ঘরে বসেই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে - Visa check online by passport number
সম্মানিত পাঠক, আপনি কি ভিসা নিয়ে চিন্তিত? তাহলে ঘরে বসেই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে - Visa check online by passport number এবং সৌদি আরব ভিসা চেক অনলাইন
বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকতে আজকের এই আর্টিকেল। তাই উপরোক্ত বিষয়
সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই পোস্টটি সম্পন্ন মূলত সহকারে পাঠ করুন।
সম্মানিত পাঠক, আমি আপনাদের আরো ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের
ভিসার আবেদন
এবং অনলাইনে ভিসা চেক করা নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ঘরে বসেই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে - Visa check online by passport number
ভিসা কি? কিভাবে অন্য দেশের
ভিসা
চেক করতে হয়? ভিসার আবেদন করার নিয়ম? ভিসার জন্য কিকি কাগজ লাগে আবার কিভাবে
অনলাইনে ভিসা চেক করতে হয় তাও আবার পাসপোর্ট নম্বর দিয়ে? ইত্যাদি প্রশ্ন অনেকের
মনেই থাকে। কেননা যদি কোন ব্যক্তি অন্য কোন দেশে ভ্রমন করা বা চিকিৎসা কিংবা কোন
কাজে যাওয়া সিধান্ত নিয়ে থাকেন।
তাহলে তাকে অবশ্যই ভিসা এপলিকেশন এবং অনলাইনে ভিসা চেক সম্পর্কে জানা অত্যান্ত
জরুরি। বর্তমানে বাংলাদেশে গরুর দালাল থেকে শুরু করে যেকোন অফিসে বিভিন্ন রকমের
দালাল ঘুরে বেড়ায়। এই দালালদের কাজ হলে ক্লাইন্টদের কাছ থেকে টাকা নিয়ে উক্ত
কাজটি হাসিল করে দেওয়া। কিছু কিছু দালাল চক্র আছে যারা টাকা নেয় আবার কাজও করে
দেয়।
কিন্তু কিছু কিছু দালাল চক্র আছে যারা প্রতারনা করে। অথ্যাৎ টাকা নিয়ে ও কাজ করে
না। আমার আরেকটি চক্র আছে যারা জাল কাগজ পত্রাদি তৈরি করে দেয়। তাই এই রকমের
দালালদের হাত থেকে বাচার জন্য আপনাকে অবশ্যই দালালদের কাছ থেকে যে কাজ নিচ্ছেন তা
বুঝে নিতে হবে। সেটি সঠিক না কি ভূয়া। আপনি যদিও ভিসা ও পাসপোর্ট করার সময় কোন
দালাল চক্রের কাছে যাবেন না।
আরো পড়ুন:
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চে করার নিয়ম
যদিও যান তাহলে অবশ্যই আপনি সকল কাগজ অনলাইনে চেক করে গ্রহন করবেন। যেমন আপনার
সাথে এক দালালের যে কোন একটি এমাউন্টে ভিসার আবেদন থেকে শুরু করে ভিসা হাতে
পাওয়ার পর্যন্ত সকল কাজ করে দেবে। আপনাকে কাজও করে দিলো কিন্তু যে ভিসাটি প্রদান
করেছে তা ভূয়া। আপনি না বুজেই এই ভূয়া ভিসা নিলেন কিন্তু বিদেশ আর যেতে পারলেন
না।
তাই আপনি সাথে সাথে অনলাইনে আপনার ভিসা চেক করে নিবেন। যাতে আপনাকে পরবর্তীতে আর
কোন প্রতারনার স্বীকার হতে না হয়। তাই এই আর্টিকেলে আপনি আপনাদের ঘরে বসেই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে - Visa check online by passport number সম্পর্ন আনোচনা
করব। তাহলে চলুন আর্টিকেলের মূল পর্বে আসা যাক:
পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা নিয়ম:
যে কোন দেশের ভিসা চেক করার জন্য অবশ্যই আপনাকে উক্ত দেশটির ভিসা অ্যাপ্লিকেশন
ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। আপনি যদি কোন দেশে ভিসা ওয়েবসাইট সম্পর্কে না
জানালে থাকেন তাহলে আপনি উক্ত দেশের ভিসা চেক করার নিয়ম লিখে গুগলে সার্চ করলে
