পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়মাবলী এবং টাকা পেমেন্ট বিস্তারিত জানুন
আসসালামু আলাইকুম আদাব/সম্মানিত পাঠক, আজকের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু পিজি
হাসপাতালে ডাক্তার
দেখানোর নিয়মাবলী। আপনি যদি ঢাকা
পিজি হাসপাতালে
কোন রোগী দেখাতে যান বা নিজের
চিকিৎসা নিতে
চাইলে আপনাকে অবশ্যইপিজি হাসপাতালের অর্থোপেডিক ডাক্তারের তালিকা সম্পর্কে জানতে
হবে।
সম্মানিত পাঠক, এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনাকে আমরা আরো অবগত করতে চলেছি পিজি
হাসপাতালের
নিউরোলজি ডাক্তারদের
তালিকা, লিভার বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা পিজি হাসপাতাল, পিজি হাসপাতালের নাক কান গলা
ডাক্তারদের তালিকা,
পিজি হাসপাতাল
কবে বন্ধ থাকে,পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা। তাই বিষয়বস্তু সম্পর্কে
বিস্তারিত জানতে এই আর্টিকেলটি সম্পন্ন সহকারে পরুন।
পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর নিয়মাবলী
বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল হাসপাতাল সংক্ষেপে পিজি হাসপাতাল নামে পরিচিত। হাসপাতালে ডাক্তার দেখানো
এবং টাকা পেমেন্ট করার পদ্ধতি একটু ভিন্ন রকমের। বাংলাদেশের বর্তমানে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। আমি আপনাদের সামনে হাসপাতালে কিভাবে
ডাক্তারের সাথে যোগের সাক্ষাৎকার হয় বা কিভাবে একজন রোগীকে এপয়েন্টমেন্ট নিতে
হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন।
আরো পড়ুনঃ
মোটা হওয়ার সহজ উপায় সম্পর্কে জানুন
তাই পিজি হাসপাতালের ডাক্তার দেখানোর নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই
এই পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন। পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর আগে
আপনাকে বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হবে যেমনঃ
রেজিস্টার কার্ড এবং পরিচিতি কার সংগ্রহ: আপনি যখন প্রথমবারের জন্য পিজি
হাসপাতালে কোন ধরনের চিকিৎসা নিতে যাবেন। তখন আপনাকে রেজিস্ট্রেশন করে পরিচিতি ও
রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নিতে হবে। এই কার্ডটি ছাড়া আপনি কোন মতই কোন
ধরনের চিকিৎসা সেবা ভ্রমন করতে পারবেন না।
ডক্টর নির্বাচন করা: আপনি কি ধরনের ডাক্তার দেখাতে চাচ্ছেন আপনার সমস্যা
অনুযায়ী সেই বিভাগের ডাক্তারকে নির্বাচন করতে হবে। বিভিন্ন রোগের জন্য বিভিন্ন
ধরনের ডাক্তার রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সার্জারি, মেডিসিন, গাইনি,
ইত্যাদি।
কনফার্ম করা অর্থাৎ এপয়েন্টমেন্ট নেওয়া: ডাক্তার দেখানোর আগে আপনাকে
অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে। এই এপয়েন্টমেন্ট আপনি চাইলে ঘরে বসে
অনলাইনে মাধ্যমে করে নিতে পারবেন। এবার আমি আপনাদের জানিয়ে দেব পিজি হাসপাতালে
ডাক্তার দেখানোর নিয়মাবলী এবং টাকা পেমেন্ট সম্পর্কে
কিছু নিয়ম অনুসরণ করা। যেমনঃ
সময়মত উপস্থিত হওয়াঃ অ্যাপয়েন্টমেন্ট এর সময় অনুযায়ী
এপয়েন্টমেন্ট এর সময় অনুযায়ী সঠিক সময়ে উপস্থিত হওয়া। আপনি সময়ের কমপক্ষে
১৫ মিনিট পূর্বে হাসপাতালে উপস্থিত হতে হবে। এতে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি
খুব সহজ হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ আপনাকে অবশ্যই আপনার পরিচিতি কার্ড, যদি কোন
চিকিৎসা রেকর্ড থেকে থাকে এবং পরীক্ষার রিপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই সেগুলোর
সঙ্গে নিয়ে আসতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাঃ নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার
চেষ্টা করুন এতে করে চিকিৎসক আপনার চিকিৎসা দিতে খুব আগ্রহী হতে পারে।
চিকিৎসার ধাপ
ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা করবেন এবং প্রয়োজনীয়
পরামর্শ প্রদান করবেন এরপরে আপনি প্রয়োজনীয় পরীক্ষা সেরে সেগুলো রিপোর্ট নিয়ে
আবারো ডাক্তারের সামনে উপস্থিত হবেন। আপনি চাইলে সকল পরীক্ষা পিজি হাসপাতালেই
সম্পন্ন করতে পারবেন। রিপোর্ট সংগ্রহ করে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেবেন এবং
চিকিৎসার পরবর্তী ধাপগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।
চিকিৎসার পরবর্তী ধাপ
আপনাকে অবশ্যই পরবর্তী ডেট গুলো ফলো করতে হবে। যে তারিখে আপনাকে যেতে বলবে আপনাকে
অবশ্যই পরবর্তী সে তারিখে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি চাইলে অনলাইন এর
মাধ্যমেও রিপোর্টগুলো চেক করে নিতে পারবেন।
পিজি হাসপাতালের অর্থোপেডিক সেরা ১০ জন ডাক্তারের তালিকা
বর্তমান বাংলাদেশের যে কয়টি হাসপাতাল টপ রাঙ্কিংয়ে অবস্থান করছে তার মধ্যে একটি
হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটি বাংলাদেশের মধ্যে
সবথেকে বড় একটি হাসপাতাল। এই হাসপাতালে অনেক অভিজ্ঞ ডাক্তার দ্বারা এবং বিশেষজ্ঞ
ডাক্তার দ্বারা সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।
আরো পড়ুনঃ
গ্যাস্টিক দুর করার উপায় সমূহ
এখানে ডাক্তার মানেই বুঝে নিতে হবে এই ডাক্তারটি বাংলাদেশের সব থেকে বড় ডাক্তার।
আর্টিকেলের এ পর্যায়ে আমি আপনাদের পিজি হাসপাতালের অর্থোপেডিক সেরা ১০ জন
ডাক্তারের তালিকা নাম তুলে ধরব
অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল ইসলাম
পদবীঃ এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এফআরসিপি, এমডি (রিউমাটোলজি)।
বিশেষজ্ঞঃ রিউমাটোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতাল।
চেম্বারের ঠিকানাঃ গ্রীন লাইফ হাসপাতাল গ্রীনরোড ধানমন্ডি ঢাকা।
রোগী দেখার সময়ঃ তিনি নির্দিষ্ট কোন সময়ের রোগী দেখেন না। সে কারণে এই
ডাক্তারের সাথে চিকিৎসা নিতে চাইলে আপনাকে নিচের দোয়া ফোন নাম্বারে যোগাযোগ করে
নিতে হবে।
মোবাইল নাম্বারঃ ০১৯১৬২৬৭৭৬৯।
অধ্যাপক ডক্টর মামুন আল মামুন স্বপ্নীল
পদবীঃ এমবিবিএস, এমএসসি (গ্যাস্ট্রো), এমডি (হেপাটোলজি), এফএসিজি (ইউএসএ),
এফআইসিপি (ভারত), এফআরসিপি (আয়ারল্যান্ড), এফআরসিপি (ইউকে)।
বিশেষজ্ঞঃ হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।
চেম্বারের ঠিকানাঃ ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল, ধানমন্ডি,ঢাকা।বাড়ি #
06, রোড # 04, ধানমন্ডি,ঢাকা এবং আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেড,ঢাকা।
বাড়ি # 17, রোড # 08, ধানমন্ডি আর/এ, ঢাকা।
রোগী দেখার সময়ঃ বিকাল ৪ঃ৩০ মিঃ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ( শুক্রবার
বন্ধ )
মোবাইল নম্বরঃ +8801914265331।
এ বি এম খালেদুজ্জামান শিপন
পদবীঃ এমবিবিএস, পিজিটি (স্কিন অ্যান্ড ভিডি), এফআরএসএইচ (লন্ডন),
প্রশিক্ষণ (ডার্মাটো এবং কসমেটিক সার্জারি)।
বিশেষজ্ঞঃ ত্বক, লিঙ্গ, এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন, বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।
চেম্বারের ঠিকানাঃ লেজার চেইন অ্যান্ড স্কিন সেন্টার, হুসাইন প্লাজা,
বাড়ি # ০১, রোড # ১৫, মিরপুর রোড, ধানমন্ডি।
রোগী রাখার সময়ঃ দুপুর বারোটা থেকে রাত্রি ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত। প্রত্যেক
শুক্রবার বন্ধ।
মোবাইল নাম্বারঃ ০১৭১৭ ০৫০৩৮০।
দ্বিতীয় চেম্বার ঠিকানাঃ ডিজিটাল ডায়াগনস্টিক কেন্দ্র, পাবনা। কাজী অফিস
রোড, থানা পাড়া, শালগড়িয়া, পাবনা।
