এসে পোস্ট করছেন এটি একটি ওয়েবসাইট।

অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ঠিক এরকমই আপনার একটা ওয়েবসাইট থাকা জরুরী। প্রথমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করুন অথবা ক্রয় করুন এবং সেখানে নিয়মিত কনটেন্ট পাবলিস্ট করুন তাহলে আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন।

ওয়েবসাইট পোস্ট কি
আমরা সচরাচর ফেসবুকে ইনস্টাগ্রামে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট লিখে থাকে। আপনি যেভাবে ফেসবুকে পোস্ট লিখেন ঠিক একই ভাবে ওয়েবসাইটেও আপনাকে একটি বিষয় সম্পর্কে সুন্দরভাবে পোস্ট লিখতে হবে। তবে ফেসবুকে পোস্ট লেখার থেকে ওয়েবসাইটে পোস্ট লেখার বেশ কিছু পার্থক্য রয়েছে। 

কেননা আপনি যেই সম্বন্ধে পোস্ট লিখতে যাচ্ছেন সে বিষয়ে সম্পর্কে আপনাকে অনেক কিছু জানতে হবে এবং বুঝতে হবে। কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে হয় কিভাবে একটি ব্লগার  ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয় কিভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হয় এবং যে সকল পদ্ধতি অবলম্বন করা মাধ্যমে আপনার পোস্টটি রেঙ্কে নিয়ে আসা যায় সে সকল বিষয় সম্পর্কে সম্পূর্ণ আলোকপাত করা হলো।
আপনার যদি ওয়েবসাইট না থাকে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করে তাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। প্রতিদিন আপনার ওয়েবসাইটে কনটেন্ট পাবলিশ করতে হবে। যে কনটেন্ট গুলো আপনার নিজস্ব ভাষায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। শুধু আবার কন্টেন্ট লিখে পাবলিশ করলেই আপনার কাজ শেষ নয়।

আপনার কনটেন্টটি অবশ্যই গুগলে র‌্যাংক করতে হবে। যাতে কের ট্রাফিকরা কোন কিছু লিখে সার্চ করার পরে যেন আপনার ওয়েবসাইটটি পাই এবং আপনার ওয়েবসাইটে প্রবেশ করে। যদি আপনার পোস্ট পড়ে তাহলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। উক্ত ওয়েবসাইট থেকে আপনি ফ্রিল্যান্সিং করে, এফিলেন্ট মার্কেটিংকরে, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে অধিক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি গুগলের নিয়ম নীতি মেনে পোস্ট লিখে সেই পোস্ট র‌্যাঙ্কে আসলে গুগল এডসেন্স থেকে আপনি ভাল ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন। আপনারা যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করেন দেখবেন যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো কোম্পানির অ্যাড দেখা যাচ্ছে। এই অ্যাডগুলো প্রদর্শিত হওয়ার কারণ হলো ওয়েবসাইট তৈরি করে তারা গুগল থেকে টাকা ইনকাম করছে। 
এখন আপনার প্রশ্ন থাকতে পারে কোম্পানি এড দেখিয়ে গুগল কেন আপনাকে টাকা দিবে।

গুগল যেভাবে টাকা দেয়
গুগল কি করে? আচ্ছা গুগল যা করে সেটা হল গুগল কোন কোম্পানি সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকে। সেই কোম্পানির এন্ড দেখানোর বিনিময়ে গুগল কোম্পানি থেকে যে অর্থ পাই তার ৪০% গুগল নিজেই রেখে দেয় আর বাকি ৬০% ওয়েবসাইটের মালিক কে দিয়ে থাকে। আর এভাবেই প্রতিনিয়ত ওয়েবসাইট থেকে ইনকাম আসতে থাকে।

আশা করছি ওয়েবসাইট থেকে আনলিমিটেড ইনকাম করা যায় সে সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আসুন কিভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন সে বিষয়ে আলোচনা করা যাক।

