03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর

০৩ ও ০৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর। এছাড়াও বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার কম্পিউটার বিষয়ের প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলো পড়লে কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার নিশ্চয়তা শতভাগ।03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর  আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সকল প্রশ্ন ও উত্তর গুলো তুলে ধরবো। আজকে প্রথম পর্ব দেওয়া হলো।
03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর
03 ও 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্সের প্রশ্ন ও উত্তর সমূহঃ
1. কম্পিউটার কী?

উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র, যা পূর্বেলিখিত নির্দেশনা অনুসারে (যাকে প্রোগ্রাম বলে) উপাত্ত (Data) সংরক্ষণ করতে পারে,প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য (Information) প্রদর্শন করতে পারে। প্রাধমিকঅবস্থায় এটি শুধু গননার কাজে ব্যবহার করা হত। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌত্তিক ও সিন্ধান্তমুলক কাজ করা যায়।

2. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চালর্স ব্যাবেজ

3. চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?

উত্তর: ডিফারেল ইঞ্জিনতৈরি করার মাধ্যমে চালর্স ব্যাবেজ কম্পিউটার তৈরির সুম্পষ্ট ধারণা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।

4. তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?

উত্তর: তথ্য সংগ্রহ, এরসত্যতা ও বৈধতা যাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।

5. বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বা মন্ত্রনালয় কোন সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর: ১০ ফেব্রুয়ারি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

6. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?

উত্তর: লেডি এডা অগাস্টা

7. কম্পিউটার স্মৃতি প্রধানত কত প্রকার?

উত্তর: দুই প্রকার i) Primary Memory ii) Secondary Memory

8. র‌্যাম কী?

উত্তর: মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে স্মৃতিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায়, সে স্মৃতিকে র‌্যাম স্মৃতি বলা হয়। এই স্মৃতি একটি অস্থায়ী স্মৃতি।

9. রম কী?

উত্তর: প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্ধংসাত্বক। কম্পিউটার তৈরি করার সময় এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়। কম্পিউটার বন্ধ করলেও এই স্মৃতিতে রক্ষিত কোন তথ্যমুছে যায় না। এটি একটি পঠন স্মৃতি।

10. কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার?

উত্তর: কম্পিউটারের স্মৃতি প্রধানত ২ প্রকার, যথা i) প্রধান বাপ্রাইমারি মেমরি ও ii) সহায়ক বা সেকেন্ডারি মেমরি।
11. ৫টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ?

উত্তর:  i) Mouse, ii) Keyboard, iii) Monitor, iv) Printer, v) Speaker

12. প্রিন্টার কী?

উত্তর: প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্যপ্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

13. মনিটর কাকে বলে?

উত্তর: কম্পিউটারের যাবতীয় কার্যক্রমকে প্রদর্শনের জন্য যে পর্দাব্যবহার করা হয়, তাকে মনিটর বলে।

14. কম্পিউটারের মুল অংশ গুলো কি কি?

উত্তর: i) input Unit ii) Output Unit iii) CPU Unit
15. Bios কী?

উত্তর: Basic input Output System এর সংক্ষিপ্ত রূপকেই Bios বলাহয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

16. কয়েকটি কম্পিউটার এন্ট্রি ভাইরাস সফটওয়্যারের নাম লেখ?

উত্তর: Kaspersky, Avira, Avast, Norton ইত্যাদি।

17. Scanner-এর কাজ কী?

উত্তর: Scanner এর মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারেঅবজেক্ট আকারে ইনপুট করা হয়।

18. পেন ড্রাইভ এর কাজ কি?

উত্তর: তথ্য স্টোর করে রাখা।

19. চারটি ইনপুট ডিভাইজের নাম লিখ?

উত্তর: i) Keyboard, ii) Mouse iii) Scanner iv) Joystick

20. একটি আউচপুট ডিভাইস এর নাম লিখ?
উত্তর: স্পিকার
দ্বিতীয় অংশঃ

Pen Drive কে I/O বলা হয় কেন?
উত্তর: পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করাহয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে পেন ড্রাইভকে I/O ডিভাইজ বলা হয়।

22. OMR কী?

উত্তর: এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ ঙগজ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
23. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্র্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।

24. অপারেটিং সিস্টেম কী?

উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।

25. কম্পিউটার সফটওয়্যার কী?

উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারা বাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।

26. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

উত্তর: প্রাণ
27. Shut Down কমান্ডের কাজ কী?

উত্তর: Windows Operating System হতে বের হওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

28. অপারেটিং সিস্টেমের কাজ কি?

উত্তর: Operating Systemকম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।

2৯. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

উত্তর: প্রাণ

30. বিট, বাইট কী?

উত্তর: বীট- বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১(এক) কে বিট বলে। বাইট- আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ,অঙ্ক বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।

31. কত কিলোবাইটে ১ মেগাবাইট?

উত্তর: 1024 KB = 1MB

32. সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি?

উত্তর: বাইনারি।

33. মাইক্রোসফট ডস কী?

উত্তর: ডস শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম। ইহা একটি বর্ণ ভিক্তিক অপারেটিং সিস্টেম।

34. DOS ও Windows কী?

উত্তর: ডস একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম।

35. Windows কী?

উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।

36. Windows XP কী?

উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।

37. File শব্দের অর্থ কি বা ফাইল কাকে বলে?

উত্তর: যখন কোন ডকুমেন্ট কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে ফাইল বলে।

38. Folder (ফোল্ডার) কী?

উত্তর: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
39. Dialog Box কী?

উত্তর: Text এবং Message  সম্বলিত বক্স যেখানেপ্রয়োজনীয় নির্দেশনা যেমন- Ok, Cancel, Save ইত্যাদি তথ্য থাকে।

40. কী-বোর্ডের কত গুলো কী থাকে?

কোনো চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হবে। মাউস, টাচস্ক্রিন, পেন, ভয়েস রিকগনিশন আবিষ্কারের পরেও কীবোর্ড সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুমুখী ইনপুট ডিভাইস। কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০৪ টি কী আছে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url