জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সঠিক নিয়ম
সম্মানিত পাঠক, আপনি কি বাচ্চার অথবা আপনার
জন্ম নিবন্ধন
নিয়ে চিন্তিত?
জন্ম নিবন্ধন
অনলাইন যাচাই কিভাবে করা যায়?
জন্ম নিবন্ধন সংশোধন
আবেদন করতে কি কি লাগে? এ সকল বিষয় সম্পর্কে অবহিত নন? এ সকল প্রশ্নের উত্তর
জানতে এবং
জন্ম নিবন্ধন
সংক্রান্ত সমস্ত বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত জানতে হলে এ পোস্টটি সম্পন্ন
মনোযোগ সহকারে পড়ুন।
সম্মানিত পাঠক, এই পোষ্টটি পড়ার মাধ্যমে আমি আপনাদের আরো জানাবো
জন্ম নিবন্ধন
যাচাই
অনলাইন চেক apps
কোনটি? কিভাবে
নতুন জন্ম নিবন্ধনের
জন্য আবেদন করা যায়?
জন্ম নিবন্ধন
সংশোধন আবেদন অবস্থা ইত্যাদি বিষয়ের সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার সঠিক নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
বিভিন্ন কারণে
জন্ম নিবন্ধন
যাচাই করা আমাদের জন্য জরুরী হয়ে পড়ে। কিছু কিছু অফিস আদালতে জন্ম নিবন্ধনের
যাচাই কপিটি নিতে চাই। সে কারণে প্রায় সবারই জন্ম নিবন্ধন
অনলাইনে
যাচাই করার প্রক্রিয়া সম্পর্কে জানা দরকার। আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই আপনার
জন্ম নিবন্ধন টি অনলাইনে মাধ্যমে যাচাই করে নিতে পারেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগে
এর জন্য প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ একটি
স্মার্টফোন
এছাড়াও ল্যাপটপ এবং কম্পিউটার দাঁড়াও খুব সহজেই জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করে
নিতে পারবেন। শুধু জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই নয় আপনি চাইলে যাচাইকৃত কপিটি
ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। অনলাইনের জন্ম নিবন্ধন যাচাই করার
নিয়মাবলীঃ
যে সকল তথ্য প্রয়োজন
- জন্ম নিবন্ধন নাম্বার
- জন্ম তারিখ (জন্ম তরিখ অবশ্যই বছর-মাস-দিন এই ফরমেটে প্রদান করতে হবে)
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই প্রক্রিয়া
- জন্ম নিবন্ধন ওয়েবসাইট প্রবেশ করুন। https://bdris.gov.bd/br/application
- সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
- ওয়েবসাইটে প্রবেশ করলে মেনুবারে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনি সেখান থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান অপশনে ক্লিক করুন।
- উক্ত অপশনে ক্লিক করলে আপনার আরো কিছু তথ্য প্রদান করার অপশন প্রদর্শিত হবে। যেমনঃজন্ম নিবন্ধন নম্বর,জন্ম তারিখ (জন্ম তরিখ অবশ্যই বছর-মাস-দিন এই ফরমেটে প্রদান করতে হবে),এবং একটি যোগ অথবা বিয়োগফল।
- সকল তথ্য সঠিক ভাবে প্রদানের পর সার্চ বাটনে ক্লিক করুন।
- প্রদানকৃত তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য প্রদর্শিত হবে।
- আপনি চাই ডাউনলোড করে প্রিন্ট করে ও নিতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
একজন ব্যক্তির দেশের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। কিন্তু যাদের ভোটার আইডি কার্ড এখন পর্যন্ত হয়নি তাদের জন্য
নাগরিকত্ব প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন টি ব্যবহৃত হয়ে থাকে অথবা জন্ম নিবন্ধন তার
নাগরিকত্বের পরিচয় বহন করে সে কারণে একজন ব্যক্তির জন্ম নিবন্ধন সঠিক হওয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরো পড়ুনঃ ওয়ারিশ সনদ ফরম পূরণ করার নিয়ম
যদি কোন কারণবশত আপনার জন্ম নিবন্ধনটি ভুল হয়ে থাকে তাহলে স্থানীয় ইউনিয়ন
পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে যোগাযোগ করে খুব দ্রুত জন্ম নিবন্ধন সংশোধন করে
নিতে হবে। তবে আপনি চাইলে ঘরে বসে খুব সহজেই জন্ম নিবন্ধনের সংশোধন আবেদন করতে
পারবেন। জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার জন্য যে সকল তথ্য এবং ডকুমেন্ট