আপনি তিনটি সাইটের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
  • blogger.com
  • wordpress.com
  • wix.com
এই তিনটির মধ্যে ওয়েবসাইট তৈরি করার সবচেয়ে সহজ ওয়ে হলো ব্লগার ডট কম। যারা অনলাইনে নতুন ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে ইচ্ছুক তিনাদের জন্য এডভাইস হলো ব্লগার ডট কম এই সাইটে ওয়েবসাইট তৈরি করুন। কেননা অন্যান্য সাইডগুলো থেকে ব্লগার ডট কমে ওয়েবসাইট তৈরি করা খুবই সিম্পল।

আর সবচেয়ে বড় কথা হলো আপনি ব্লগার ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যে কাজটি আপনি অন্য সাইটে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না।

তবে একটি বিষয় বলে রাখি যে, ব্লগ আরে ফ্রিতে ওয়েবসাইট বানানো গেলেও এই ওয়েবসাইট দিয়ে পোস্ট রেংক করানো খুবই কষ্টের কাজ। এর জন্য অবশ্যই আপনাকে ডোমেইন, হোস্টিং ক্রয় করে সেটআপ করে নিতে হবে। ফ্রী ডোমেইন এ পোস্ট করে র‌্যাঙ্ক করানো খুবই স্টাফ ব্যাপার। এখন আপনার প্রশ্ন থাকতে পারে ডোমেন হোস্টিং কি এবং কিভাবে ক্রয় করতে হয়?

ডোমেইন কি
ডোমেইন সম্পর্কে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ডোমেন কি। যেমন
  • .com
  • .org
  • .bd
  • .net ইত্যাদি।
সবথেকে ভালো ডোমেন হলো ডট কম। আপনারা যদি ওয়েবসাইট সঠিকভাবে চালাতে এবং ওয়েবসাইট দাঁড় করাতে চান তাহলে অবশ্যই ডটকম ডোমেইন ক্রয় করবেন।

হোস্টিং কি
আপনার ওয়েবসাইটে যাবতীয় কনটেন্ট, ভিডিও, অডিও, ছবি রাখার জন্য যে জায়গা প্রয়োজন সেটাকেই হোস্টিং বলা হয়ে থাকে। ব্লগার ডট কমে ওয়েবসাইটে হোস্টিং আলাদাভাবে ক্রয় করার প্রয়োজন হয় না ডোমেন কিনলে অটোমেটিকলি গুগল হোস্টিং ফ্রি প্রদান করে।

ক্রয় করার মাধ্যম
আপনি নেম চিফ থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ডোমেন ক্রয় করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার পিএলসি কার্ড থাকতে হবে। কেননা এই কার্ডটির মাধ্যমে পেমেন্ট করে আপনি ডোমেন ক্রয় করতে পারবেন।

ব্লগার ডট কমে ওয়েবসাইট তৈরি করার  পদ্ধতি
ব্লগার ডট কমে ওয়েবসাইট তৈরি করার কয়েকটি পদ্ধতি চিত্রের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরা হলো

প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে ব্লগার ডট কম লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ব্লগারের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ ব্লগ এখানে ক্লিক করুন।
ব্লগারে-একাউন্ট-করার-নিয়ম-ধাপ-০১
এরপর আপনার ওয়েবসাইটের একটি টাইটেল  সিলেক্ট করুন। টাইটেল অবশ্যই ২০০ শব্দের কম হতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন।
ব্লগারে-একাউন্ট-করার-নিয়ম-ধাপ-০২
তৃতীয় ধাপে আপনাকে আপনার ওয়েবসাইটের ইউআরএল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী বাটনে ক্লিক করুন।
ব্লগারে-একাউন্ট-করার-নিয়ম-ধাপ-০৩
চতুর্থ ধাপে আপনার ওয়েবসাইটের একটি ডিসপ্লে নাম দিতে হবে। ডিসপ্লের নামটি অবশ্যই 200 শব্দের কম হতে হবে। এরপরে ফিনিশ বাটনে ক্লিক করলে প্রাথমিকভাবে আপনার ওয়েবসাইট তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে।
ব্লগারে-একাউন্ট-করার-নিয়ম-ধাপ-০৪
এরপর আপনাকে ওয়েবসাইটের সেটিং সম্পর্কে ভালোভাবে জেনে ওয়েবসাইট ঠিকঠাকভাবে কাস্টমাইজ করতে হবে। যাতে ট্রাফিক আপনার ওয়েবসাইট ভিউ করে পছন্দ করে। যদি আপনি ওয়েব সাইটে সেটিং সম্পর্কে না জেনে থাকেন তাহলে ইউটিউবে ভিডিও বিভিন্ন ভিডিও দেখে অথবা অভিজ্ঞ কারো সহায়তা নিয়ে আপনি ওয়েবসাইটিং এর সেটিংসগুলো র কাজ সুসম্মান করতে পারেন।
ব্লগারে-একাউন্ট-করার-নিয়ম-ধাপ-০৫
ওয়েব সাইটে সেটিংস এর কাজ শেষ হলে এবার আপনাকে সুন্দরভাবে পোস্ট লিখতে হবে। পোস্ট লেখার পর অবশ্যই আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে যাতে করে কোন ধরনের বানান ভুলভাল না হয়। এভাবে প্রতিনিয়ত আপনাকে পোস্ট লিখতে হবে। মনে রাখবেন কিছুদিন পর পর কাজ করা বন্ধ করে দিলে ওয়েবসাইট আবারও ড্যামেজ হয়ে যেতে পারে। সে কারণে আপনাকে প্রতিনিয়ত পোস্ট পাবলিস্ট করতে হবে।

