03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর

০৩ ও ০৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর। এছাড়াও বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার কম্পিউটার বিষয়ের প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলো পড়লে কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার নিশ্চয়তা শতভাগ।03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর  আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সকল প্রশ্ন ও উত্তর গুলো তুলে ধরবো। আজকে প্রথম পর্ব দেওয়া হলো।
03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর
03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর সমূহঃ
1. কম্পিউটার কী?

উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বেলিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে,প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে। প্রাধমিকঅবস্থায় এটি শুধু গননার কাজে ব্যবহার করা হত। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌত্তিক ও সিন্ধান্তমুলক কাজ করা যায়।

2. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চালর্স ব্যাবেজ

3. চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?

উত্তর: ডিফারেল ইঞ্জিনতৈরি করার মাধ্যমে চালর্স ব্যাবেজ কম্পিউটার তৈরির সুম্পষ্ট ধারণা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।

4. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?

উত্তর: তথ্য সংগ্রহ, এরসত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।

5. বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা মন্ত্রনালয় কোন সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর: ১০ ফেব্রুয়ারি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

6. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?

উত্তর: লেডি এডা অগাস্টা

7. কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার?

উত্তর: দুই প্রকার i) Primary Memory ii) Secondary Memory

8. র‌্যাম কী?

উত্তর: মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র‌্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।

9. রম কী?

উত্তর: প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্ধংসাত্বক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্যমুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।

10. কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?

উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধানত ২ প্রকার, যথা i) প্রধান বাপ্রাইমারি মেমরি ও ii) সহায়ক বা সেকেন্ডারি মেমরি।
11. ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ?

উত্তর:  i) Mouse, ii) Keyboard, iii) Monitor, iv) Printer, v) Speaker

12. প্রিন্টার কী?

উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্যপ্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

13. মনিটর কাকে বলে?

উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দাব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।

14. কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?

উত্তর: i) input Unit ii) Output Unit iii) CPU Unit
15. Bios কী?

উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলাহয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

16. কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?

উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।

17. Scanner-এর কাজ কী?

উত্তর: Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারেঅবজেক্ট আকারে ইনপুট করা হয়।

18. পেন ড্রাইভ এর কাজ কি?

উত্তর: তথ্য স্টোর করে রাখা।

19. চারটি ইনপুট ডিভাইজের নাম লিখ?

উত্তর: i) Keyboard, ii) Mouse iii) Scanner iv) Joystick

20. একটি আউচপুট ডিভাইস এর নাম লিখ?
উত্তর: স্পিকার

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url