সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪ - সুজুকি জিক্সার নিউ মডেল
প্রিয় পাঠক, আপনি নিঃশ্চয় মোটর বাইক কেনার কথা ভাবছেন।
সুজুকি জিক্সার
বাংলাদেশ প্রাইস ২০২৪ সম্পর্কে এবং
সুজুকি জিক্সার
নিউ মডেল সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ
সহকারে পড়ার মাধ্যমে আশা করছি আপনি সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস সম্পর্কে
স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
প্রিয় পাঠক, এই পোষ্টটি পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন সুজুকি জিক্সার এস
এফ বাংলাদেশ প্রাইস ২০২৪,
সুজুকি জিক্সার
SF বাংলাদেশ প্রাইস ইত্যাদি। সুজুকি জিক্সার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ
ইত্যাদি বিষয়ে সম্পর্কে জানতে হলে এই পোষ্ট সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা
বর্তমান সময়ে আমাদের দেশে অনেক কোম্পানির
মোটরসাইকেল
মানুষ ক্রয় করে ব্যবহার করে থাকে। এর মধ্যে একটি অন্যতম হচ্ছে সুজুকি কোম্পানি।
এই কোম্পানি অনেকগুলো মডেলের মোটরসাইকেল বাজারে রান করেছে। আমাদের দেশে অনেকেই
অনেক দামি হওয়া সত্ত্বেও এই মোটরসাইকেল ক্রয় করে।
সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস ২০২৪
আমাদের দেশে সুজুকি কোম্পানির যে কয়টি মডেলের মোটরসাইকেল বাজারে এসেছে এগুলোর
মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে সুজুকি জিক্সার। বিশেষ করে আমাদের দেশের তরুণ
যুবকদের মধ্যে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা প্রত্যেক বৃদ্ধি পেয়েছে। আর সে
কারণে চাহিদা অনুযায়ী কোম্পানির প্রায় নতুন নতুন রোল মডেলের গাড়ি বাজারে
ছাড়ছে।
এই সুন্দর সুন্দর মডেলের গাড়িগুলো যুবকদের মনে একটি স্বপ্নের সৃষ্টি করে। এই
গাড়িটি দেখতে অনেকটা স্টাইলিশ মডেলের হওয়ায় যুবকরা এই মডেলের গাড়ি বেশি পছন্দ
করে থাকে। বর্তমান বাংলাদেশের প্রায় যুবকদের স্বপ্ন হল সুজুকি জিক্সার এই
গাড়িটি ক্রয় করার।
আরো পড়ুনঃ ডিসকভার 125 বাংলাদেশ প্রাইস
সে কারণে অনেকেই এই গাড়িটি ক্রয় করার জন্য এবং অনেকে আবার শখের বসে এই গাড়িটির
নিত্য নতুন মডেল সম্পর্কে জানতে এবং গাড়িটি দেখতে এবং গাড়িটির দাম সম্পর্কে
জানতে অনলাইনে খোঁজাখুঁজি করতে লক্ষ্য করা যায়। তাই আর্টিকেলের এই পর্যায়ে আমি
আপনাদের সুজুকি জিক্সার সম্পর্কে জানাতে চলেছি।
আরো পড়ুনঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে
সুজুকি জিক্সার এই গাড়িটি চাহিদা অনেক বৃদ্ধি পাওয়ার জন্য বর্তমান বাংলাদেশ
আগের তুলনায় সুজুকি জিক্সার গাড়ির দাম বৃদ্ধি পেয়েছে। সুজুকি জিক্সার বর্তমান
প্রাইজ ২ লক্ষ ৫ হাজার ৯৯০ টাকা। তবে বর্তমান দামের চেয়ে আরও দাম বাড়ার
সম্ভাবনা অনেকটাই বেশি। আরো কয়েকটি মডেলের গাড়ির ছবি সহ দাম উল্লেখ করা হল।
GIXXER MONOTONE
GIXXER MONOTONE
এই গাড়িটির বর্তমান বাংলাদেশী প্রাইস 205,950।
GIXXER CLASSIC MATT
GIXXER CLASSIC MATT
এই গাড়িটির বর্তমান বাংলাদেশী প্রাইস 205,950।
GIXXER FI DISC
GIXXER FI DISC
এই গাড়িটির বর্তমান বাংলাদেশী প্রাইস 249,950।
GIXXER SF FI DISC
GIXXER SF FI DISC
এই গাড়িটির বর্তমান বাংলাদেশী প্রাইস 319,950।
GSX-R150 DUAL ABS
GSX-R150 DUAL ABS