অনলাইনে ইনকাম করার 100 টি সহজ উপায়

ডিজিটাল মার্কেটিং বিশ্বের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসে কাজ করার অনেকগুলো পদ্ধতির রয়েছে যে পদ্ধতিগুলো থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আপনি অনলাইন থেকে কিভাবে খুব সহজে টাকা করতে পারবেন তার পাঁচটি পদ্ধতি সম্পর্কে আমি আপনাদের ধারণা আপনাদের ধারণা প্রদান করব। যে কাজগুলো আপনি ঘরে বসেই করে প্রতিমাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন।

এন্ড্রয়েড অ্যাপস তৈরি
আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড অ্যাপস এর নাম শুনে থাকবেন। প্রশ্ন হল কিভাবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন? Android apps তৈরি করে কিভাবে গুগলে প্লে স্টোরে পাবলিশ করবেন এবং এই অ্যাপস গুলো থেকে আপনি গুগলে এড দেখিয়ে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন ।

ওয়েবসাইট তৈরি করে
একটি ওয়েবসাইট তৈরি করে ভালোভাবে কাস্টমাইজ করে সেটা নিয়ে পোস্ট লিখে রেংক করালে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।

ইউ টিউব চ্যানেল তৈরি করে
ইউটিউবে চ্যানেল তৈরি করে সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনার চ্যানেলে অবশ্যই এক হাজারটি সাবস্ক্রাইবার থাকতে হবে এবং প্রতি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই মাইল ফলক পার করার পরে আপনি মনিটাইজেশন অন করে আপনার চ্যানেলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।

Facebook পেজ থেকে
বর্তমানে ফেসবুক পেজ থেকে ইনকাম করা সম্ভব হচ্ছে। যদি আপনি চান খুব সহজেই ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার কিছু এলগরিদম আছে অবশ্যই আপনি যে সকল ফলো করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। অ্যালগরিদম এর মধ্যে রয়েছে ৩০ হাজার ফলোয়ার থাকতে হবে
আপনার পেজ ৩০ হাজার ফলোয়ার্স থাকে তাহলে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশন করে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে।

ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই ফ্রিল্যান্সিং করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে এবং ফ্রিল্যান্স শেখাটা তেমন কঠিন কাজ নয়। তবে আপনাকে অবশ্যই এই পেশাটি গ্রহণ করার আগে এর কাজ সম্পর্কে জানতে হবে এবং তারপর শিখতে পারেন।