প্রয়োজন হবে তা হলঃ
যদি নিজের নাম সংশোধন হয় তাহলে
- জন্ম নিবন্ধনের ফটোকপি
- ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি থাকে
- সার্টিফিকেটের ফটোকপি এসএসসি যদি থাকে
- পাসপোর্ট এর ফটোকপি যদি থাকে
- ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, যদি থাকে
- গৃহ ট্যাক্স রশিদের ফটোকটি যদি থাকে।
ছোট বাচ্চাদের জন্য
- টিকার কার্ডের ফটোকপি এবং মূল কপি
- রেজিস্টার কৃত ডাক্তারের প্রত্যয়ন পত্র
- জন্ম নিবন্ধনের ফটোকপি
যদি পিতা ও মাতার নাম সংশোধন হয় তাহলে
- পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
- পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি
- আবেদনকারীর এসএসসি সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে
- আবেদনকারীর জন্ম নিবন্ধনের ফটোকপি।
ঠিকানা সংশোধনের ক্ষেত্রে
- স্থায়ী আবাসস্থলের বিপরীতে পরিশোধক ট্যাক্স রশিদের ফটোকটি।
- ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- তাই ঠিকানা প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিল কাগজের ফটোকপি।
- আবেদনকারীর জন্ম নিবন্ধনের ফটোকপি।
আপনাকে সংশোধনের আবেদন করার জন্য যে সকল পদ্ধতি পদ্ধতি অনুসরণ করতে হবে
পদ্ধতিগুলো হলঃ
- জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করুন।https://bdris.gov.bd/br/correction
- সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
- উক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে মূল মেনুতে জন্ম নিবন্ধন সংশোধন নামে একটি অপশন দেখতে পাবেন।
- আপনি জন্ম নিবন্ধন সংশোধনের অপশন ক্লিক করুন।
- এরপর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ প্রদানের অপশন পাবেন।
- আপনি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করুন।
- এবার একটি ক্যাপস দেখতে পাবেন ক্যাপসটি সঠিকভাবে পূরণ করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
- সকল তথ্য সঠিক থাকলে উক্ত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পাবেন।
- এবার আপনি নির্বাচন করুন বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
- এরপর আপনার সংশোধনের বিষয় নির্বাচন করে সঠিক তথ্য প্রদান করুন।
- ঠিকানা সংশোধন অপশন হতে যেকোনো একটি ঠিকানা আপডেট করুন।
- সংযোজন বাটন ক্লিক করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করুন।
- সংশোধনকারীর সাথে আবেদনকারীর কি সম্পর্ক সেটি নির্বাচন করুন।
- এবার আপনার মোবাইল নাম্বার প্রদান করে ওটিপি পাঠান অপশনে ক্লিক করুন।
- মোবাইল ফোনে প্রেরিত ওটিপি যথাস্থানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
বর্তমান সরকার জন্ম নিবন্ধনের ওপর অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রদান করেছেন। সে
কারণে ডিজিটাল জন্ম সনদ থেকে স্মার্ট জন্ম সনদের রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও
জন্ম নিবন্ধন সেবা কে আরো সহজ করতে বর্তমান সরকার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য
মোবাইল অ্যাপস চালু করেছে। যে অ্যাপটি ব্যবহার করে আপনি চাইলে খুব সহজেই আপনার
জন্ম নিবন্ধনটি যাচাই করে নিতে পারবেন। কিভাবে আপনি জন্ম নিবন্ধন চেক করার জন্য
অ্যাপস ব্যবহার করবেন সে বিষয়ে ধারণা নেয়া যাক।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps
- প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে Jonmo Nibondhon Check Online লিখে সার্চ করুন।
- সার্চ করার সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন লোগো সম্বলিত একটি অ্যাপস আপনার সামনে প্রদর্শিত হবে আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
- এবার অ্যাপসটি ওপেন করলে আপনার জন্ম নিবন্ধন চেক করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হবে।
- আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করুন।
- জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করার পরে একটি ছোট অংকের উত্তর লিখে সার্চ বাটনে ক্লিক করলেই উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখতে পাবেন।
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
বর্তমান সময়ে একটি শিশুর জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সরকার
জন্ম নিবন্ধনের প্রতি অনেক গুরুত্বপূর্ণ প্রদান করেছেন। সে কারণে সঠিক সময়ে
শিশুর জন্ম নিবন্ধন না করলে আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন বা শিশুর জন্ম
নিবন্ধন করতে বিলম্ব করলে পরবর্তীতে জন্ম নিবন্ধন করার জন্য অনেক হয়রানি শিকার হ
হওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিক সময়ে সঠিক নিয়মে কিভাবে আপনি শিশুর নতুন জন্ম
নিবন্ধনের জন্য আবেদন করবেন চলুন জেনে নেওয়া যাক।
আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন
- শিশুর ইপিআই টিকার কার্ডের ফটোকপি।
- রেজিস্টারকৃত এমবিবিএস ডাক্তারের একটি প্রত্যয়ন পত্র।
- পিতা-মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে)
- পিতা ও মাতার আবাসস্থলের বিপরীত পরিশোধকৃত ট্যাক্স রশিদের ফটোকপি।
আবেদন প্রক্রিয়া
- প্রথমে আপনি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করুন।https://bdris.gov.bd/br/application
- আপনি জন্ম ও মৃত্যু নিবন্ধনের সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
- আপনি যে ঠিকানায় আপনার শিশুর জন্ম নিবন্ধন করতে আগ্রহী সেটি নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- পরবর্তীতে ক্লিক করলে শিশুর সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করতে হবে। যেমনঃ শিশুর নাম বাংলায় এবং ইংরেজিতে, শিশুর জন্ম তারিখ, শিশুটি পিতা-মাতার কততম সন্তান, ছেলে সন্তান না মেয়ে সন্তান এ সকল তথ্য প্রদান করুন।
জন্মস্থানের ঠিকানা
- এ পর্যায়ে শিশুর জন্মস্থানের ঠিকানা প্রদান করতে হবে।
- প্রথমে দেশ সিলেট করুন
- এরপর বিভাগ সিলেক্ট করুন
- জেলা সিলেট করুন
- উপজেলা সিলেট করুন
- পৌরসভা / ইউনিয়ন সিলেক্ট করুন
- এরপর ওয়ার্ড নামা সিলেট করুন
- ডাকঘর বাংলায় এবং ইংরেজিতে লিখুন
- আপনার গ্রাম / পাড়া / মহল্লা নাম লিখুন বাংলায় এবং ইংরেজিতে
- বাসা ও সড়ক ( নাম, নম্বর ) সঠিকভাবে প্রদান করুন বাংলায় এবং ইংরেজিতে
- সকল তথ্য সঠিকভাবে প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
শিশুর পিতার ও মাতার তথ্য
- আবেদনের এ পর্যায়ে শিশু পিতার ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ প্রদান করুন। পিতা-মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করলে পিতা-মাতার জন্ম নিবন্ধন হতে সফল তথ্য প্রদর্শিত হবে।
- এরপর আপনি পিতা ও মাতার জাতীয়তা সিলেক্ট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা
- যদি স্থায়ী ও বর্তমান ঠিকানা একই হয় তাহলে টিকj ইনবক্স টিক দিলে সকল তথ্য পূরন হয়ে যাবে। আর যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে সকল তথ্য সঠিক ভাবে প্রদান করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
- আবেদন কারীরর সাথে সম্পর্ক নির্বাচন করুন। এবং ফাইল সংযোজন করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার আবেদনের সকল তথ্য প্রদর্শিত হবে। আপনি সকল তথ্য সঠিকভাবে যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পর্ন হবে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা
শিশুর জন্ম নিবন্ধন এন্টি করার সময় ভুল হলে অথবা শিশুর পিতা-মাতার জন্ম নিবন্ধন
ভুল থাকলে সে ক্ষেত্রে শিশুর জন্ম নিবন্ধনের ভুল তথ্য চলে আসেG যার কারণে জন্ম
নিবন্ধন সংশোধন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। একটি জন্ম নিবন্ধন সংশোধন করার পর