এই গাড়িটির বর্তমান বাংলাদেশী প্রাইস 465,950।
এছাড়াও আরো অন্যান্য সুজুকি কোম্পানির মোটর বাইকের দাম উল্লেখ করা হল।
- New Suzuki Gixxer Carburetor Disc এর বাংলাদেশী মূল্য ২ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা।
- New Suzuki Gixxer Fi Disc: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।
- New Suzuki Gixxer SF Fi Disc: বাংলাদেশী প্রাইজ৩ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer Fi ABS Dual Tone: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৭৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer SF Fi ABS Dual Tone: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer SF Matt Plus: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ৫৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 250: বাংলাদেশী প্রাইজ ৪ লক্ষ টাকা।
- Suzuki Gixxer SF 250: বাংলাদেশী প্রাইজ ৪ লক্ষ ৭০ হাজার টাকা।
- Suzuki Intruder 150 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 155 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৬৪ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 155 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা।
সুজুকি জিক্সার নিউ মডেল
যিনারা সুজুকি জিক্সার গাড়িটি কেনার জন্য মনস্থির করেছেন কারা অবশ্যই সুজুকি
জিক্সার এর নিউ মডেল সম্পর্কে প্রজাপতি করছেন। বর্তমানে সুজুকি মোটরসাইকেল
কোম্পানি নতুন কোন মডেলের গাড়ি বাজারে ছাড়ছে কিনা। আর যদি ছেড়েও থাকে
গাড়িটির দাম কিরকম কি কি কালার রয়েছে মাইলেজ কত ইত্যাদি বিষয়ে সম্পর্কে
জানার জন্য আগ্রহী হয়ে থাকেন। সুজুকি জিক্সার গাড়িটির বর্তমান নিউ মডেল হল
- Suzuki GSX-R150 Dual ABS
- GSX-R 150 DUAL ABS (FI)
- GIXXER 155CC
- Gixxer Classic Matt
- Gixxer Monotone Classic Plus
- Gixxer Carb-Disc
- Gixxer Fi ABS
- New Gixxer SF 155
- Gixxer SF Matt Plus
সুজুকি জিক্সার এস এফ বাংলাদেশ প্রাইস ২০২৪
সুজুকি জিক্সার অনেকগুলো মডেলের মধ্যে অনেকেই আবার সুজুকি জিক্সার এফ এস এই
মডেলের গাড়িটি বেশি পছন্দ করে থাকেন। কেননা এই মডেলের গাড়িটি একদম
অত্যাধুনিক এবং অত্যন্ত স্টাইলিশ মডেলের বাইক। যার কারণে বেশিরভাগ যুবকেরাই
এই এই গাড়িটি পছন্দ করে থাকেন। সুজুকি জিক্সার এফ এস এর বেশ কয়েকটি সুন্দর
সুন্দর মডেল এর বাইক রয়েছে।
আর্টিকেলর এ পর্যায়ে আমি আপনাদের সুজুকি জিক্সার এফএস এর মডেলের গাড়ির দাম
সম্পর্কে সঠিক ধারণা প্রদান করব।
Gixxer SF Fi ABS: এ মডেলের গাড়িটির বর্তমান মূল্য ০৪ লাখ ৪৯ হাজার ৯৫০
টাকা।
Gixxer SF Matt Plus: এই মডেলের দুটি কালারের গাড়ি রয়েছে। একটি
হলো ম্যাট কোবাল্ট ব্লু এবং ম্যাট এলিগ্যান্ট ব্ল্যাক। এর বর্তমান বাংলাদেশী দাম 359,950 টাকা।
সুজুকি জিক্সার মনোটন বাংলাদেশ প্রাইস ২০২৪
সুজুকি জিক্সার আরো একটি মডেল এর মোটর বাইক হল সুজুকি জিক্সার মনোটন। সুজুকি জিক্সার মনোটন বাংলাদেশ প্রাইস ২০২৪
গাড়িটি দাম অন্য মডেলের থেকে একটু কম হয় অনেকে আবার এই গাড়িটি পছন্দ করে
থাকেন। এই মডেলের গাড়িটি সিঙ্গল ডিস্ক এবং ডাবল ডিস্ক মডেল রয়েছে। যা
একেবারে ভিন্ন রকমের মডেল এর এই মোটরসাইকেল।