এছাড়াও অনলাইনে ইনকাম করার আরো অনেক উপায় রয়েছে আমি আপনাদের সংক্ষেপে অনলাইন থেকে ইনকাম করার ১০০উপায় সম্পর্কে ধারণা দেব।
  1. কোন বিষয়বস্তু সম্পর্কে লেখালেখি করে
  2. গ্রাফিক্স ডিজাইন করে
  3. ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করে
  4. সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মাধ্যমে
  5. ভার্চুয়াল সহায়তার মাধ্যমে
  6. অনলাইনে সার্ভে করার মাধ্যমে
  7. অনলাইনে তথ্য আদান প্রদান করার মাধ্যমে
  8. ট্রান্সক্রিপশন পরিষেবা দেওয়ার মাধ্যমে
  9. অনলাইনে টিউটরিং করার মাধ্যমে
  10. Amazon এ এফিলেন্ট মার্কেটিং করার মাধ্যমে
  11. অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করার মাধ্যমে
  12. বিভিন্ন ধরনের ই-কমার্স প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে
  13. অনলাইনে হস্ত নির্মিত কারুশিল্প ইটিএসটি নির্ণয় করার মাধ্যমে
  14. ফেসবুক ফেসবুকের মার্কেটপ্লেসে আইটেম ব্যবহার করে
  15. ড্রপ শিপিং করে
  16. প্রিন্ট অন দ্রব্য অন দব্য ক্রয় বিক্রয় করে
  17. ব্লগিং করে কনটেন্ট লিখে
  18. ব্রডকাস্টিং করে
  19. ইউটিউব চ্যানেল থেকে
  20. এফিলেট মার্কেটিং করে টিক টক ইনস্টাগ্রাম এগুলো সোশ্যাল মিডিয়ায়
  21. কাজ করে অনলাইন কোর্স বিক্রি করে
  22. 24অনলাইনে কোর্স কমপ্লিট কোর্স তৈরি করে সেগুলো বা বিক্রি করলে ইউ
  23. কনটেন্ট লাইসেন্স তৈরি করেG বিভিন্ন মিডিয়া আউটলোড গুলোতে আপনার তৈরি ফটোগ্রাফি ভিডিও কিংবা শিল্পকর্মের লাইসেন্স প্রদান করে ইনকাম করতে পারেন
  24. বিভিন্ন সফটওয়্যার এবং হার্ডওয়ারের সমস্যার সমাধান অনলাইনে মাধ্যমে দিয়েও ইনকাম করতে পারেন।
  25. অনলাইনে শারীরিক ফিটনেস প্রশিক্ষণের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন
  26. অনলাইনে ভাষা শিক্ষার মাধ্যমে ভাষা শিখিয়ে
  27. অনলাইনে ড্রপ শিপিং এর মাধ্যমে
  28. বিভিন্ন এফেলেট প্রোগ্রাম এর সাথে সংযুক্ত হয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন
  29. অনলাইনে প্রতিযোগিতামূলক গেম খেলে ইনকাম করতে পারবেন
  30. অনলাইন অনুবাদ করে ইনকাম করতে পারবেন
  31. অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্সাল্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট দক্ষতার অফার প্রদান করে ইনকাম করতে পারেন
  32. রিমোট একাউন্টিং এর মাধ্যমে
  33. পার্শ্ববর্তী দেশগুলো ডাটা এন্ট্রি করার মাধ্যমে
  34. বিভিন্ন ধরনের অনলাইন আর্থ ক্লাস অংশগ্রহণের মাধ্যমে
  35. অনলাইনে বিভিন্ন দ্রবতী স্থান হতে কাজের সুযোগ
  36. ভার্চুয়াল চাকরি
  37. বিভিন্ন কোচিংয়ের পরামর্শ এবং অনলাইনে কোচিং করানো
  38. iTalki বা Skillshare এগুলো প্লাটফর্মে কাজ করা
  39. বিভিন্ন অনলাইন গবেষণা এবং তথ্য বিশ্লেষণ করা
  40. অনলাইনে ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান
  41. অনলাইনে এজেন্ট কল সেন্টারে কাজ করে
  42. অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে আনলিমিটেড টাকা ইনকাম করা
  43. ফাইবার এবং আপ ওয়ার্ক এসব প্লাটফর্মে ফ্রিল্যান্সিং পরিষেবা অফার প্রদান করা
  44. ওয়ার্ডপ্রেসে থিম প্লাগইন করে বিকাশের মাধ্যমে
  45. অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে
  46. অনলাইনে বিভিন্ন পরামর্শ এবং পেশাদার সেবা সেবা প্রদান করা মাধ্যমে
  47. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