কয়েকটি প্রক্রিয়া পার হওয়ার পর জন্ম নিবন্ধন টি সংশোধন হয়। প্রক্রিয়াগুলো
হলঃ
- আপনি যখন জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করবেন তখন আবেদনটি ইউনিয়ন পরিষদের সচিবের আইডিতে বিদ্যমান থাকবে।
- ইউ পি সচিব তার প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করলে আবেদনটি ফরওয়ার্ড হয়ে ইউ এন ও স্যারের আইডিতে পৌঁছে যাবে।
- ইউএনও স্যার আপনার আবেদনের সংযোজন গুলো এবং আবেদনের বিষয় তদন্ত সাপেক্ষে আবেদনটি মঞ্জুর করে দেবে আর যদি সংযোজন সঠিক মনে না হয় তাহলে আবেদনটি রিজেক্ট করে দেবে।
- ইউএনও স্যার আবেদনটি মঞ্জুর করার পরে ইউনিয়ন সচিব আপনার জন্ম নিবন্ধন কারেকশন করে প্রিন্ট করে দেবেন।
জন্ম নিবন্ধন সংশোধনের এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি আপনি ঘরে বসেই চেক করতে
পারবেন। এর জন্য আপনাকে ইউনিয়ন পরিষদে অথবা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে
দৌড়াদৌড়ি করে হয়রানি হওয়ার প্রয়োজন নেই। আপনি ওয়েবসাইটেই ঢুকে দেখতে পারবেন
আপনার আবেদনটি কোন অবস্থায় (ইউএনও স্যারের কাছে নাকি ইউনিয়ন পরিষদের সচিবের
কাছে, নাকের আবেদনটি বাতিল হয়েছে) বিদ্যমান রয়েছে।
- এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করুন
- সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন। https://bdris.gov.bd
- ওয়েব সাইটে প্রবেশ করার পর ও জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা সম্পর্কে একটি অপশন দেখতে পাবেন।
- আপনি উক্ত অপশনে ক্লিক করুন।
- এবার আপনি আপনার আবেদনের আইডি নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার আবেদনের বর্তমান অবস্থাটি দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন সংশোধন ফরম ডাউনলোড
আপনি যদি জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনের
সংশোধনের আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং সেটি সঠিক তথ্য দিয়ে
পূরণ করে নিতে হবে। আপনি চাইলে আবেদন ফরম পূরণ ছাড়াও সরাসরি ইউনিয়ন পরিষদ
সচিবের কাছে অথবা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সহযোগিতায় আপনার জন্ম নিবন্ধন
সংশোধন করে নিতে পারবেন। তবে আবেদন ফরমটি ফিলাপ করে নিয়ে গেলে আবেদনকারীর জন্য
অনেক সুবিধা হয়। আবেদন ফরমটি
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। https://jahanabadup.rajshahi.gov.bd/bn/site/notices/b6w1-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%AB%E0%A6%B0%E0%A6%AE
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে
আগের জন্ম নিবন্ধন এর সরকারের ফি সঠিকভাবে প্রদান না করা গেলেও বর্তমানে অনলাইন
সিস্টেমে জন্ম নিবন্ধনের টাকা পেমেন্ট করতে হয়। আপনি চাইলে আপনার মোবাইল
ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনার জন্ম নিবন্ধনের ফি পরিশোধ করতে পারবেন। কিন্তু
প্রশ্ন হল জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে? যদি আপনি এ বিষয়ে না জানেন
তাহলে অবশ্যই জানা অত্যন্ত জরুর।
আরো পড়ুনঃ অনলাইনে গর্ভবতী ভাতার আবেদন করার নিয়ম
কেননা বর্তমানে নতুন জন্ম নিবন্ধনের থেকে সংশোধনের আবেদন অনেক বেশি হচ্ছে।
সংশোধনের আবেদন নিয়ে অনেকে হয়রানিও হচ্ছে না। অনেক পরিষদে অনেকে আবার অনেক বেশি
টাকা দিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করে নিচ্ছেন। এর কারণ হলো ওই ব্যক্তিটি জানেনা যে
জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন ফি কত।
আর্টিকেলের এ পর্যায়ে আমি আপনাদের জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন সম্পর্কে
পূর্ণাঙ্গ ধারণা অবদান করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক জন্ম নিবন্ধন সংশোধনের
আবেদনটি ফি সম্পর্কেঃ
- সংশোধনের আবেদন সরকারি ফি ৫০ টাকা