রোগী দেখার সময়ঃ সকাল সাতটা থেকে পর্যন্ত দুপুর একটা পর্যন্ত। (শুক্রবার
বন্ধ)
যোগাযোগের জন্য মোবাইল নাম্বারঃ ০১৭৪৬ ৩৪ ৩২৭০।
ডাঃ মাহমুদ মান্নান
পদবীঃ এমবিবিএস, ডি-অর্থো (অর্থোপেডিকস), মচ, ফ্র্যাকচার, বাত, মচকে
যাওয়া এবং স্ট্রেন, অর্থোপেডিক, ট্রমা এবং মেরুদণ্ডের সার্জন, সিঙ্গাপুর, ভারত
(এআইএমএস), সদস্য-এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি বিএসএমএমইউ (পিজি হাসপাতাল,
ঢাকা)।
চেম্বারের ঠিকানা: মিরপুর ১১, কেন্দ্রীয় মসজিদ, বাসস্ট্যান্ড মিরপুর,
ঢাকা ১২১৬।
অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বারঃ ০১৭৪০-৪৮৬১২৩।
রোগী দেখার সময়ঃ সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত। প্রতি
শুক্রবার বন্ধ।
পিজি হাসপাতালের কয়েকজন নিউরোলজি ডাক্তারদের তালিকা
পিজি হাসপাতালের কয়েকজন নিউরোলজি ডাক্তারদের তালিকা নিম্নে উল্লেখ করা হলোঃ
অধ্যাপক ডাঃ মোহাম্মদ সেলিম শাহী
পদবীঃ এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য), এমডি (নিউরোমেডিসিন)
মাথাব্যথা, মেরুদণ্ড (স্পাইন) এপিলেপসি, স্ট্রোক। অধ্যাপক (নিউরোলজি) ন্যাশনাল
ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল, ঢাকা।
বিশেষজ্ঞঃ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।
রোগী দেখার ঠিকানাঃ বাড়ী-০২, রোড-০৬, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
(ইনডোর স্টেডিয়ামের পূর্ব পার্শ্বে)।
অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বারঃ ০১৭৪০ ৪৮ ৬১ ২৩।
রোগী দেখার সময়ঃ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে সন্ধ্যা সাত
ঘটিকা পর্যন্ত।
ডাঃ মাহমুদ-উন-নবী
পদবীঃ এমবিবিএস, বিসিএস, এমপিএইচ এমডি (নিউরো মেডিসিন) বিএসএমএসইউ (পিজি
হাসপাতাল)।
বিশেষজ্ঞঃ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।
চেম্বার ঠিকানাঃ প্লট# ১০, রোড# ৪/৫ (কালশী রোড), ব্লক# বি, সেকশন# ১২,
মিরপুর, ঢাকা।
অগ্রিম সিরিয়ালের জন্য মোবাইল নাম্বারঃ ০১৭৪০ ৪৮৬১২৩।
রোগী দেখার সময়ঃ সকাল ১০ঃ০০ ঘটিকা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার
ছাড়া।
লিভার বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা পিজি হাসপাতাল
আর্টিকেলের এ পর্যায়ে এখন আমি আপনাদের লিভার বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা পিজি
হাসপাতাল কয়েকজন ডাক্তারের নামের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আপনি চাইলে মোবাইল
নাম্বার দিয়ে যোগাযোগ করে এসব ডাক্তারের কাছে অগ্রিম সিরিয়াল দিয়ে চিকিৎসা
নিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক পিজি হাসপাতালে লিভার বিশেষজ্ঞ ডাক্তার
এর তালিকা সমূহ-
ডঃ মোস্তাক আহমেদ কাজল
চিকিৎসক লিভার বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতাল
চেম্বার লিভার কেয়ার এন্ড লার্নিং সেন্টার এর দ্বিতীয় তলা, মোহাম্মদপুর
ঢাকা।
মোবাইল নাম্বার ০১৭৪৬ ২২ ৫১০
সহকারী অধ্যাপক ডাঃ মোসাঃ রোকসানা বেগম
হেপাটোলজিস্ট-লিভার বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (হেপাটোলজি) ইন্টারভেনশনাল হেপাটোলজিস্ট,
লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগের
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
চেম্বারের ঠিকানা: প্লট নং ২৯ ও ৩০, ব্লক-খা, সেকশন-৬, মেইন রোড-১, মিরপুর
রোড, ঢাকা ১২১৬।
সিরিয়ালের জন্য ফোন করুনঃ ০১৭৪০- ৪৮৬১২৩।
রোগী দেখার সময়ঃ সকাল 10 ঘটিকা হতে সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত প্রতি
শুক্রবার ছুটি।
ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম মিয়া