  48. সোশ্যাল মিডিয়ায় এফিলেট মার্কেটিং এর মাধ্যমে
  49. দূরবর্তী দেশে অনলাইনে শিক্ষা উপকরণ শেখানো এবং ব্রেকিং ক্লাস অফার এবং ফিটনেস ক্লাস শেখানোর মাধ্যমে
  50. ড্রপ শিপিং এর মাধ্যমে
  51. ফেসবুক মারপিট প্লেসে ব্যবহৃত বিভিন্ন আইটেমের মাধ্যমে
  52. Shopify বা eBay এসব প্লাটফর্মে মাধ্যমে ই-কমার্স করে
  53. দূরবর্তী দেশের বড় বড় কোম্পানি থেকে ডাটা এন্ট্রির কাজ করার মাধ্যমে
  54. ই টি এসওয়াই এসব স্থানে হস্ত নিয়মিত কারো শিল্প করে
  55. অনলাইন সার্ভে করার মাধ্যমে
  56. তথ্য অনুপ্রবেশ করার মাধ্যমে
  57. অনলাইন টিউটোরিং এর মাধ্যমে
  58. ট্রান্সক্রিপশন পরিষেবা দেওয়ার মাধ্যমে
  59. ভার্চুয়াল সহায়তা প্রদান করার মাধ্যমে
  60. সামাজিক মিডিয়া ব্যবস্থাপনা এর মাধ্যমে
  61. অ্যামাজন মেকানিক্যাল প্লাটফর্মে মাইক্রোক্রাস্টিং এর মাধ্যমে
  62. লাইনে বিভিন্ন ক্রাফট স্টোর হস্ত শিল্প এবং কারুশিল্প করে গয়না বিক্রি করুন
  63. অনলাইনে পোষা প্রাণীর বিভিন্ন সেবা প্রদান করার মাধ্যমে
  64. অনলাইনে স্বাস্থ্য কোচিং করানোর মাধ্যমে
  65. বিভিন্ন ভিডিও সম্পাদনা পরিষেবা মাধ্যমে
  66. ভার্চুয়াল ইভেন্ট ল্যান্ডিং কনফারেন্স বিভিন্ন পরিকল্পনা এবং সমন্বয় করার মাধ্যমে
  67. গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে
  68. ওয়েব ডেভেলপমেন্ট এর মাধ্যমে
  69. অনলাইনে কেনাকাটা করার অফার দেয়ার মাধ্যমে
  70. বিভিন্ন গবেষণায় অংশগ্রহণ করে
  71. সফটওয়্যার ডেভেলপমেন্ট এর মাধ্যমে
  72. ডিজিটাল মার্কেটিং এর সেবা প্রদান করার মাধ্যমে
  73. বিভিন্ন এজেন্ট এ কল সেন্টারে চাকরি করার মাধ্যমে
  74. বিভিন্ন অনলাইন আইটি সেন্টারে পার্টটাইম কাজ করে
  75. অনলাইনে গেমস খেলে
  76. ওয়ান এক্স ব্লেড এসব প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করে
  77. অনলাইন ট্রেডিং করার মাধ্যমে
  78. অনলাইনে টাকা ইনভেস্ট
  79. বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামিং করার মাধ্যমে
  80. অনলাইনে ট্রাভেল এজেন্সি পরিচালনা করার মাধ্যমে
  81. প্রিন্ট অন ডিমান্ড এ পণ্যদ্রব্য সেল করার মাধ্যমে
  82. ফেসবুক পেজে নিয়মিত কাজ করার মাধ্যমে
  83. ফেসবুকে বুট ক্যাম্পেইন করার মাধ্যমে
  84. অনলাইনে ফটো শুটিং করার মাধ্যমে
  85. বিভিন্ন আর্ট ডিজাইন করে বিক্রি করার মাধ্যমে
  86. দারাজ এ অনলাইনে কাজ করার মাধ্যমে
  87. অনলাইনে গার্মেন্টস কোম্পানির বিভিন্ন পোশাক সেল করার মাধ্যমে
  88. ওয়েবসাইট বিক্রি করার মাধ্যমে
  89. ওয়েবসাইটের ব্যাংক লিঙ্ক সেল করে
  90. আন্তর্জাতিক ব্যাংকিং এর মাধ্যমে
  91. এস ই ও করে
  92. ঘরে বসে ফ্রিল্যান্সিং করে
  93. সিপিএ মার্কেটিং করে
  94. ইউটিউবে সাবস্ক্রাইব সেল করে
  95. অনলাইনে ফ্রিল্যান্সিং শেখানোর মাধ্যমে
  96. মোবাইল অ্যাপ স্টোর তৈরি করে বিক্রি করে
  97. এমাজনের বিভিন্ন অফার নিয়ে মার্কেটিং করা মাধ্যমে
  98. অনলাইনে রান্না শেখানোর মাধ্যমে
  99. স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস অনলাইনে শেখায়
  100. ভার্চুয়াল নাস বা আর্ট ক্লাস আর্ট ক্লাস করিয়ে
তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনলাইনে ইনকাম করার অনেক সুযোগ থাকলেও এগুলো স্ক্যান করারও অনেক পদ্ধতি রয়েছে। সে কারণে অনলাইনে টাকা ইনকাম করার আগে নিজেকে দক্ষ অনলাইন কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