আরো পড়ুনঃ নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
তবে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক এই দুটি মডেলের মধ্যে যেমন তফাৎ রয়েছে
তেমনি দামের মধ্যেও তফাৎ রয়েছে। নিম্নে সুজুকি জিক্সার মডেলের নাম উল্লেখ সহ
বাংলাদেশে এই মডেলের বাইকের দাম কত সে সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা হলো
GIXXER 155CC
GIXXER 155CC এর তিনটি কালার রানিং আছে। নীল, কালো এবং লাল রংঙের বাইক। এই
বাইকের বাংলাদেশী মূল্য ২ লক্ষ ৯ হাজার ৯ শত পঞ্চাশ টাকা।
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ
সুজুকি জিক্সার মোটরসাইকেলের অনেক মডেল রয়েছে। এই গাড়িটির মাইলেজ এবং ব্রেক
সহ আরো অন্যান্য দিক দিয়ে অনেক ভাগ রয়েছে। যেমন ধরুন সিঙ্গেল ডিস্ক এবং
ডাবল ডিস্ক এর গাড়ি। আমরা অনেকেই হয়তোবা সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডেস্ক
সম্পর্কে ধারণা নেই। সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্স বলতে কী বোঝায়। সুজুকি জিক্সার ডাবল ডিস্ক প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে আলোকপাত করা হল।
সিঙ্গেল ডিক্স
যে সকল বাইকের সামনে রেখে হাইড্রোলিক সিস্টেম রয়েছে কিন্তু পেছনের ব্রেক
নরমাল সেটাকে সাধারণত সিঙ্গেল ডিক্স বলে। সিঙ্গেল ডিস্কের গাড়িতে সেলেন্জার ও
একটি থাকে।
সুজুকি জিক্সার সিঙ্গেল ডিক্স
ডাবল ডিস্ক বলতে কী বোঝায়
যদি কোন মোটরসাইকেলের সামনে ব্রেক এবং পিছনের চাকার ব্রেক সিস্টেম ডাবল ডিস্ক
অর্থাৎ দুটি ব্রেকই হাইড্রনিক সিস্টেমে থাকে তাহলে আমরা সাধারণত এ ধরনের বাইক
কে টুইন ডেস্ক বা ডাবল ডিস্ক বলে থাকি।
সুজুকিজিক্সার ডাবল ডিক্স
- New Suzuki Gixxer Carburetor Disc এর বাংলাদেশী মূল্য ২ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা।
- New Suzuki Gixxer Fi Disc: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।
- New Suzuki Gixxer SF Fi Disc: বাংলাদেশী প্রাইজ৩ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer Fi ABS Dual Tone: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৭৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer SF Fi ABS Dual Tone: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer SF Matt Plus: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ৫৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 250: বাংলাদেশী প্রাইজ ৪ লক্ষ টাকা।
- Suzuki Gixxer SF 250: বাংলাদেশী প্রাইজ ৪ লক্ষ ৭০ হাজার টাকা।
- Suzuki Intruder 150 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ৩ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 155 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৬৪ হাজার ৯৫০ টাকা।
- Suzuki Gixxer 155 Fi ABS: বাংলাদেশী প্রাইজ ২ লক্ষ ৩৯ হাজার ৯৫০ টাকা।
লেখকের মন্তব্য
আপনি যদি সুজুকি কোম্পানির স্টাইলিশ বাইক ক্রয় করতে চান তাহলে ওপরে
উল্লেখিত যেকোন একটি চয়েস করে নিতে পারেন। বাইক সম্পর্কে যদি আপনার ভালো
ধারণা না থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিবেন। সরকারের নিয়ম মেনে
বাইক ক্রয় করবেন এবং
ড্রাইভ
করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url