হেপাটোলজিস্ট-লিভার বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি (হেপাটোলজি) ইন্টারভেনশনাল হেপাটোলজিস্ট,
লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগের
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
চেম্বারের ঠিকানাঃ মিরপুর ১০, ইনডোর স্টেডিয়ামের অপজিটে ঢাকা
1216।
অগ্রিমের জন্য ফোন করুনঃ ০১৭৪০ ৪৮৬১২৩।
রোগী দেখার সময়ঃ প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত্রি আটটা
পর্যন্ত।
পিজি হাসপাতালের নাক কান গলা ডাক্তারদের তালিকা
ডাঃ প্রাণ গোপাল দত্ত
পদবীঃ এসিওআরএল, পিএইচএসডি, এমএসসি (অডিওলজি), এফসিপিএস (ইএনটি), এফআরসিএস
(গ্লাসগো)।
বিশেষজ্ঞঃ নাক কান ও গলা এবং হেডনেক সার্জন।
ঠিকানাঃ গ্রীন লাইফ হাসপাতাল গ্রীনরোড ধানমন্ডি ঢাকা।
রোগী দেখার সময়ঃ সপ্তাহের চার দিন ( শনিবার, রবিবার, সোমবার এবং বুধবার)
সকাল 8 ঘটিকা হতে দুপুর ১২ টা পর্যন্ত এবং বিকেল ৪ ঘটিকা হতে রাত আটটা পর্যন্ত।
আরো পড়ুনঃ অ্যাপোলো হাসপাতাল কলকাতা ডাক্তার লিস্ট
অগ্রিম সিরিয়ালের জন্য এবং যোগাযোগের জন্য ফোন নাম্বারটি হলঃ
০১৯৬৬-০১০১৩৮।
পিজি হাসপাতালে আরো একজন লিভার বিশেষজ্ঞ হচ্ছেন ডক্টর মোসাম্মাৎ রোকসানা বেগম,
পদবীঃ এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমডি হেপাটোলজি, ইন্টারন্যাশনাল
হেপাটলজিস্ট, লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক
হেপাটোলজি বিভাগের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
বিশেষজ্ঞঃ হেপাটোলজিস্ট এবং লিভার
চেম্বার এর ঠিকানাঃ প্লট নং ২৯ ও ৩০, ব্লক-খা, সেকশন-৬, মেইন রোড-১,
মিরপুর রোড, ঢাকা ১২১৬।
অগ্রিম সিরিয়ালের জন্য ফোন করুনঃ ০১৭৪০ ৪৮৬১২৩।
রবি দেখার সময়ঃ প্রতিদিন সকাল ১০ টা হতে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত
শুক্রবার ব্যতীত।
পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে
পিজি হাসপাতাল একটি সরকারি হাসপাতাল। এই হাসপাতালে বিভিন্ন ধরনের রোগীর
সু-চিকিৎসা প্রদান করা হয়। আধুনিক যন্ত্রের ব্যবহার করে সঠিকভাবে রোগ
নির্ণয় করে এই হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা প্রদান করে থাকেন। পিজি হাসপাতাল
চব্বিশ ঘন্টা রোগীদের সেবা প্রদান করা হয়। শুধু চিকিৎসায় নয় এই হাসপাতালে
রয়েছে ইমারজেন্সি রোগীর জন্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। পিজি হাসপাতাল কবে বন্ধ
থাকে এবং কখন খোলা থাকে এ সম্পর্কে জেনে আপনি রোগী ভর্তি করিয়ে চিকিৎসা নিতে
পারবেন।
পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে সে সম্পর্কে কিছু কথা
অনেকের মনের প্রশ্ন আছে পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? আসলে এটি একটি সরকারি
হাসপাতাল হাসপাতাল কখনোই বন্ধ থাকে না 24 ঘন্টায় রোগী ভর্তি হতে পারবেন। তবে
ডাক্তাররা শুক্রবার করে ছুটিতে থাকে। সকল ডাক্তারি ছুটিতে থাকে না কিছু ডাক্তাররা
শুক্রবারেও অন ডিউটি থাকে। তবে শুক্রবারের দিনে আপনি ডাক্তারদের একটু কম পাবেন।
কেননা এটি একটি সরকারি হাসপাতাল।
লেখকের মন্তব্যঃ
আপনি যদি অনেকদিন পর চিকিৎসা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ঢাকা পিজি হাসপাতাল
আপনার জন্য। কেননা এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির দ্বারা রোগ নির্ণয় করার পর
হিসেবা করা হয়ে থাকে। তাই অযথা টাকা নষ্ট না করে রোগের সঠিক নির্ণয় করে পিজি
হাসপাতালে চিকিৎসা করানো উচিত। পিজি হাসপাতাল সম্পর্কে আরও তথ্য জানতে অবশ্যই এই
ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আরো সুন্দর সুন্দর দ্রুত জেনে নিন। ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url