টাকা ইনকাম করার ওয়েবসাইট

বর্তমানে অনলাইনে কাজ করে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেননা আজকাল অনলাইন জগতে ইনকাম করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। যেগুলো ওয়েবসাইটে আপনি নিয়মিত কাজ করে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভালো ধরনের ইনকাম জেনারেট করা সম্ভব।

ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন পড়ে না। মূলত আপনি কোন দক্ষতা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজেই দক্ষতা অর্জন করে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। সে কারণেই অনলাইন থেকে ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করার কয়েকটি সাইট আমি আপনাদের সামনে তুলে ধরব। যেগুলো ওয়েবসাইট থেকে কোন ধরনের অর্থ বিনিয়োগ না করেই আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।

March by amazon
এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন 
https://merch.amazon.com/landing

March by amazon একটি indian website। এটি একটি ইন্ডিয়ানদের জন্য খুবই জনপ্রিয় প্রিন্ট-অন-ডিমান্ড প্ল্যাটফর্ম। আপনি যদি একজন দক্ষ ডিজাইনার হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটে আপনার জন্য খুবই লাভজনক হবে। অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হলো এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েব সাইটের তুলনায় ট্রাফিক ভলিয়াম অত্যন্ত বেশি হয়ে থাকে। আর সে কারণে এই ওয়েবসাইটে আপনি যথেষ্ট পরিমাণে ক্রেতা পেয়ে যাবেন।

কি ধরনের কাজ করতে হয়
আপনাকে এই ওয়েবসাইটকে এটা বোঝাতে হবে যে আপনি একজন ভালো মানের দক্ষ ডিজাইনার এবং প্রয়োজন অনুযায়ী আপনি প্রিন্টের ব্যবসা চালানোর দক্ষতা রয়েছে। যেহেতু এটি একটি ভার্চুয়াল প্লাটফর্ম সে কারণে আপনাকে যে ডিজাইনগুলো প্রদর্শন করবেন।

সেগুলো অবশ্যই সর্বোচ্চ ভালো মানের হতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে অথবা আপনাকে ডিজাইনার নিয়োগ করতে হবে।

ডিজিটাল মার্কেট
এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন 
https://digitalmarket.com

ডিজিটাল মার্কেটিং করে ওয়েবসাইট থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার আরো একটি বেস্ট ওয়েবসাইট হলো ডিজিটাল মার্কেট। এই ওয়েবসাইটে ক্রেতা এবং বিক্রেতারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন সেবা গ্রহণ করে এবং সেবা প্রদান করে থাকে।

কি কাজ করবেন
এখানে আপনি কোন ধরনের তৃতীয় মাধ্যম ছাড়াই ক্রেতা এবং বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজ করতে পারবেন। বিভিন্ন এফিলেট মার্কেটিং ব্লগ কন্টেন্ট রাইটিং এর মত কাজ করে এবং সেগুলো ক্রয় বিক্রয় করার মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন।

