পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

সম্মানিত পাঠক, আপনি নিশ্চয়ই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। যদি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম নিয়ম সম্পর্কে এবং বিশ্বের অন্যান্য দেশের ভিসা চেক করার নিয়ম না জেনে থাকেন তাহলে মূলত এই পোস্টটি আপনার জন্য খুবই কার্যকরী হতে চলেছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
প্রিয় পাঠক, এই পোস্টটি পড়ার মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক চেক করতে হয়। এছাড়াও আরো জানতে পারবেন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে, ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে পেতে কতদিন লাগে।

পেজ সূচিপত্রঃ পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম 

পূর্বে মানুষকে ভিসা নিয়ে প্রতারিত হতে দেখা গেছে। অনেকেই দালাল চক্রের পাল্লায় পড়ে অনেক টাকা খরচ করে সঠিক ভিসা না পাওয়ার কারণে বিদেশে যেতে পারে না। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে ভিসা নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম জেনে থাকেন তাহলে সহজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন। 
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি পাসপোর্ট নাম্বার দেই বিভিন্ন দেশের ভিসা চেক করতে পারবেন সে সকল বিষয়ে। তাই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্ভাবে জানার জন্য এবং আপনার আশেপাশের লোকজনকে ভিসা সংক্রান্ত বিষয় হতে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে এ পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পাঠ করতে হবে।
আপনি যদি বিদেশের চিকিৎসা অথবা ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ভিসা সঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। বিভিন্ন কোম্পানি ভিসা প্রদান করলেও আপনি কোন কোম্পানির ভিসা গ্রহণ করেছেন তা খুব সহজেই জানতে পারবেন। এই কাজটি করার জন্য অন্যের কোন সহযোগিতা প্রয়োজন হবে না। শুধুমাত্র অনলাইনে ইন্টারনেট সংযোগ প্রদান করে মোবাইলের মাধ্যমে আপনার ভিসা চেক করে নিতে পারবেন।

ভুয়া ভিসা পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অনেক বাংলাদেশিকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। অনেকেই দেশে ফিরতে পারে না। এটা একটা খুব বড় ধরনের প্রতারণা। প্রতারণা থেকে অবশ্যই আপনাকে মুক্ত হতে হবে এবং সমাজকে মুক্ত করতে হবে। আর সেজন্য আপনাকে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। তাহলে চলুন জেনে নেওয়া যাক পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে যে কোন ব্রাউজার ওপেন করে নিবেন। এরপর সার্চ বার এ গিয়ে আপনি যে দেশের ভিসা চেক করতে চাচ্ছেন উক্ত দেশের ভিসা চেক লিখে সার্চ করবেন। যেমন ধরুন আপনি যদি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান তাহলে ইন্ডিয়ান ভিসা চেক, কাতার ভিসা চেক, মালয়েশিয়া ভিসা চেক লিখে সার্চ করবেন। 

সার্চ করার পরে আপনার সামনে উক্ত দেশের ইমিগ্রেশন ভিসা অফিসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট নাম্বার প্রদান করে খুব সহজে ভিসা চেক করতে পারবেন। প্রায় সব দেশেরই ভিসা চেক করার জন্য একই পদ্ধতি তবে কিছু কিছু দেশের ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বারের সাথে জাতীয়তা সিলেট করে উক্ত দেশের ভিসা চেক করতে হয়।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