উক্ত দেশের ভিসা চেক করার লিংকটি পেয়ে যাবেন।
যেমন ধরুন আমি এখন
ইন্ডিয়ান ভিসা
চেক করব পাসপোর্ট নাম্বার দিয়ে। তাহলে গুগলে সার্চ করব “পাসপোর্ট নম্বর দিয়ে
ইন্ডিয়ান ভিসা চেক করা নিয়ম” এই কথাটি লিখে। এভাবে আপনি যে কোন দেশের ভিসা চেক
করার লিংকটি সংগ্রহ করতে পারবেন এবং পাসপোর্ট নাম্বার দেই ভিসা চেক করতে পারবেন।
এখন আমি আপনাদের মাঝে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত
জানানোর চেষ্টা করব।
প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
ইন্ডিয়ান ভিসা চেক করার লিংকটি হচ্ছে
https://indianvisaonline.gov.in/visa/index.html
উক্ত ওয়েবসাইট ভিজিট করার পর নিচের চিত্রের মত একটি পেজ ওপেন হবে।
একটু স্কল করে নিচে নামলেই visa-status-iconCheck your Visa Status আমি একটি অপশন
দেখতে পারবেন এবং আপনি উক্ত অপশনটিতে ক্লিক করুন।
অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, above text পূরণ করার অপশনগুলো প্রদর্শিত
হবে।
আপনি সকল তথ্য সঠিকভাবে প্রদান করে চেক স্ট্যাটাস আপনাদের ক্লিক করুন। তাহলে
আপনার সামনে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের যাবতীয় তথ্য প্রদর্শিত হবে।
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করা নিয়ম
বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ জীবিকা নির্বাহের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে।
বিশেষ করে সৌদি আরবের মত দেশে অনেক বাংলাদেশী তরুণকে শ্রমিকের কাজ করতে দেখা
যায়। এরই ফলশ্রুতিতে আরো অনেক তরুণ সৌদি আরবে কাজ করার জন্য যাওয়ার সিদ্ধান্ত
নিয়ে থাকেন। কেউ কেউ আবার হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে যান। আর সে কারণেই আমাদের
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করা নিয়ম সম্পর্কে জানা খুবই জরুরী। যাতে করে কেউ ভিসা
নিয়ে কোন প্রতারণা শিকার হতে না হয়।
আগেই বলেছি যে কোন দেশের ভিসা চেক করার জন্য উক্ত দেশে ভিসা অ্যাপ্লিকেশন
ওয়েবসাইটটি ভিজিট করতে হবে
সৌদি আরবের ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি হলো:
তো এই সাইটে প্রবেশ করার পর সকল তথ্য নিচে চিত্রের মত আরবিতে প্রদর্শিত হবে
উপরে বাম পাশের কর্নারে ই নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সকল তথ্য
ইংরেজিতে প্রদর্শিত হবে।
- Passport Number: এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি প্রদান করতে হবে
- Current Nationality: আপনার জাতীয়তা সিলেট করতে হবে
- Visa Type: আপনি কোন ধরনের ভাষা এপ্লিকেশন করেছেন তা নির্বাচন করতে হবে
- Visa Issuing Authority: ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ
- Image Code: ছবিতে দেখা cap কি পূরণ করে নিচের সার্চ বাটনে ক্লিক করলে আপনার বিচার যাবতীয় তথ্য দেখতে পাবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে কাতার ভিসা চেক করা নিয়ম:
একদেশ থেকে অন্য দেশে ভ্রমন করার জন্য প্রথমে প্রয়োজন হয় পাসপোর্ট এবং পাসপোর্ট
করার পর আপনি যে দেশে যেতে চান যে দেশে যাওয়ার জন্য ঐ নিদিষ্ঠ দেশের ভিসা করতে
হয়। অনেক আবার জাল ভিসা দিয়ে গ্রহকের কাছ থেকে টাকা নিয়ে থাকে। এই জন্য ভিসা চেক