সাটার স্টক
এই ওয়েব সাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন
 https://www.shutterstock.com

একজন দক্ষ ফটোগ্রাফ এর জন্য সাটার স্টক হলো বেস্ট ফটোগ্রাফির ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অনেক পুরনো এবং বিশ্বস্ততার কারণে খুবই জনপ্রিয়।

কি কাজ করবেন
এই ওয়েবসাইটে আপনি বিনামূল্যে বিভিন্ন ছবি আপলোড করতে পারবেন। এই কাজটি অনেক সোজা এবং লাভজনক। এই ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করা জন্য আপনার ফটোগুলো আর সেই অনুযায়ী আপনি রয়েলটি পান এবং এর বিনিময়ে আপনি অর্থ ইনকাম জেনারেট হয়।

Upwork
এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন
 https://www.upwork.com

অনলাইন থেকে ইনকাম করার জন্য একটি বেস্ট ওয়েবসাইট হলো Upwork। বর্তমানে সারা বিশ্বের ব্যবসায়ীরা এবং তরুণ ফ্রিল্যান্সাররা কিছু নির্দিষ্ট প্রকল্পের কাজে নিযুক্ত হতে পারে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পরিষেবা কে প্রসারিত করার জন্য দক্ষ ফ্রিল্যান্সারদের বিভিন্ন রকমের কাজের অফার দিয়ে থাকে। এখানে আপনি যে সকল কাজ করতে পারবেন তা হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও ক্যাম্পেইন এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজ।

কাজের ধরন
এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সারদের জন্য বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কি০৫থেকে ২০% পর্যন্ত কমিশন পেতে পারেন। এই ওয়েবসাইট থেকে আপনি যত বেশি ইনকাম জেনারেট করবেন তত বেশি কমিশনও পাবেন।

অসুবিধা
এই ওয়েবসাইটে কাজ করার জন্য সবথেকে বড় বাধা হলো এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ প্রতিযোগী রয়েছে। সে কারণে এই সাইডে যারা নতুন তাদের কাজ পাওয়াটা খুবই স্টাফ। কেননা কোম্পানি কখনোই দক্ষ লোক থাকতে একজন অদক্ষ লোক দিয়ে কাজ করাতে চায় না।

ফাইবার
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার দক্ষতা থাকলে ফাইবার একটি অত্যন্ত লাভজনক এবং অর্থ উপার্জনকারী সাইট হতে পারে। এখানে নগদ অর্থের বিনিময়ে রিসার্চ কম্পাইল করার কাজও পেয়ে যাবেন।

কাজের ধরন
ফাইবারে আপনার ভালো একটি একাউন্ট তৈরি করতে হবে। আপনি বিদেশি ক্লায়েন্টদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে কাজের অফার গ্রহণ করতে পারবেন। এখানে ফ্রিল্যান্সারদের কাজ করা সম্ভাবনা সব থেকে বেশি। যেহেতু বর্তমানে অনেক ফ্রিল্যান্সাররা এখন ইনকামের জন্য বিভিন্ন পদ খুঁজছেন তাই আপনি কম টাকার বিনিময়ে ফিন্যান্স এর কাজ ধরতে পারেন। এক্ষেত্রে আপনার কাজের চাইনা অনুযায়ী অর্থ ইনকাম করতে পারবেন না।

ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিকাশে ফ্রি টাকা ইনকাম করে পেমেন্ট নেওয়া সম্ভব। কোনদিনও ক্ষেত্রে আবার ব্যাংক অ্যাকাউন্টের সহায়তা নিতে হয়। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের জন্য বিকাশে পেমেন্ট নেওয়া সব থেকে সেরা মাধ্যম কিভাবে আপনি ফ্রি টাকা ইনকাম বিকাশের পেমেন্ট নিতে পারবেন তার নিম্নে উল্লেখ করা হলো।