বর্তমান বাংলাদেশ থেকে অগণিত মানুষকে ভারতে যেতে দেখা যাচ্ছে। এদের মধ্যে অনেকেই ভ্রমণের উদ্দেশ্যে আবার কেউ কেউ চিকিৎসা সেবা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাচ্ছে। অনেকে আবার ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে না জেনে প্রতারক চক্রের দ্বারা প্রতারিত হচ্ছেন। তাই আমি আপনাদের সুবিধার্থে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় তা ধাপে ধাপে আলোচনা করব।
  • প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • আপনি সরাসরি ইন্ডিয়ান চেক করার ওয়েবসাইট প্রবেশ করতে এখানে ক্লিক করুনwww.passtrack.net
  • উক্ত লিংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নিচের চিত্রের মত একটি ওয়েবসাইট প্রদর্শিত হবে।
  • ওপরে চিত্ত দুইটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে ওয়েব ফাইল নাম্বার, এবং একটি ক্যাপ কোন পূরণ করার অপশন রয়েছে।
  • আপনি ওয়েবসাইট নাম্বার সঠিকভাবে প্রদান করে এবং ক্যাপস সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভিসা আবেদনের সর্বশেষ অবস্থাটি বিস্তারিতভাবে দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

যদি আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই মালেশিয়া ভ্রমণের পূর্বে উক্ত দেশের ভিসাটি চেক করে নিতে হবে। কেননা ভিসা চেক না করে যদি আপনি বিদেশে গিয়ে খুব বড় ধরনের প্রতারণার শিকার এবং বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সে কারণে অবশ্যই মালয়েশিয়া ভ্রমণের পূর্বে প্রয়োজনীয় নিয়ম জেনে ভিসা চেক করে নিবেন। আপনি তিনটি উপায় অবলম্বন করার মাধ্যমে মালয়েশিয়ার ভিসাটি চেক করতে পারবেন।
  1. পাসপোর্ট নাম্বার প্রদান করে 
  2. এপ্লিকেশন নাম্বার প্রদান করে 
  3. কোম্পানি থেকে প্রধানকৃত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে
পাসপোর্ট নাম্বার প্রদান করে
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া নিয়ম সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলোঃ
মালেশিয়া-ভিসা-চেক
  • সর্বপ্রথম আপনি মালয়েশিয়ার ভিসা চেক করার ওয়েবসাইট প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  •  https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus
  • উক্ত লিংকে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে পাসপোর্ট নাম্বার এবং দেশ সিলেক্ট করার প্রদর্শিত হবে।
  • আপনি পাসপোর্ট নাম্বারের ঘরে পাসপোর্ট নাম্বার এবং দেশ সিলেক্ট করে নিন।
  • এরপর বাম পাশে Carian নামে বাটনে ক্লিক করুন।
  • যদি আপনার ভিসা ঠিকঠাক ভাবে লেগে থাকে তাহলে Carian ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিসার যাবতীয় তথ্য। দেখতে পাবেন।
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও আপনি মালেশিয়ার ভিসা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন তার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ
অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে
  • প্রথমে আপনি মালয়েশিয়ার ভিসা চেক করার ওয়েবসাইট এর প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • https://eservices.imi.gov.my/myimms/PRAStatus
  • উক্ত লিংকে ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে।
  • উপরোক্ত পেজে লক্ষ্য করলে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার প্রদান করার একটি অপশন দেখতে পারবেন। আপনি অ্যাপ্লিকেশন নাম্বার সঠিকভাবে প্রদান করুন।
  • এপ্লিকেশন নাম্বারের নিচে সার্চ নামে একটি বাটন রয়েছে এবার আপনি Carian বাটনে ক্লিক করুন।
  • চার্জ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন।
কোম্পানি থেকে প্রধানকৃত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে
যাদের অলরেডি মালয়েশিয়ায় ভিসা লেগে গেছে তারা কিভাবে ভিসা চেক করবেন মনের মধ্যে এরকম প্রশ্ন করতে পারে। এটা খুব সহজ পদ্ধতি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে আপনি খুব সহজেই মালয়েশিয়ার ভিসা চেক করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করবেন তা উল্লেখ করা হলোঃ
মালেশিয়া-ভিসা-চেক৩
  • কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য আপনাকে প্রথমে ভিসা চেক ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  • আপনি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  •  https://eservices.imi.gov.my/myimms/PRAStatus
  • উক্ত সাইট প্রবেশ করার পর কোম্পানির প্রধান কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিক জায়গায় প্রদান করুন।
  • এরপর সার্চ বাটনে ক্লিক ক্লিক করুন।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার ভিসা লেগে থাকে তাহলে সকল কর্মীদের তালিকা ওপেন হয়ে যাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সৌদি আরব

  • পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক সৌদি আরব করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলোঃ
  • সৌদি আরবের ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
  • ওয়েবসাইটের প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্ট নাম্বার জাতীয়তা এবং ভিসা ইস্যুইং অথরিটি বাছাই করুন।
  • এখন দেখতে ক্যাপচা কোড দেখেতে পাবেন। ক্যাচটি পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন।
  • চার্জ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
এবারে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে দেখানো হলো চিত্রসহঃ
সৌদি-ভিসা-চেক
প্রথম ধাপঃ পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে ভিজিট করুন Visa Mofa Gov sa। ওয়েবসাইট সম্পূর্ণ আরবি ভাষায় থাকবে আপনি ইংরেজি ভাষায় রূপান্তর করতে চাইলে মূল মেনু থেকে কি নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করলে ভাষা ইংরেজি হয়ে যাবে।

দ্বিতীয় ধাপঃ 
সৌদি-ভিসা-চেক
  • দ্বিতীয় ধাপে আপনার পাসপোর্ট নাম্বার প্রদানের ঘরে পাসপোর্ট নাম্বার প্রদান করুন।
  • আপনি কোন দেশের ভিসা চেক করতে চাইছেন সেই দেশের নাম নির্বাচন করুন।
  • আপনি কোন ধরনের ভিসা চেক করতে চাচ্ছেন সেটাও নির্বাচন করুন।
  • কোথা থেকে আপনার ভিসা ইস্যু করা হয়েছে সেটি নির্বাচন করুন।
  • এরপর ছবিতে একটি কোড থাকবে কোডগুলো বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিসা যাওয়ার তথ্য দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কুয়েত

বর্তমান যুগ অনলাইনের যুগ এই অনলাইনে যুগে আপনি চাইলে সবকিছুই ঘরে বসে করতে পারেন। এমনকি আপনার যদি কোন দেশের ভিসা চেক করতে হয় তাও আপনি খুব সহজেই সেটি চেক করতে পারবেন। আর্টিকেলের এ পর্যায়ে কিভাবে আপনি কুয়েতের ভেতর চেক করবেন সে সম্পর্কে ধারণা প্রদান করব। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কুয়েত সম্পর্কে জানতে হলে আপনাকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।
কুয়েত ভিসা চেক
  • কুয়েতের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে কুয়েতের ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • সরাসরি প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • https://rnt.moi.gov.kw
  • ওয়েব সাইটে প্রবেশ করার পর মূল মেনু থেকে ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামের অপশনটিতে ক্লিক করুন।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এর জায়গায় নাম্বারটি এবং ক্যাপস টেক্স সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার ভিসা কমপ্লিট হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভড এই অপশনটি দেখতে পাবেন।
কুয়েতের ই ভিসা চেক করার নিয়মাবলী
কুয়েতের ই ভিসা চেক করার নিয়মাবলী
  • প্রথমে আপনাকে কুয়েত-ই ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • আপনি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।
  • ওয়েব সাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুল মেনু থেকে Enquire Tourist e-Visa Status নামে অপশন থেকে সিলেক্ট করুন।
  • সিলেট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ভিসার রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার প্রদান করার অপশনটিতে সঠিক তথ্য প্রদান করে ওকে বাটনে ক্লিক করলে আপনি কুয়েতের ই-ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কাতার