- জন্ম সাল সংশোধনের আবেদন সরকারি ফি ১০০ টাকা
(যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি আলাদাভাবে
প্রদান করতে হবে)
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি সফলভাবে সাবমিট করার পর আবেদন পত্রটির প্রিন্ট করা
অত্যন্ত জরুরী। কেননা আবেদনপত্র প্রিন্ট করলে আপনার আবেদনের কোন ভুলভ্রান্তি
থাকলে সেটা খুব সহজেই দেখতে পাবেন। তাছাড়াও আবেদন পত্রটি আপনার স্থানীয় ইউনিয়ন
কাউন্সিল/পৌরসভায় দায়িত্ব কর্মকর্তার কাছে জমা দিতে হবে। যদি আপনি আপনার আবেদন
পত্রটি প্রিন্ট করতে না পারেন।
আরো পড়ুনঃ
সে ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে
আপনি আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি প্রিন্ট করবেন।
- যখন আপনি আবেদন পত্রটি সফলভাবে সাবমিট দিবেন তখন নিচে দুটি অপশন দেখতে পাবেন একটি হলো আবেদনপত্র প্রিন্ট করুন, নতুন আবেদন করুন।
- এ দুটি অপশন থেকে আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করলেই আবেদন পত্রটি প্রিন্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা হয় না এর জন্য আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়। এর জন্য আপনার করণীয় হচ্ছে আবেদন পত্র সাবমিট দেওয়ার পর আবেদনের আইডি নাম্বারটি কপি করে নিবেন। এরপর আপনি ডুবলিকেট একটি ওপেন করে নিবেন।
- অথবা একটি নতুন উইন্ডো ওপেন করে নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করবেন।
- ওয়েবসাইট লিংক https://bdris.gov.bd/application/print
- প্রবেশ করার পর আবেদনপত্র প্রিন্ট করুন অপশন ক্লিক করুন।
- উক্ত অপশনে ক্লিক করলে আপনার আবেদনের আইডি নাম্বার এবং জন্মতারিখ প্রদান করতে বলা হবে।
- আপনি আপনার আবেদনের আইডি নাম্বার এবং জন্মতারিখ সঠিকভাবে প্রদান করে প্রিন্ট অপনে ক্লিক করে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে
আমরা অনেকেই অবগত নই যে জন্ম নিবন্ধন করতে কি কি লাগে। সঠিক ডকুমেন্ট ছাড়া আবেদন
করলে আপনার আবেদনটি খুব সহজে না মঞ্জুর হয়ে যেতে পারে। তাই জন্ম নিবন্ধনের আবেদন
করা পূর্বে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে একটি শিশুর জন্ম নিবন্ধন করতে কি কি
কাগজপত্র প্রয়োজন হয়। আর্টিকেলে এই পর্যায়ে আমি আপনাদের জন্ম নিবন্ধনের করার
জন্য যে সকল তথ্য এবং যে সকল ডিভাইস প্রয়োজন সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা প্রদান
করব।
- প্রথমত আপনার একটি কম্পিউটার/ল্যাপটপ/মোবাইল/স্ক্যানার,প্রিন্টার,ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
- শিশুর টিকার কার্ডের ফটোকপি
- পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
- পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি
- পিতা-মাতার আবাসস্থলের বিপরীতে ট্যাক্স রশিদের ফটোকপি
- এসএসসি সার্টিফিকেট ফটোকপি যদি থাকে
- পাসপোর্ট এর ফটোকপি যদি থাকে
- ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি যদি থাকে
- এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন পত্র
লেখকের মন্তব্য
আপনি যদি আপনার শিশুর জন্ম নিবন্ধন না করে থাকেন তাহলে অবশ্যই খুব দ্রুত জন্ম
নিবন্ধন করে নেওয়ার জন্য লেখকের পরামর্শ থাকবে। অনেকেই অসৎ উপায় অবলম্বন করে
শিশুর বয়স কম না বেশি করে থাকেন। আপনি অবশ্যই এ সকল কাজ থেকে বিরত থাকবেন।
প্রয়োজনে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সচিব চেয়ারম্যানের পরামর্শ নিতে পারেন।
আরো পড়ুনঃ প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম অনলাইন
জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো কিছু জানার বা আবেদন করার প্রয়োজন হলে ওয়েবসাইটের
হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন।
ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url