কন্টেন্ট লিখে
আপনি যদি লেখালেখি খুব দক্ষ হয়ে থাকেন তাহলে কন্টেন্ট লিখে একজন কনটেন্ট রাইটার হিসেবে ফ্রি টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ, নিউজ পেপার ম্যাগাজিন বা অন্যান্য লেখালেখি অফার গ্রহণ করে টাকা ইনকাম করতে পারবেন আপনি এখানে ক্লায়েন্টের দেওয়া ক্লাইন্টদের দেওয়া টপিকের উপর বা নিজের ইচ্ছা মতো করতে পারেন।

ফটোগ্রাফি
একজন ফটোগ্রাফারের পক্ষে খুব সহজেই ছবি বিক্রি করে ফ্রী টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে বিভিন্ন সাইটে আপনার ফটো আপলোড করে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

ব্লগিং করে
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ব্লগে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে আপনার ব্লগের পছন্দের বিষয়ে লেখালেখি করতে হবে এবং কোন একটি নির্দিষ্ট নিচের ওপর ফোকাস করলে আপনি ভালো ফলাফল পেতে পারেন। যদি আপনি আপনার ব্লগের ভিউ বাড়াতে পারেন তাহলে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং
আপনি এফিলেট মার্কেটিং করে খুব সহজেই আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অন্য কোম্পানির পণ্য প্রচার করে কমিশন গ্রহণ করতে হবে। এর জন্য আপনাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার বানিয়ে, ব্লগ লিখে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে সেবা অ্যাফিলিয়েট লিংক এর মাধ্যমে পণ্য সেবা গ্রহণ করানোর মাধ্যমে আপনি কমিশন পাবেন।

টাকা ইনকাম করা গেম পেমেন্ট

বর্তমানে তরুণ তরুণীরা মোবাইলে গেম খেলে অযথা সময় নষ্ট করে। কিন্তু অনেকেই জানেনা মোবাইলে গেম খেলার মাধ্যমেও টাকা ইনকাম করে পেমেন্ট নেওয়া যায়। তাই যারা মোবাইলে অযথা গেম খেলে সময় নষ্ট করছেন তারা এই পোস্টটির মনোযোগ সহকারে পড়ুন। কেননা এই পোস্টটিতে আমি আপনাদের মোবাইলে গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় সে সম্পর্কে ধারণা দেবো।
গেম খেলে টাকা ইনকাম এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার সামনে অনেকগুলো ভিডিও প্রদর্শিত হবে। এরমধ্যে অধিকাংশ ভিডিওই স্ক্যাম ভিডিও। যেগুলো শুধু ভিউ বাড়ানোর জন্য বানানো হয়ে থাকে। অনেক সময় ধরে ভিডিও দেখার পর আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না।

তাই আমি আপনাদের রিয়েল কিছু গেম শেয়ার করবো যেগুলো খেলার মাধ্যমে আপনি অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন।
  • Big big cash
  • Big cash
  • Big time cash
  • Earn Money Givvy Hogher Lower
  • GoCoin-Collect Game Coins
  • Freecash
  • Win real Money
  • Tropical Crush Win Cash Prizes
  • Toy Twon
  • Bingo Win Cash
  • Play Time
  • Gamee Prizes
সবগুলো অ্যাপস আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করার মাধ্যমে গেমগুলো খেলতে পারবেন। ইন্সটল করার পর গেম খেলার সময় অবশ্যই আপনাকে গেম খেলার যে সকল নীতিমালা প্রদর্শিত হবে তা ভালো হবে জেনে নিতে হবে। কিভাবে গেমসটি খেলতে হয় সে সম্পর্কেও জানতে হবে। কেননা না জানলে আপনি গেমগুলো খেলতে পারবেন না এবং আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

শেষ কথা

কম্পিউটার স্কিল, কাজের দক্ষতা, ধৈর্য শক্তি এই এই সব গুণাবলী যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে টাকা ইনকাম করা যেমন সহজ তেমনি আবার ঝুঁকিও আছে। তাই অনলাইনে কাজ করার আগে যে কাজটি করবেন সেই কাজের নীতিমালা ভালোভাবে বুঝে নেবেন। অবশ্যই আপনি কোন জুয়া থেকে অনলাইনে ইনকাম করতে যাবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url