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কাতার করার জন্য তাকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।
ভিসা চেক কাতার
  • প্রথমে কাতার ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • আপনি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করতে এখানে ক্লিক করুন
  • https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHom
  • এরপর একটু নিচে inquiries অপশন দেখতে পাবেন আপনি উক্ত অপশনে ক্লিক করুন।
কাতার-ভিসা-চেক
কাতার-ভিসা-চেক
তারপর বামদিকের মেনু বার হতে ভিসার সার্ভিস অপশন দেখতে পাবেন এবং তার সাথে isa Inquiry & Printing অপশন প্রদর্শিত হবে। আপনি উক্ত অপশানে ক্লিক করে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা নির্বাচন করুন।
ভিসা চেক কাতার

  • সঠিক তথ্য প্রদান করে একটু নিচে ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে নিন।
  • এবার সাব্বিন বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা সকল তথ্য দেখতে পাবেন।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে

ভারত এমন একটি দেশ যে দেশটিতে সবকিছুই রয়েছে, পাহাড় পর্বত মরুভূমি সমুদ্র, মহাসাগর , হিমালয় পর্বত সবকিছুই রয়েছে ভারতে। সে কারণে বহু দেশ থেকে বহু পর্যটক প্রতি বছর ভারতে পর্যটন করতে আসেন। এর মধ্যে অনেক পর্যটক বাংলাদেশের রয়েছে। আপনি যদি ভারতে পর্যটন করার উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসার প্রয়োজন হবে।
তাই আপনাকে এটা জানতে হবে যে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে। তাহলে চলুন জেনে নেওয়া যাক টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনের কাগজপত্র সম্পর্কে।
  • ভিসার অনলাইনে আবেদন করে আবেদন কবি প্রিন্ট করে নিতে হবে।
  • ছবি লাগানো জায়গায় ছবি লাগাতে হবে।
  • আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি।
  • সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবিটা অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে।
  • আপনার পাসপোর্ট এর ফটোকপি তবে আবেদন জমা দেওয়ার সময় মুলকপি সঙ্গে নিয়ে যেতে হবে।
  • বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি।
  • বাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের ফটোকপি।
  • আপনি ব্যবসায়িক হয়ে থাকলে ট্রেড লাইসেন্স, সরকারি চাকরিজীবী হয়ে থাকলে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আইডির ফটোকপি।
  • পুরাতন পাসপোর্ট থাকলে তার ফটোকপি।
  • আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকা উঠতে অত্যাবশ্যক।
  • পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিটি বাপের ফটোকপি।

ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে

ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে এ ধরনের প্রশ্ন অনেকের মনে থাকে। তবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আপনি যদি সকল সঠিক কাগজপত্রসঠিকভাবে প্রদানের মাধ্যমে সঠিকভাবে আবেদন সুসম্পন্ন করেন তাহলে আপনি আবেদন করার দিন হতে 30 থেকে 40 দিন এর মধ্যে আপনার ভিসা হাতে পাবেন। আর যদি কোন জটিলতা সৃষ্টি হয় তাহলে আরো বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে ২০২৪ সালে ভিসা পেতে গেলে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগছে।

লেখকের মন্তব্য

আপনি যদি বিদেশে পর্যটনের উদ্দেশ্যে, চিকিৎসা করানোর উদ্দেশ্যে বা অন্য কোন কারণে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম পাসপোর্ট করতে হবে তারপর ভিসা ভিসা করার পর আপনাকে অবশ্যই সেই ভিসাটি সঠিক কিনা সেটা চেক করে নিতে হবে। যদি আপনি নিজে চেক করতে না পারেন তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটি নিয়ে যেকোনো অনলাইন কম্পিউটার দোকান থেকে আপনার ভিসাটি চেক করে নেবেন।
সঠিক ভিসা না নিয়ে বিদেশে গেলে আপনি বিভিন্ন হয়রানির সম্মুখীন হতে পারেন। আরো অন্যান্য দেশের ভিসা কিভাবে চেক করতে হয় কিভাবে আবেদন করতে হয় এসকল তথ্য জানার জন্য আমাদের পরবর্তী পোস্টটি ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url