করার নিয়ম জানাটা অত্যান্ত জরুরি। বাংলাদেশ থেকে বর্তমানে অনেক শ্রমিক কাজের জন্য
এবং অন্যান্য কাছে কাতার যাচ্চেন। অনেক আবার জাতিয়ারিত শিকার হচ্ছেন।
আর সে কারনে আমি আপনাদের জানাবো কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করবেন তাও
আবার ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে চলুন জেনে নেওয়া যাক
কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে কাতার ভিসা চেক করা নিয়ম জানবেন। এর জন্য আপনাকে
কয়েকটি ধাপ অনুসরন করতে হবে। যেমন
ওয়েবসাইট এ প্রবেশ
- ওয়েবসাইটে প্রবেশ করার লিংক হচ্ছে https://portal.moi.gov.qa/wps/portal/ar
- উক্ত ওয়েব সাইটে প্রবেশ করলে একটি আরবি ভাষা প্রদর্শিত হবে। আপনি আপনি ডান পার্শের ইংরেজি নামের একটি অপশন দেখতে পাবেন। সেখানে চাপ দিয়ে ইংরেজি করে নিবেন।
- উল্লেখিত পোর্টেলে প্রবেশ করার পর (portal.moi.gov.qa) Inquiries নামে একটি অপশনে দেখতে পাবেন আপনি Inquiries অপশানে ক্লিক করুন। ক্লিক করলি নিম্ন উল্লেখিত অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে 2 নং অপশনে Visa Services ক্লিক করুন।
- Traffic Inquiries
- Visa Services
- Exit-Entry Services Exit & Entry Permits
- Residency Permits inquiry Residency Permits inquiry
- Other Inquiries Other Inquiries
- Metrash Metrash
- QPost Services QPost Services
- PCC Inquiry PCC Inquiry
- DCV Inquiry DCV Inquiry
- MOI Services
Visa Services অপশনে ক্লিক করার পর আরো কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনি 2 নং অপশন
Visa Inquiry and Printing ক্লিক করুন।
- Visa Approval Tracking
- Visa Inquiry and Printing
- Visit Visa Extension
- Track Application Status (Qatar Visa Center)
Visa Inquiry and Printing অপশনে ক্লিক করার পর নিচের চিত্রে মতো অপশন নিচের
চিত্রের মতো অপশন দেখতে পাবেন।
পাসপোর্ট নম্বর, জাতীয়তা এবং ক্যাপচ পূরন করে সাবমটি বাটনে ক্লিক করলেই আপনার
ভিসার সকল তথ্য দেখতে পাবেন।
সংক্ষিত বর্ননা:
- প্রথমত কাতার ভিসা চেক করার ওয়েব পোর্টলে প্রবশে করুন।
- দ্বিতীয়ত মেনুবার থেকে Visa Service অপশনে লিংকে করুন।
- তৃতীয়ত Visa Inquiry & Printing অপশনে থেকে উক্ত অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার সঠিকভাবে টাইপ করুন।
- সবশেষে জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করুন এবং ক্যাপচা সঠিকভাকে পূরণ করতে করুন।
- এবার আপনার ভিসা তথ্য চেক করার জন্য সাবমিট বাটনে ক্লিক করলে উক্ত ব্যক্তির ভিসার সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদর্শিত হবে।
কাতারের নতুন ভিসা স্ট্যাটাস চেক করার নিয়মাবলীঃ
আপনি নতুন ভিসার আবেদন করেছেন। তাহলে আপনার ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে
নিচের ধাপগুলো অনুসরন করুন।
প্রথমত ওয়েবসাইট এ প্রবেশ করুন।
ওয়েবসাইট এ প্রবেশ লিংক হলো:
https://www.qatarvisacenter.com/home
দ্বিতীয়ত , ওয়েব সাইটে প্রবেশ করা পর Track Application নামের অপশনটিতে ক্লিক
করুন।
তৃতীয়ত, Track Application এ ক্লিক করার পর পাসপোর্ট নম্বর এবং ক্যাপচ পূরন করে
সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভিসার সর্বশেষ অবস্থা দেখতে পাবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা নিয়ম:
বাংলাদেশ থেকে সম্প্রতি অনেক জনসংখ্যা ভারতে প্রবেশ করছে। কেউ কেউ চিকিৎসার জন্য,
কেউ চাকুরির জন্য, কেউ আবার পড়াশুনার জন্য, কেউ জীবিকা নির্বাহের জন্য, কেউ আবার
ভারত ভ্রমনের জন্য ভারতে যাচ্ছে। এদের মধ্যে আমার অনেকেই দালাদের দ্বারা প্রতারিত
ও হচ্ছেন। যাতে করে আপনি কোন দালাল চক্রের দ্বারা প্রতারিক না হন সে আপনি আপনাদের
পাসপোর্ট নম্বর দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা নিয়ম সম্পর্কে জানাবো।
কয়েকটি ধাপ অনুসরন করলে আপিনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। ধাপগুলো হলোঃ
প্রথমত: আপনাকে ভারতের ভিসা ওয়েব সাইটে প্রবশে করতে হবে। ওয়েবসােইট লিংক হচ্ছে
ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য passtrack.net
লিংক ভিজিট করুন
এরপর আপনি দুটি অপশন দেখতে পাবেন 1. Regular Visa Application
2. Port Endorsement, R.A.P./P.A.P.
এই দুটি অপশন হতে আপনি অপশনটিতে Regular Visa Application ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথে Web File Number লিখার অপশন এবং ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ
করুন।
সর্বশেষ Submit বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে
পাবেন।
উপরে উল্লেখিত এই ধাপ ০৪টি ধাপ অনুসরণ করলে আপনি খুব সহজেই ইন্ডিয়ান ভিসা হয়েছে
কিনা সে সর্ম্পকে জানতে পারবেন।
কিছু সাধারন প্রশ্ন ও উত্তর
ভিসা করতে কি প্রয়োজন?
অনেকর মনে এই রকম প্রশ্ন থাকে যে, ভিসা করতে কি প্রয়োজন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস:
- মূল পাসপোর্ট
- ২/২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
- এন আইডি কপি
- বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল
- ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাস)
- চাকরি হলে এনওসি, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স
ইন্ডিয়ান ভিসা পেতে কত দিন লাগে?
ভিসার আবেদন করার পর থেকে 25-30 দিনের মধ্যে ভিসা হাতে পাবেন।
সৌদি ভিসা চেক করার ওয়েসাইট লিংক কি?
সৌদি ভিসা চেক করার ওয়েসাইট লিংক হচ্ছে
Visa.Mofa.Gov.Sa
বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা আবেদনেরে প্রাথমিক ফি 800 টাকা।
মন্তব্য
আমাদের এই ওয়েবসাইটে আপনি সাধারন ই-সেবা সংক্রান্ত সকল তথ্য পাবেন। আপনার যদি কোন
ধরনে ই সেবা সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে
আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। সাথে সাথে পাসপোর্ট এবং ভিসা করার চিন্ত
ভাবনা করেন তাহলে অবশ্যই কিছু পদ্ধতি অনুসরন করবেন। যেমনঃ পাসপোর্ট করতে আপনার কি
কি দরকার সে কাগজ গুলো সংগ্রহ করবেন।
সকল কাগজ পত্র যেন সটিক হই। কত টাকা ফি লাগবে তার সম্পর্কে বিস্তারিত জানবেন।
বিস্তারিত জানার জন্য এই লিংক ভিজিট করতে পারেন। ভিসা করার জন্য কি কি প্রয়োজন কত
টাকা প্রয়োজন সকল বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পর আপনি আপনার কাজে অগ্রসর হবেন। আশা করছি ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে নিয়ম সম্পর্কে মোটামুটি ধারনা পেয়েছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url